রাজশাহী , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী জনগণের জানমাল রক্ষার্থে ও যেকোন অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি: মেয়র লিটন ঢাকায় সহিংসতায় অংশ নেয় রাজশাহীর জেএমবি সদস্যরা! ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করলেন শেখ হাসিনা এইচএসসি ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে যে নির্দেশনা দিল বিটিআরসি এইচএসসির আরো চারটি পরীক্ষা স্থগিত নরসিংদী কারাগার থেকে পলাতক ৩৩১ কয়েদির আত্মসমর্পণ স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর কোটা নিয়ে আপিল শুনানি রোববার এবার বিটিভির মূল ভবনে আগুন ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত অবশেষে আটকে পড়া ৬০ পুলিশকে উদ্ধার করল র‍্যাবের হেলিকপ্টার উত্তরা-আজমপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৪ রামপুরা-বাড্ডায় ব্যাপক সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত দুই শতাধিক আওয়ামী লীগের শক্ত অবস্থানে রাজশাহীতে দাঁড়াতেই পারেনি কোটা আন্দোলনকারীরা সরকার কোটা সংস্কারের পক্ষে, চাইলে আজই আলোচনা তারা যখনই বসবে আমরা রাজি আছি : আইনমন্ত্রী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কথা বলবেন আইনমন্ত্রী রাজশাহীতে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাংচুর, আহত ২০

জাতীয় ঐক্যফ্রন্টে অসন্তোষ

  • আপডেটের সময় : ০৪:৫৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮
  • ১৯৩ টাইম ভিউ
Adds Banner_2024

বিশেষ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রায় ২৫জন প্রার্থীকে ধানের শীষ প্রতীকে প্রাথমিক মনোনয়ন দেওয়ায় অসন্তোষ দেখা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টে। জোটটির শীর্ষ নেতাদের একটি বড় অংশের সন্দেহ, জামায়াতের প্রার্থীদের ধানের শীষ প্রতীক দেওয়ার মধ্য দিয়ে দুই ধরনের ক্ষতির মুখে পড়বে ঐক্যফ্রন্ট ও বিএনপি। এর পেছনে বিএনপির হাইকমান্ডের ইচ্ছার প্রতিফলন ঘটেছে বলে মনে করেন ঐক্যফ্রন্টের কোনও-কোনও দায়িত্বশীল নেতা।

ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমত, জামায়াতের প্রার্থীদের বিএনপির প্রতীকে নির্বাচন করার সুযোগ দেওয়ার মধ্য দিয়ে ক্ষমতাসীনদের সামনে নতুন ইস্যু ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, পশ্চিম দেশসহ আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছে বিএনপির যে প্রচারণা এতদিন ছিল, তা ভেস্তে যাবে। আর এই প্রতীক বরাদ্দ দেওয়ার পেছনে বিএনপির হাইকমান্ডের নির্দেশনা থাকলেও নেতৃত্বের ‘কার্যকর’ অংশটি চায় জামায়াতকে ধানের শীষ না দেওয়া হোক। যদিও প্রতীক বাতিল করে দিতে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত সুযোগ রয়েছে। এক্ষেত্রে অনেক জটিলতাও আছে বলে নেতারা জানিয়েছেন। জামায়াতের সঙ্গে তৈরি নতুন হবে নতুন সংকট।

Banglar Janapad Ads

যদিও ঐক্যফ্রন্টের কোনও-কোনও নেতা মনে করছেন, একাদশ জাতীয় নির্বাচনে যেকোনও ধরনের ‘স্যাবোটাজ’ এড়াতে জামায়াতের সঙ্গে এ বিষয়ে আপস করে নেওয়াটাই ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের জন্য ইতিবাচক। এ বিষয়ে ফ্রন্টের নেতারা সরাসরি কমেন্ট করতে নারাজ।

জামায়াতকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে গণফোরাম, নাগরিক ঐক্য, কৃষক শ্রমিক জনতা লীগের জোরালো আপত্তি থাকলেও বিএনপির পক্ষ থেকে তাদের কনভিন্স করা হয়। যদিও বিএনপির বক্তব্যে সায় দিলেও তাদের আপত্তি এখন সন্দেহে রূপ নিয়েছে। ফ্রন্টের একজন দায়িত্বশীল নেতা জানান, স্টিয়ারিং কমিটির সামনের বৈঠকেই বিষয়টি উত্থাপন করা হবে।

রাজনৈতিক পর্যবেক্ষক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদার বলেন, ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা-এসব আমাদের মৌলিক জিনিস। এসবে যাদের বিশ্বাস নেই, তাদের মনোনয়ন কোনোভাবেই দেওয়া ঠিক হবে না। মুক্তিযুদ্ধ ও ধর্ম—দু’টি পক্ষের মধ্যে বিদ্যমান আছে। সেক্ষেত্রে এটা বলা যায়, সরকার চাইলেই জামায়াতকে নিষিদ্ধ করতে পারতো, কিন্তু করেনি। তাদের নিয়ে রাজনীতিতে গেম আছে। জামায়াতকে তো অনেকেই মডারেট ইসলামি দল হিসেবে চেনে’। এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, ‘প্রতীক দেওয়ায় খুব সমস্যা হবে বলে মনে হয় না।’

জাতীয় ঐক্যফ্রন্টের একটি শরিক দলের একজন শীর্ষ নেতা মনে করেন, ‘জামায়াতের যে ২৫জনকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে, এরমধ্যে সবচেয়ে স্পর্শকাতর হচ্ছে ঢাকা-১৫ আসন। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই আসনে অবস্থান করায় এই আসনেই জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে ধানের শীষ মনোনয়ন দেওয়ায় সন্দেহ আরও দানা বেঁধেছে।’

জামায়াতের প্রার্থীদের ধানের শীষে মনোনয়ন দেওয়ার বিষয়টি অবশ্য বিএনপি একাধিকবার ব্যাখ্যা করেছে। ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান গণমাধ্যমে বলেছেন, ‘জামায়াতের সবাই মানবতাবিরোধী অপরাধী নয়। জামায়াতে অনেক মুক্তিযোদ্ধাও আছে। জামায়াত নেতাদের মনোনয়ন দেওয়া হলেও কোনও মানবতাবিরোধী অপরাধীকে মনোনয়ন দেওয়া হয়নি। হবেও না। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, কোনও মানবতাবিরোধী অপরাধীকে ধানের শীষ দেওয়া হবে না।’ এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গণমাধ্যমে বলেছেন, ‘জামায়াতের কোনও প্রার্থী নেই, সব ধানের শীষ।’

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম একনেতা মনে করেন, ‘পুরো প্রক্রিয়া স্যাবোটাজ করতেই জামায়াতের নেতাদের ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে।’

কী কারণে তারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে, এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে অবশ্যই ব্যাখ্যা দেওয়া হয়েছেন। এ প্রসঙ্গে দলটির নায়েবে আমির অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ধানের শীষ প্রতীক নিয়েছি, এটা তো নির্বাচনের জন্য একটা আইন। আমরা বিএনপির সঙ্গে জোট করেছি, নির্বাচন করছি। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে চলেছি। এতে করে দলীয় অস্তিত্ব, দলীয় স্বাতন্ত্র্য, দলের আদর্শ, দলের সদস্যপদ কেটে যায়নি। এখানে তো ওই আইন নেই, এক্ষেত্রে এটা নির্বাচনি আইন। একটি নিবন্ধিত দলের সঙ্গে জোটে থাকার ক্ষেত্রে এই আইন মানতে হচ্ছে। তাতে করে দলীয় সংবিধান লক্ষ্য, উদ্দেশ্য লঙ্ঘিত হচ্ছে না। আমাদের দল আছে, এটা নির্বাচনি রাজনীতির জোট একটা, সে হিসেবে এখানে কোনও সমস্যা নেই।’

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘জামায়াতকে সরকার চাইলে নিষিদ্ধ করতে পারতো, কিন্তু তারা করেনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের হাতে ফুল দিয়ে জামায়াতের ৫ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দান করেছেন। এছাড়া এখন জামায়াত নামে কোনও দল নেই। জামায়াতকে বিএনপি দাড়িপাল্লায় মনোনয়ন দেয়নি, তারা ধানের শীষে মনোনয়ন দিয়েছে। সুতরাং তারা এখন বিএনপির প্রার্থী, জামায়াতের নয়।’

এক প্রশ্নের জবাবে মন্টু বলেন, ‘জামায়াতেবিএনপি না, বিএনপির মধ্যে জামায়াত বিলিন হয়ে যাচ্ছে, এটা তাদের বিষয়। যেহেতু আমরা বিএনপির জোটের শরিক নই, তাই এটা বিএনপি ভালো বলতে পারবো, কেন তারা জামায়াত নেতাদের ধানের শীষের মনোনয়ন দিয়েছে।’

কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বলেন, ‘দেশে এখন জামায়াত নামে দৃশ্যমান কোনও দল নেই বলে আমরা বিবেচনা করি। তবে জামায়াত নেতারা তো দেশের বৈধ নাগরিক নাকি? তাকে তো নিষিদ্ধ করা হয়নি। আর বিএনপি কাকে ধানের শীষের প্রতীক দেবে, এটা তাদের বিষয়। এখানে আমাদের কিছু বলা নেই। তবে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে স্বাধীনতা বিরোধী বা জামায়াতের কোনও সম্পর্ক নেই।

গত ৩০ নভেম্বর বাংলাদেশ সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ‘মার্কিন কংগ্রেসে মৌলবাদী সংগঠন জামায়াত ও শিবিরকে দেশের স্থিতিশীলতা ও ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের জন্য চলমান হুমকি উল্লেখ করে বাংলাদেশ সরকারকে তাদের রুখে দেওয়ার আহ্বান জানিয়ে একটি বিল উত্থাপন করা হয়েছে।’

ঐক্যফ্রন্টের কোনও-কোনও নেতা এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখলেও বিএনপির কাছে তা পাত্তা পায়নি। বিষয়টি সম্পর্কে জামায়াতও তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। দলটির প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনিম আলম গণমাধ্যমে বিবৃতিতে জানিয়েছেন, ‘উল্লিখিত শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

২০১৫ সালে অনুরূপ একটি বিল মার্কিন কংগ্রেসের কমিটিতে জমা দিলে বাছাই কমিটি তা বাতিল করে দেয়। ফলে তা কংগ্রেসে উত্থাপিত হয়নি। তিন বছর পর ২০ নভেম্বর ২০১৮ জনৈক কংগ্রেসম্যান কর্তৃক একই ধরনের বিল কংগ্রেসে উত্থাপনের উদ্দেশ্যে কমিটিতে জমা দেওয়া হয়। এবারের এই বিলে ৫৩৪ জন কংগ্রেসম্যানের মধ্যে মাত্র একজন কংগ্রেসম্যান সমর্থন করেছে। একই ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্যের কারণে এবারও বাছাই কমিটিতে এই বিল প্রত্যাখ্যাত হবে।’

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির দু’জন সদস্য বলছেন, ‘প্রতীক বরাদ্দ দেওয়ার নামে মূলত জামায়াতকে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করেছে বিএনপি। এতে করে দেশে ও দেশের বাইরে পর্যাপ্ত সমালোচনার সুযোগ দেওয়া হয়েছে। দলের বর্তমান কার্যকর নেতৃত্বে জামায়াতের বিষয়ে নেতিবাচক থাকলেও কেন শেষ মুহূর্তে প্রতীক দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তা বিস্ময়কর। কোনও-কোনও ক্ষেত্রে ফ্রন্টের নেতাদের কাছে বিএনপির প্রতিনিধি দল পাঠিয়ে কনভিন্স করানো হয়েছে। বিষয়টি কনভিন্সের নয়, ভবিষ্যতের প্রশ্ন। এই মুহূর্তে খুব ঘনিষ্ঠভাবে বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করছে দু’টি রাষ্ট্র। সেক্ষেত্রে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে এই প্রতীক বরাদ্দের কারণে। যদিও ৯ ডিসেম্বর পর্যন্ত সময় আছে, তাদের বাতিল করার।’

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ও ইশতেহার কমিটির প্রধান ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘জামায়াতের নেতারা ধর্মত্যাগ করেছেন, তাই মার্কা দেওয়া হয়েছে। এতে সমস্যার কিছু নেই।’ একাত্তরের বিষয়ে তারা নিশ্চয়ই ক্ষমা চাইবে বলেও

Adds Banner_2024

জাতীয় ঐক্যফ্রন্টে অসন্তোষ

আপডেটের সময় : ০৪:৫৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮

বিশেষ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রায় ২৫জন প্রার্থীকে ধানের শীষ প্রতীকে প্রাথমিক মনোনয়ন দেওয়ায় অসন্তোষ দেখা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টে। জোটটির শীর্ষ নেতাদের একটি বড় অংশের সন্দেহ, জামায়াতের প্রার্থীদের ধানের শীষ প্রতীক দেওয়ার মধ্য দিয়ে দুই ধরনের ক্ষতির মুখে পড়বে ঐক্যফ্রন্ট ও বিএনপি। এর পেছনে বিএনপির হাইকমান্ডের ইচ্ছার প্রতিফলন ঘটেছে বলে মনে করেন ঐক্যফ্রন্টের কোনও-কোনও দায়িত্বশীল নেতা।

ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমত, জামায়াতের প্রার্থীদের বিএনপির প্রতীকে নির্বাচন করার সুযোগ দেওয়ার মধ্য দিয়ে ক্ষমতাসীনদের সামনে নতুন ইস্যু ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, পশ্চিম দেশসহ আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছে বিএনপির যে প্রচারণা এতদিন ছিল, তা ভেস্তে যাবে। আর এই প্রতীক বরাদ্দ দেওয়ার পেছনে বিএনপির হাইকমান্ডের নির্দেশনা থাকলেও নেতৃত্বের ‘কার্যকর’ অংশটি চায় জামায়াতকে ধানের শীষ না দেওয়া হোক। যদিও প্রতীক বাতিল করে দিতে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত সুযোগ রয়েছে। এক্ষেত্রে অনেক জটিলতাও আছে বলে নেতারা জানিয়েছেন। জামায়াতের সঙ্গে তৈরি নতুন হবে নতুন সংকট।

Banglar Janapad Ads

যদিও ঐক্যফ্রন্টের কোনও-কোনও নেতা মনে করছেন, একাদশ জাতীয় নির্বাচনে যেকোনও ধরনের ‘স্যাবোটাজ’ এড়াতে জামায়াতের সঙ্গে এ বিষয়ে আপস করে নেওয়াটাই ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের জন্য ইতিবাচক। এ বিষয়ে ফ্রন্টের নেতারা সরাসরি কমেন্ট করতে নারাজ।

জামায়াতকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে গণফোরাম, নাগরিক ঐক্য, কৃষক শ্রমিক জনতা লীগের জোরালো আপত্তি থাকলেও বিএনপির পক্ষ থেকে তাদের কনভিন্স করা হয়। যদিও বিএনপির বক্তব্যে সায় দিলেও তাদের আপত্তি এখন সন্দেহে রূপ নিয়েছে। ফ্রন্টের একজন দায়িত্বশীল নেতা জানান, স্টিয়ারিং কমিটির সামনের বৈঠকেই বিষয়টি উত্থাপন করা হবে।

রাজনৈতিক পর্যবেক্ষক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদার বলেন, ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা-এসব আমাদের মৌলিক জিনিস। এসবে যাদের বিশ্বাস নেই, তাদের মনোনয়ন কোনোভাবেই দেওয়া ঠিক হবে না। মুক্তিযুদ্ধ ও ধর্ম—দু’টি পক্ষের মধ্যে বিদ্যমান আছে। সেক্ষেত্রে এটা বলা যায়, সরকার চাইলেই জামায়াতকে নিষিদ্ধ করতে পারতো, কিন্তু করেনি। তাদের নিয়ে রাজনীতিতে গেম আছে। জামায়াতকে তো অনেকেই মডারেট ইসলামি দল হিসেবে চেনে’। এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, ‘প্রতীক দেওয়ায় খুব সমস্যা হবে বলে মনে হয় না।’

জাতীয় ঐক্যফ্রন্টের একটি শরিক দলের একজন শীর্ষ নেতা মনে করেন, ‘জামায়াতের যে ২৫জনকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে, এরমধ্যে সবচেয়ে স্পর্শকাতর হচ্ছে ঢাকা-১৫ আসন। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই আসনে অবস্থান করায় এই আসনেই জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে ধানের শীষ মনোনয়ন দেওয়ায় সন্দেহ আরও দানা বেঁধেছে।’

জামায়াতের প্রার্থীদের ধানের শীষে মনোনয়ন দেওয়ার বিষয়টি অবশ্য বিএনপি একাধিকবার ব্যাখ্যা করেছে। ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান গণমাধ্যমে বলেছেন, ‘জামায়াতের সবাই মানবতাবিরোধী অপরাধী নয়। জামায়াতে অনেক মুক্তিযোদ্ধাও আছে। জামায়াত নেতাদের মনোনয়ন দেওয়া হলেও কোনও মানবতাবিরোধী অপরাধীকে মনোনয়ন দেওয়া হয়নি। হবেও না। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, কোনও মানবতাবিরোধী অপরাধীকে ধানের শীষ দেওয়া হবে না।’ এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গণমাধ্যমে বলেছেন, ‘জামায়াতের কোনও প্রার্থী নেই, সব ধানের শীষ।’

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম একনেতা মনে করেন, ‘পুরো প্রক্রিয়া স্যাবোটাজ করতেই জামায়াতের নেতাদের ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে।’

কী কারণে তারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে, এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে অবশ্যই ব্যাখ্যা দেওয়া হয়েছেন। এ প্রসঙ্গে দলটির নায়েবে আমির অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ধানের শীষ প্রতীক নিয়েছি, এটা তো নির্বাচনের জন্য একটা আইন। আমরা বিএনপির সঙ্গে জোট করেছি, নির্বাচন করছি। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে চলেছি। এতে করে দলীয় অস্তিত্ব, দলীয় স্বাতন্ত্র্য, দলের আদর্শ, দলের সদস্যপদ কেটে যায়নি। এখানে তো ওই আইন নেই, এক্ষেত্রে এটা নির্বাচনি আইন। একটি নিবন্ধিত দলের সঙ্গে জোটে থাকার ক্ষেত্রে এই আইন মানতে হচ্ছে। তাতে করে দলীয় সংবিধান লক্ষ্য, উদ্দেশ্য লঙ্ঘিত হচ্ছে না। আমাদের দল আছে, এটা নির্বাচনি রাজনীতির জোট একটা, সে হিসেবে এখানে কোনও সমস্যা নেই।’

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘জামায়াতকে সরকার চাইলে নিষিদ্ধ করতে পারতো, কিন্তু তারা করেনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের হাতে ফুল দিয়ে জামায়াতের ৫ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দান করেছেন। এছাড়া এখন জামায়াত নামে কোনও দল নেই। জামায়াতকে বিএনপি দাড়িপাল্লায় মনোনয়ন দেয়নি, তারা ধানের শীষে মনোনয়ন দিয়েছে। সুতরাং তারা এখন বিএনপির প্রার্থী, জামায়াতের নয়।’

এক প্রশ্নের জবাবে মন্টু বলেন, ‘জামায়াতেবিএনপি না, বিএনপির মধ্যে জামায়াত বিলিন হয়ে যাচ্ছে, এটা তাদের বিষয়। যেহেতু আমরা বিএনপির জোটের শরিক নই, তাই এটা বিএনপি ভালো বলতে পারবো, কেন তারা জামায়াত নেতাদের ধানের শীষের মনোনয়ন দিয়েছে।’

কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বলেন, ‘দেশে এখন জামায়াত নামে দৃশ্যমান কোনও দল নেই বলে আমরা বিবেচনা করি। তবে জামায়াত নেতারা তো দেশের বৈধ নাগরিক নাকি? তাকে তো নিষিদ্ধ করা হয়নি। আর বিএনপি কাকে ধানের শীষের প্রতীক দেবে, এটা তাদের বিষয়। এখানে আমাদের কিছু বলা নেই। তবে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে স্বাধীনতা বিরোধী বা জামায়াতের কোনও সম্পর্ক নেই।

গত ৩০ নভেম্বর বাংলাদেশ সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ‘মার্কিন কংগ্রেসে মৌলবাদী সংগঠন জামায়াত ও শিবিরকে দেশের স্থিতিশীলতা ও ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের জন্য চলমান হুমকি উল্লেখ করে বাংলাদেশ সরকারকে তাদের রুখে দেওয়ার আহ্বান জানিয়ে একটি বিল উত্থাপন করা হয়েছে।’

ঐক্যফ্রন্টের কোনও-কোনও নেতা এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখলেও বিএনপির কাছে তা পাত্তা পায়নি। বিষয়টি সম্পর্কে জামায়াতও তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। দলটির প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনিম আলম গণমাধ্যমে বিবৃতিতে জানিয়েছেন, ‘উল্লিখিত শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

২০১৫ সালে অনুরূপ একটি বিল মার্কিন কংগ্রেসের কমিটিতে জমা দিলে বাছাই কমিটি তা বাতিল করে দেয়। ফলে তা কংগ্রেসে উত্থাপিত হয়নি। তিন বছর পর ২০ নভেম্বর ২০১৮ জনৈক কংগ্রেসম্যান কর্তৃক একই ধরনের বিল কংগ্রেসে উত্থাপনের উদ্দেশ্যে কমিটিতে জমা দেওয়া হয়। এবারের এই বিলে ৫৩৪ জন কংগ্রেসম্যানের মধ্যে মাত্র একজন কংগ্রেসম্যান সমর্থন করেছে। একই ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্যের কারণে এবারও বাছাই কমিটিতে এই বিল প্রত্যাখ্যাত হবে।’

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির দু’জন সদস্য বলছেন, ‘প্রতীক বরাদ্দ দেওয়ার নামে মূলত জামায়াতকে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করেছে বিএনপি। এতে করে দেশে ও দেশের বাইরে পর্যাপ্ত সমালোচনার সুযোগ দেওয়া হয়েছে। দলের বর্তমান কার্যকর নেতৃত্বে জামায়াতের বিষয়ে নেতিবাচক থাকলেও কেন শেষ মুহূর্তে প্রতীক দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তা বিস্ময়কর। কোনও-কোনও ক্ষেত্রে ফ্রন্টের নেতাদের কাছে বিএনপির প্রতিনিধি দল পাঠিয়ে কনভিন্স করানো হয়েছে। বিষয়টি কনভিন্সের নয়, ভবিষ্যতের প্রশ্ন। এই মুহূর্তে খুব ঘনিষ্ঠভাবে বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করছে দু’টি রাষ্ট্র। সেক্ষেত্রে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে এই প্রতীক বরাদ্দের কারণে। যদিও ৯ ডিসেম্বর পর্যন্ত সময় আছে, তাদের বাতিল করার।’

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ও ইশতেহার কমিটির প্রধান ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘জামায়াতের নেতারা ধর্মত্যাগ করেছেন, তাই মার্কা দেওয়া হয়েছে। এতে সমস্যার কিছু নেই।’ একাত্তরের বিষয়ে তারা নিশ্চয়ই ক্ষমা চাইবে বলেও