রাজশাহী , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী জনগণের জানমাল রক্ষার্থে ও যেকোন অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি: মেয়র লিটন ঢাকায় সহিংসতায় অংশ নেয় রাজশাহীর জেএমবি সদস্যরা! ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করলেন শেখ হাসিনা এইচএসসি ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে যে নির্দেশনা দিল বিটিআরসি এইচএসসির আরো চারটি পরীক্ষা স্থগিত নরসিংদী কারাগার থেকে পলাতক ৩৩১ কয়েদির আত্মসমর্পণ স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর কোটা নিয়ে আপিল শুনানি রোববার এবার বিটিভির মূল ভবনে আগুন ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত অবশেষে আটকে পড়া ৬০ পুলিশকে উদ্ধার করল র‍্যাবের হেলিকপ্টার উত্তরা-আজমপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৪ রামপুরা-বাড্ডায় ব্যাপক সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত দুই শতাধিক আওয়ামী লীগের শক্ত অবস্থানে রাজশাহীতে দাঁড়াতেই পারেনি কোটা আন্দোলনকারীরা সরকার কোটা সংস্কারের পক্ষে, চাইলে আজই আলোচনা তারা যখনই বসবে আমরা রাজি আছি : আইনমন্ত্রী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কথা বলবেন আইনমন্ত্রী রাজশাহীতে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাংচুর, আহত ২০

হরতাল-অবরোধে পর্যটক মৌসুমেও খরা সুন্দরবনে

  • আপডেটের সময় : ০১:১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • ২৩ টাইম ভিউ
Adds Banner_2024

জনপদ ডেস্কঃ টানা হরতাল-অবরোধে স্থবিরতা দেখা দিয়েছে সুন্দরবন কেন্দ্রিক পর্যটন খাতে। ভরা মৌসুমেও খুলনা অঞ্চল থেকে ছেড়ে যাচ্ছে না জাহাজ। বাতিল হচ্ছে পূর্ব নির্ধারিত একের পর এক ট্যুর। বড় অংকের টাকা বিনিয়োগ করে আর্থিক লোকসানের মুখে ট্যুর অপারেটররা। প্রভাব পড়েছে পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট অন্য সব কিছুর ওপর।

ট্যুর অপারেটররা জানান, সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি বারবার আকর্ষণ থাকে পর্যটকদের। বিশেষ করে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসকে ধরা হয় পর্যটন মৌসুম। এ সময়ে পর্যটক সংখ্যা সব থেকে বেশী হয়। পদ্মা সেতু চালু হওয়ার পর সুন্দরবনে পর্যটক সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশী।

Banglar Janapad Ads

তবে চলতি অক্টোবরের শেষ সপ্তাহ থেকে দেশে রাজনৈতিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে পর্যটন খাতে। টানা হরতাল আর অবরোধের কারণে সুন্দরবন ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন দেশি-বিদেশি পর্যটকরা। এতে সব থেকে বেশি বিপাকে পড়েছেন সুন্দরবনের ট্যুর অপারেটররা। দুবলার চর, কচিখালি, কটকাসহ বিভিন্ন স্পটে বাতিল হচ্ছে একটির পর একটি ট্যুর। খুলনা অঞ্চল নিয়মিত অন্তত ৭০টি জাহাজ সুন্দরবনে যেত। এসব জাহাজে কোটি কোটি টাকা বিনিয়োগ করে বসিয়ে রাখতে হচ্ছে। ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে খুলনা অঞ্চলের অন্তত ৫০টিরও অধিক ট্যুর অপারেটর প্রতিষ্ঠান।

ট্যুর অপারেটর অব সুন্দরবনের উপদেষ্টা নজরুল ইসলাম বাচ্চু বলেন, ‘খুলনায় ৭০টিরও বেশী সুন্দরবনগামী জাহাজ আছে। এ জাহাজগুলোর পেছনে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি। চলমান পরিস্থিতির কারণে সব ট্যুর বাতিল হচ্ছে। এতে আমাদের আর্থিক ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে। এই সময়ে আমরা ট্যুরের জন্য অতিরিক্ত লোকও নিয়োগ করে রেখেছি। এদের বেতন যেমন দিতে হচ্ছে। তেমনি বিনিয়োগ করা টাকাও ফেরত পাচ্ছি না।’

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সভাপতি মাজহারুল ইসলাম কচি বলেন, ‘সারা বছর আমরা এ চার মাসের অপেক্ষায় থাকি। এ সময়টাতে হরতাল-অবরোধের কারণে আমরা চরম বিপদে পড়ে গেছি। এখন এ ব্যবসায় টিকে থাকাটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জের।

সুন্দরবন বন বিভাগ খুলনার বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, ‘পদ্মা সেতু চালুর পর সুন্দরবনে পর্যটক সংখ্যা বাড়ছিলো। আমাদের রাজস্ব আদায়ের পরিমানও বাড়ছিলো। এ পরিস্থিতিতে আসলে পর্যটক না আসলে আমাদের কিছুই করার নয়। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও পর্যটক সংখ্যা বাড়বে।’

সবশেষ ২০২২-২৩ অর্থ বছরে সুন্দরবন ভ্রমণ করেছিলেন ২ লাখ ১৬ হাজার পর্যটক। যা থেকে রাজস্ব আয় হয় ৩ কোটি ৯৪ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরে সুন্দরবনে ৭৫ হাজার ৫৬০ জন দেশি এবং ৮৬৪ জন বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন। ওই অর্থ বছর সুন্দরবন বিভাগ পর্যটকদের কাছ থেকে ৮৮ লাখ ৯৪ হাজার ৭০ টাকা রাজস্ব আয় করে।

Adds Banner_2024

হরতাল-অবরোধে পর্যটক মৌসুমেও খরা সুন্দরবনে

আপডেটের সময় : ০১:১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

জনপদ ডেস্কঃ টানা হরতাল-অবরোধে স্থবিরতা দেখা দিয়েছে সুন্দরবন কেন্দ্রিক পর্যটন খাতে। ভরা মৌসুমেও খুলনা অঞ্চল থেকে ছেড়ে যাচ্ছে না জাহাজ। বাতিল হচ্ছে পূর্ব নির্ধারিত একের পর এক ট্যুর। বড় অংকের টাকা বিনিয়োগ করে আর্থিক লোকসানের মুখে ট্যুর অপারেটররা। প্রভাব পড়েছে পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট অন্য সব কিছুর ওপর।

ট্যুর অপারেটররা জানান, সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি বারবার আকর্ষণ থাকে পর্যটকদের। বিশেষ করে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসকে ধরা হয় পর্যটন মৌসুম। এ সময়ে পর্যটক সংখ্যা সব থেকে বেশী হয়। পদ্মা সেতু চালু হওয়ার পর সুন্দরবনে পর্যটক সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশী।

Banglar Janapad Ads

তবে চলতি অক্টোবরের শেষ সপ্তাহ থেকে দেশে রাজনৈতিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে পর্যটন খাতে। টানা হরতাল আর অবরোধের কারণে সুন্দরবন ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন দেশি-বিদেশি পর্যটকরা। এতে সব থেকে বেশি বিপাকে পড়েছেন সুন্দরবনের ট্যুর অপারেটররা। দুবলার চর, কচিখালি, কটকাসহ বিভিন্ন স্পটে বাতিল হচ্ছে একটির পর একটি ট্যুর। খুলনা অঞ্চল নিয়মিত অন্তত ৭০টি জাহাজ সুন্দরবনে যেত। এসব জাহাজে কোটি কোটি টাকা বিনিয়োগ করে বসিয়ে রাখতে হচ্ছে। ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে খুলনা অঞ্চলের অন্তত ৫০টিরও অধিক ট্যুর অপারেটর প্রতিষ্ঠান।

ট্যুর অপারেটর অব সুন্দরবনের উপদেষ্টা নজরুল ইসলাম বাচ্চু বলেন, ‘খুলনায় ৭০টিরও বেশী সুন্দরবনগামী জাহাজ আছে। এ জাহাজগুলোর পেছনে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি। চলমান পরিস্থিতির কারণে সব ট্যুর বাতিল হচ্ছে। এতে আমাদের আর্থিক ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে। এই সময়ে আমরা ট্যুরের জন্য অতিরিক্ত লোকও নিয়োগ করে রেখেছি। এদের বেতন যেমন দিতে হচ্ছে। তেমনি বিনিয়োগ করা টাকাও ফেরত পাচ্ছি না।’

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সভাপতি মাজহারুল ইসলাম কচি বলেন, ‘সারা বছর আমরা এ চার মাসের অপেক্ষায় থাকি। এ সময়টাতে হরতাল-অবরোধের কারণে আমরা চরম বিপদে পড়ে গেছি। এখন এ ব্যবসায় টিকে থাকাটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জের।

সুন্দরবন বন বিভাগ খুলনার বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, ‘পদ্মা সেতু চালুর পর সুন্দরবনে পর্যটক সংখ্যা বাড়ছিলো। আমাদের রাজস্ব আদায়ের পরিমানও বাড়ছিলো। এ পরিস্থিতিতে আসলে পর্যটক না আসলে আমাদের কিছুই করার নয়। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও পর্যটক সংখ্যা বাড়বে।’

সবশেষ ২০২২-২৩ অর্থ বছরে সুন্দরবন ভ্রমণ করেছিলেন ২ লাখ ১৬ হাজার পর্যটক। যা থেকে রাজস্ব আয় হয় ৩ কোটি ৯৪ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরে সুন্দরবনে ৭৫ হাজার ৫৬০ জন দেশি এবং ৮৬৪ জন বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন। ওই অর্থ বছর সুন্দরবন বিভাগ পর্যটকদের কাছ থেকে ৮৮ লাখ ৯৪ হাজার ৭০ টাকা রাজস্ব আয় করে।