রাজশাহী , শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মাসেতু নির্মাণ করতে হয়েছে শেখ হাসিনাকে ‌‌‘ইকেবানা’ উপহার পাঠালেন বাবা হারানো জাপানি কন্যা দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে : চীন কোটা আন্দোলন : বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস বর্জনসহ তিন দিনের কর্মসূচি ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন কোটা বিরোধীরা চতুর্থদিনের মতো আন্দোলনে কোটাবিরোধীরা রাবিতে কোটা সংস্কার আন্দোলনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল ৪ বিভাগে হতে পারে ভারী বৃষ্টি ‘কাফনের কাপড়’ পরে আমরণ অনশনে শিক্ষার্থীরা, দাবি মেনে নিলো রামেবি দেশের ৫ বিভাগ এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত : প্রধানমন্ত্রী বাগমারায় শ্রেণিকক্ষ থেকে অজগর সাপ উদ্ধার, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক নাটোরে জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম, আহত ৭ ঢাকার দুই সিটি নির্বাচন জানুয়ারিতে ভারতে ভোলে বাবার সৎসঙ্গ সভায় যেভাবে প্রাণ গেল শতাধিক মানুষের ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু এবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে তিনটি বোমা উদ্ধার

জয়ের কৃতিত্ব মেসির হলে, হারের দায়ও তার : রোনালদো

  • আপডেটের সময় : ০৯:২৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯
  • ৫৪ টাইম ভিউ
Adds Banner_2024

খেলাধুলা ডেস্ক: সন্দেহাতীতভাবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সেরা ফুটবলার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গত প্রায় দেড় দশকে ক্লাবের ইতিহাসেরই অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হয়েছেন তিনি। ক্লাবটির যেকোনো সাফল্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকে মেসির নাম।

কিন্তু যখনই ব্যর্থতায় ডুবে যায় বার্সেলোনা, তখনই খোঁজা হয় বলির পাঠা- এমনটাই মনে করেন বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদো দ্য ফেনোমেনন। তার মতে বার্সেলোনার জয়ের কৃতিত্ব সব মেসির হলে, হারের দায়টাও বর্তায় তার ওপরে।

Trulli

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। সে ম্যাচে জোড়া গোল করে সকলের প্রশংসা কুড়িয়েছেন মেসি। কিন্তু ফিরতি লেগে ০-৪ গোলে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হয়েছে তাদের। কিন্তু এক্ষেত্রে দায় দেয়া হচ্ছে লুইস সুয়ারেজ, ফিলিপ্পে কৌতিনহো কিংবা কোচ আর্নেস্ত ভালভার্দেকে।

রোনালদোর আপত্তিটাও ঠিক এখানেই। তিনি বলেন, ‘বার্সেলোনা দুর্দান্ত একটি দল এবং মেসির মতো বিশ্বের সেরা খেলোয়াড় রয়েছে তাদের দলে। অন্যদিন আমি শুনেছি যে বার্সেলোনা হেরে গেলে সব দোষ ভালবার্দে এবং কৌতিনহোর, মেসির নয়। কিন্তু তারা জিতলে আবার সব কৃতিত্ব মেসির। এটা দলের অন্য খেলোয়াড় এবং কোচিং স্টাফদের প্রতি চরম অবহেলা ও অপমান।’

এসময় বার্সেলোনার দ্বিতীয় লেগের হারের ব্যাপারে রোনালদো বলেন, ‘যখন কোনো দল তাদের লক্ষ্যের প্রতি অনেক বেশি অনুপ্রাণিত থাকে, তখন প্রতিপক্ষের জন্য কাজটা বেশ কঠিন হয়ে যায়। বার্সেলোনার জন্য লিভারপুলের ঘুরে দাঁড়ানো অপ্রত্যাশিত ছিলো না। তবে ভাগ্য তাদের পাশে ছিল না। প্রথম লেগে মেসির কল্যাণে দুর্দান্ত ছিলো বার্সেলোনা। তবে দ্বিতীয় লেগে তাদের ছাপিয়ে গেছে লিভারপুল।’

Adds Banner_2024
Adds Banner_2024

রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী

Adds Banner_2024

জয়ের কৃতিত্ব মেসির হলে, হারের দায়ও তার : রোনালদো

আপডেটের সময় : ০৯:২৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯

খেলাধুলা ডেস্ক: সন্দেহাতীতভাবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সেরা ফুটবলার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গত প্রায় দেড় দশকে ক্লাবের ইতিহাসেরই অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হয়েছেন তিনি। ক্লাবটির যেকোনো সাফল্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকে মেসির নাম।

কিন্তু যখনই ব্যর্থতায় ডুবে যায় বার্সেলোনা, তখনই খোঁজা হয় বলির পাঠা- এমনটাই মনে করেন বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদো দ্য ফেনোমেনন। তার মতে বার্সেলোনার জয়ের কৃতিত্ব সব মেসির হলে, হারের দায়টাও বর্তায় তার ওপরে।

Trulli

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। সে ম্যাচে জোড়া গোল করে সকলের প্রশংসা কুড়িয়েছেন মেসি। কিন্তু ফিরতি লেগে ০-৪ গোলে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হয়েছে তাদের। কিন্তু এক্ষেত্রে দায় দেয়া হচ্ছে লুইস সুয়ারেজ, ফিলিপ্পে কৌতিনহো কিংবা কোচ আর্নেস্ত ভালভার্দেকে।

রোনালদোর আপত্তিটাও ঠিক এখানেই। তিনি বলেন, ‘বার্সেলোনা দুর্দান্ত একটি দল এবং মেসির মতো বিশ্বের সেরা খেলোয়াড় রয়েছে তাদের দলে। অন্যদিন আমি শুনেছি যে বার্সেলোনা হেরে গেলে সব দোষ ভালবার্দে এবং কৌতিনহোর, মেসির নয়। কিন্তু তারা জিতলে আবার সব কৃতিত্ব মেসির। এটা দলের অন্য খেলোয়াড় এবং কোচিং স্টাফদের প্রতি চরম অবহেলা ও অপমান।’

এসময় বার্সেলোনার দ্বিতীয় লেগের হারের ব্যাপারে রোনালদো বলেন, ‘যখন কোনো দল তাদের লক্ষ্যের প্রতি অনেক বেশি অনুপ্রাণিত থাকে, তখন প্রতিপক্ষের জন্য কাজটা বেশ কঠিন হয়ে যায়। বার্সেলোনার জন্য লিভারপুলের ঘুরে দাঁড়ানো অপ্রত্যাশিত ছিলো না। তবে ভাগ্য তাদের পাশে ছিল না। প্রথম লেগে মেসির কল্যাণে দুর্দান্ত ছিলো বার্সেলোনা। তবে দ্বিতীয় লেগে তাদের ছাপিয়ে গেছে লিভারপুল।’