রাজশাহী , রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
পবিত্র আশুরা ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল রাবি রোববার ক্লাস-পরীক্ষা বর্জনসহ ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা বঙ্গবন্ধুর বাল্যকালের স্কুলে প্রধানমন্ত্রী আ.লীগ নেতা বাবুল হত্যা : অভিযুক্ত পৌর মেয়র আক্কাছ গ্রেপ্তার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মাসেতু নির্মাণ করতে হয়েছে শেখ হাসিনাকে ‌‌‘ইকেবানা’ উপহার পাঠালেন বাবা হারানো জাপানি কন্যা দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে : চীন কোটা আন্দোলন : বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস বর্জনসহ তিন দিনের কর্মসূচি ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন কোটা বিরোধীরা চতুর্থদিনের মতো আন্দোলনে কোটাবিরোধীরা রাবিতে কোটা সংস্কার আন্দোলনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল ৪ বিভাগে হতে পারে ভারী বৃষ্টি ‘কাফনের কাপড়’ পরে আমরণ অনশনে শিক্ষার্থীরা, দাবি মেনে নিলো রামেবি দেশের ৫ বিভাগ এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত : প্রধানমন্ত্রী বাগমারায় শ্রেণিকক্ষ থেকে অজগর সাপ উদ্ধার, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক

নিখোঁজের ২৫ বছর পর বাড়ি ফিরলেন সোনা মিয়া

  • আপডেটের সময় : ০৭:১৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • ০ টাইম ভিউ
Adds Banner_2024

জনপদ ডেস্ক: ফেসবুকের মাধ্যমে প্রায় ২৫ বছর পর সোনা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে খুঁজে পেয়েছেন স্বজনরা। সোমবার (১৬ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মিয়াবাড়ি এলাকা থেকে তাঁকে নিয়ে যান ছোট ভাই মোরশেদ আলম।

এর আগে ১৯৯৮ সালে সোনা মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের সিনামাছি গ্রামের বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তিনি একই এলাকার মৃত একরাম হোসেনের ছেলে।

Trulli

মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে তিনি পথ চিনে আর বাড়ি ফিরে যেতে পারেননি।

জানা গেছে, ২০১৭ সালে কোনো একদিন সোনা মিয়া লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (আলিয়া) মাদরাসা এলাকায় একটি ফার্নিচার দোকানের সামনে শুয়ে ছিলেন। চুপচাপ এই ব্যক্তি কারো সঙ্গে কথা বলতেন না। তখন লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (আলিয়া) মাদরাসার সাবেক শিক্ষক সালাহ উদ্দিন তাঁকে নিজের সঙ্গে নিয়ে যান।

এর পর থেকেই সোনা মিয়া তাঁর কাছে ছিলেন।

সোনা মিয়ার ছোট ভাই মোরশেদ আলম বলেন, ‘২৫ বছর পর ভাইকে ফিরে পেয়েছি। ভাইয়ের জন্য চিন্তাতেই অসুস্থ হয়ে ছয় মাস আগে ভাবি শাহজাদা খাতুন মারা গেছেন। তাঁর একমাত্র ছেলেটিও বাবার আদর থেকে দীর্ঘ ২৫ বছর বঞ্চিত ছিল।

ফেসবুকে একটি পোস্টের তাঁর ছবি দেখেছিলাম। পরে ফেসবুকে পোস্টকারী ব্যক্তির সঙ্গে কথা বলে ভাইকে নিতে এসেছি।’
শিক্ষক মো. ফিরোজ আলম বলেন, ‘সোনা মিয়ার ছবিসহ পরিবারের সন্ধান পেতে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছিল। ওই পোস্টটি দেখে আমিও শেয়ার করেছিলাম। ফেসবুকের কল্যাণে তাঁর পরিবারের সন্ধান পাওয়া গেছে।

তাঁর ছোট ভাই মোরশেদ এসে তাঁকে নিয়ে গেছেন।’

লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (আলিয়া) মাদরাসার সাবেক শিক্ষক সালাহ উদ্দিন বলেন, ‘প্রায় ছয় বছর সোনা মিয়া আমার কাছে ছিলেন। তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছি। এ জন্য তাঁকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করি। অবশেষে তাঁর ভাই এসে তাঁকে নিয়ে গেছেন। দীর্ঘ ২৫ বছর তিনি বাড়িছাড়া ছিলেন বলে জানতে পেরেছি।’

Adds Banner_2024

নিখোঁজের ২৫ বছর পর বাড়ি ফিরলেন সোনা মিয়া

আপডেটের সময় : ০৭:১৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

জনপদ ডেস্ক: ফেসবুকের মাধ্যমে প্রায় ২৫ বছর পর সোনা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে খুঁজে পেয়েছেন স্বজনরা। সোমবার (১৬ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মিয়াবাড়ি এলাকা থেকে তাঁকে নিয়ে যান ছোট ভাই মোরশেদ আলম।

এর আগে ১৯৯৮ সালে সোনা মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের সিনামাছি গ্রামের বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তিনি একই এলাকার মৃত একরাম হোসেনের ছেলে।

Trulli

মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে তিনি পথ চিনে আর বাড়ি ফিরে যেতে পারেননি।

জানা গেছে, ২০১৭ সালে কোনো একদিন সোনা মিয়া লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (আলিয়া) মাদরাসা এলাকায় একটি ফার্নিচার দোকানের সামনে শুয়ে ছিলেন। চুপচাপ এই ব্যক্তি কারো সঙ্গে কথা বলতেন না। তখন লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (আলিয়া) মাদরাসার সাবেক শিক্ষক সালাহ উদ্দিন তাঁকে নিজের সঙ্গে নিয়ে যান।

এর পর থেকেই সোনা মিয়া তাঁর কাছে ছিলেন।

সোনা মিয়ার ছোট ভাই মোরশেদ আলম বলেন, ‘২৫ বছর পর ভাইকে ফিরে পেয়েছি। ভাইয়ের জন্য চিন্তাতেই অসুস্থ হয়ে ছয় মাস আগে ভাবি শাহজাদা খাতুন মারা গেছেন। তাঁর একমাত্র ছেলেটিও বাবার আদর থেকে দীর্ঘ ২৫ বছর বঞ্চিত ছিল।

ফেসবুকে একটি পোস্টের তাঁর ছবি দেখেছিলাম। পরে ফেসবুকে পোস্টকারী ব্যক্তির সঙ্গে কথা বলে ভাইকে নিতে এসেছি।’
শিক্ষক মো. ফিরোজ আলম বলেন, ‘সোনা মিয়ার ছবিসহ পরিবারের সন্ধান পেতে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছিল। ওই পোস্টটি দেখে আমিও শেয়ার করেছিলাম। ফেসবুকের কল্যাণে তাঁর পরিবারের সন্ধান পাওয়া গেছে।

তাঁর ছোট ভাই মোরশেদ এসে তাঁকে নিয়ে গেছেন।’

লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (আলিয়া) মাদরাসার সাবেক শিক্ষক সালাহ উদ্দিন বলেন, ‘প্রায় ছয় বছর সোনা মিয়া আমার কাছে ছিলেন। তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছি। এ জন্য তাঁকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করি। অবশেষে তাঁর ভাই এসে তাঁকে নিয়ে গেছেন। দীর্ঘ ২৫ বছর তিনি বাড়িছাড়া ছিলেন বলে জানতে পেরেছি।’