ক্যাম্পাসসারাবাংলা

ভাষা শহীদদের স্মরণে ইবিতে প্লানচেট বিতর্ক অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো প্লানচেট বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টায় লালন শাহ হল ডিবেটিং সোসাইটির আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক সংলগ্ন‘মৃত্যুঞ্জয়ি মুজিব’ ম্যুরালের সামনে এটি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি আনিসুর রহমান সাইমনের সভাপতিত্বে অতিথি ছিলেন লালন শাহ হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক ড. আকতার হোসেন, ইবি প্রেসক্লাবের সভাপতি মনজুরুল ইসলাম নাহিদ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম ও ডিবেটিং সোসাইটির সভাপতি নাজমুস সাকিব। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের  শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইয়ামিন মুসতাহসিনের সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ ও বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক আহ্বায়ক রুমি নোমান। ওজা (স্পিকার) হিসেবে ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক  মেহেদী হাসান তানভীর।

এসময় লালন শাহ হল ডিবেটিং সোসাইটির সদস্যরা  ভাষা শহীদদের প্রতীকী আত্মারুপে তাদের বক্তব্য উপস্থাপন করেন। ভাষা শহীদ রফিকের চরিত্র উপস্থাপন করেন মোয়াব্বেজ রহমান জিম, শহীদ সালামের আত্মাকে উপস্থাপন করেন মোহাইমিনুল ইসলাম রক্তিম, শহীদ শফিউরকে ধারণ করেন গোলাম হক্কানী, আবুল বরকতের চরিত্র উপস্থাপন করেন সঞ্চয় বড়ুয়া ও আব্দুল জব্বারের চরিত্রে বক্তব্য দেন মিশুক শাহরিয়ার। এছাড়াও মোহাম্মদ আলী জিন্নাহকে উপস্থাপন করেন জাহেদুল ইসলাম। এসময় শহীদদের প্রতীকী চরিত্রে বক্তারা সর্বত্র বাংলা ভাষার ব্যবহার ও বাংলা ভাষার বিকৃত ব্যবহার বন্ধের দাবি জানান।

অতিথির বক্তব্যে হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক ড. আকতার হোসেন বলেন, আজকের ভিন্নধর্মী আয়োজন দেখে আমি মুগ্ধ হয়েছি। বাংলা ভাষাকে সার্বজনীন রুপ দেওয়া এবং ভাষাকে সকল মিশ্রণ মুক্ত করে একটি সুন্দর রুপ দেওয়ায় সবাই ভূমিকা রাখবে বলে আশা রাখছি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button