রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: ১২ দলীয় জোট

জনপদ ডেস্ক: ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যৌক্তিক দাবি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানতে বাধ্য হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

শনিবার (১৮ মার্চ) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের পেছনে যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে তারা এসব কথা বলেন।

সমাবেশে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সরকার ও সরকারি দলের আচরণ তত বেপরোয়া হয়ে উঠছে। পরাজয়ের আতঙ্কে তারা দিশেহারা হয়ে পড়েছে। জনগণের ভোটে অবাধ নির্বাচনকে এই সরকারের সবচেয়ে বড় ভয়। জনগণের রায় নিয়ে সরকার গঠনের সাহস তাদের নেই। জনসমর্থনহীন এই সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে।

রমজান মাসে বাজারে পণ্যমূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে রাখার দাবি জানিয়ে তারা আরও বলেন, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানির মূল্য বৃদ্ধি করতে করতে দ্রব্যমূল্যকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে গেছে। মানুষ খেয়ে-পড়ে বেঁচে থাকতে হিমশিম খাচ্ছে। জনগণের এখন একটাই চাওয়া– এই সরকারের বিদায়।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সব রাজবন্দির মুক্তিসহ ১০ দফা দাবি জানিয়ে তারা বলেন, সংসদ ভেঙে দিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে। না হলে জনগণ একদফা আন্দোলন করে অবৈধ সরকারের পতন ঘটিয়েই রাজপথ ত্যাগ করবে।

জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে এবং আব্দুল্লাহ আল হাসান সাকিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, ইসলামী ঐক্যজোটের অধ্যাপক আবদুল করিম, বাংলাদেশ ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ এলডিপির তমিজউদ্দিন টিটু, বাংলাদেশ মুসলিম লীগের মুহাম্মদ নজরুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির আসাদুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতারা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button