তথ্য প্রযুক্তি

ইনস্টাগ্রাম ব্যবহারে বিশ্বব্যাপী বিভ্রাট

জনপদ ডেস্কঃ বিপুলসংখ্যক ব্যক্তি তাদের ইনস্টাগ্রাম খুলতে পারছেন না বলে জানিয়েছে ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেকটরডটকম। বুধবার (৮ মার্চ) থেকে হঠাৎ প্রযুক্তিগত সমস্যার কারণে ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যায় পড়েন তারা। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ৪৬ হাজারের বেশি ইনস্টাগ্রাম ব্যবহারকারী ছবি শেয়ার করতে না পারার অভিযোগ করেছেন। এছাড়া যুক্তরাজ্যের প্রায় দুই হাজার, অস্ট্রেলিয়া ও ভারতে এক হাজারের বেশি ব্যবহারকারী ছবি শেয়ার করতে গিয়ে সমস্যায় পড়েছেন।

ব্যবহারকারীদের দাবি, অধিকাংশই ইনস্টাগ্রামে লগ ইন করতে পারলেও তারপরে আর কিছু করতে পারছেন না। অনেকে আবার সঠিক পাসওয়ার্ড দিয়েও ইনস্টাগ্রামে লগ ইন করতে পারেননি।

কেন বিশ্বজুড়ে ব্যাহত হচ্ছে তা নিয়ে মেটার পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামের মালিক মার্ক জাকারবার্গ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বার্তা আদান-প্রদানের হোয়াটসঅ্যাপের মালিকও মেটা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button