রাজশাহী , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
পঙ্গু হাসপাতালে আহতদের দেখে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী জনগণের জানমাল রক্ষার্থে ও যেকোন অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি: মেয়র লিটন ঢাকায় সহিংসতায় অংশ নেয় রাজশাহীর জেএমবি সদস্যরা! ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করলেন শেখ হাসিনা এইচএসসি ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে যে নির্দেশনা দিল বিটিআরসি এইচএসসির আরো চারটি পরীক্ষা স্থগিত নরসিংদী কারাগার থেকে পলাতক ৩৩১ কয়েদির আত্মসমর্পণ স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর কোটা নিয়ে আপিল শুনানি রোববার এবার বিটিভির মূল ভবনে আগুন ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত অবশেষে আটকে পড়া ৬০ পুলিশকে উদ্ধার করল র‍্যাবের হেলিকপ্টার উত্তরা-আজমপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৪ রামপুরা-বাড্ডায় ব্যাপক সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত দুই শতাধিক আওয়ামী লীগের শক্ত অবস্থানে রাজশাহীতে দাঁড়াতেই পারেনি কোটা আন্দোলনকারীরা সরকার কোটা সংস্কারের পক্ষে, চাইলে আজই আলোচনা

রাজাকারের পদচারণায় কলঙ্কিত হোক, এমন সংসদ চাই না

  • আপডেটের সময় : ০৯:৪১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮
  • ২১৮ টাইম ভিউ
Adds Banner_2024

ঢাকা প্রতিনিধিঃ রাজাকারের পদচারণায় কলঙ্কিত হোক, এমন সংসদ চাই না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যৌথ আয়োজনে আয়োজিত ‘নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক জোট ও দলসমূহের নিকট আমাদের প্রত্যাশা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

Banglar Janapad Ads

রানা দাসগুপ্ত লিখিত বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের অহংকার যারা হৃদয়ে ধারণ করেন তারা কখনো চাইবেন না ত্রিশ লক্ষ শহীদের রক্তের মূল্যে পাঁচ লক্ষ নারীর চরম লাঞ্ছনা ও ত্যাগের মূল্যে যে জাতীয় সংসদ আমরা অর্জন করেছি, সেই পবিত্র সংসদ কোনো স্বাধীনতাবিরোধী, মানবতাবিরোধী, অপরাধী, রাজাকার, ভূমিদস্যু, দুর্নীতিবাজ ও মৌলবাদী সাম্প্রদায়িক ব্যক্তির পদচারণায় কলঙ্কিত হোক।’

তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আমরা রাজনৈতিক দলের নিকট আহ্বান জানিয়ে ছিলাম, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী মানবতার বিরুদ্ধে অপরাধী কিংবা মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাসের সঙ্গে যুক্ত কোন ব্যক্তিকে যেন মনোনয়ন দেয়া না হয়। নির্বাচন কমিশনকে আমরা বলেছিলাম, যেহেতু জামায়াতে ইসলামী একাত্তরের গণহত্যাকারীদের দল। যে দলের গঠনতন্ত্র আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণে উচ্চ আদালত ও নির্বাচন কমিশন এই দলকে নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করেছে— এই দলের কোন সদস্য যেন নির্বাচনে প্রতিনিধিত্ব করতে না পারে। দুর্ভাগ্যের বিষয় আমাদের প্রত্যাশা পূরণ হয়নি।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মণিরপেক্ষতা ও জাতীয়তাবাদকে প্রজাতন্ত্রের মূলনীতি হিসেবে গ্রহণের পাশাপাশি ধর্মের নামে হানাহানি, বৈষম্য ও নির্যাতনের অবসানের জন্য ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। দেশ ও জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ১৯৭৫-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদানকারী চার মহান নেতার নৃশংস হত্যাকাণ্ডের পর সংবিধান থেকে ‘ধর্মণিরপেক্ষতা’, ‘বাঙ্গালী জাতীয়তাবাদ’ ও ‘সমাজতন্ত্র’ মুছে ফেলা সহ ধর্মের নামে রাজনীতির ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করে সংবিধানসহ সমাজ ও রাজনীতিতে মৌলবাদী ও সাম্প্রদায়িকরণ হয়েছে, সেই কলঙ্ক থেকে আজও আমরা মুক্ত হতে পারেনি।’

‘দেশের সকল নাগরিকের মতো আমরা আশা করি, এ নির্বাচন গণতন্ত্রে বিশ্বাসী সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে। এ নির্বাচনের প্রধানত তিনটি রাজনৈতিক জোটের অধীনে সর্বাধিকসংখ্যক দল যেমন অংশগ্রহণ করেছে, একইভাবে সর্বোচ্চ সংখ্যক নির্বাচকমণ্ডলী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা আশা করব, ২০০১ নির্বাচন এর মতো সাম্প্রদায়িক সন্ত্রাসের কোন ঘটনা ঘটবে না।’

সংবাদ সম্মেলনে ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর তান্ত্রিক মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য ১২ টি দাবি উত্থাপন করেন তিনি। দাবিগুলোর মধ্যে রয়েছে- সাম্প্রদায়িক রাজনীতি ও সন্ত্রাসকে প্রশ্রয় না দেয়া এবং ক্ষমতায় গেলে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস কঠোরভাবে দমন করা; সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন; সংখ্যালঘু কল্যাণ মন্ত্রণালয় গঠন; অনগ্রসর জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পাঁচ শতাংশ কোটা; পার্বত্য শান্তি চুক্তি এবং পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি করণ আইন; অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নসহ আরো বেশ কিছু রয়েছে।

সংবাদ সম্মেলনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও মওলানা জিয়াউল হাসানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Adds Banner_2024

রাজাকারের পদচারণায় কলঙ্কিত হোক, এমন সংসদ চাই না

আপডেটের সময় : ০৯:৪১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮

ঢাকা প্রতিনিধিঃ রাজাকারের পদচারণায় কলঙ্কিত হোক, এমন সংসদ চাই না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যৌথ আয়োজনে আয়োজিত ‘নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক জোট ও দলসমূহের নিকট আমাদের প্রত্যাশা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

Banglar Janapad Ads

রানা দাসগুপ্ত লিখিত বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের অহংকার যারা হৃদয়ে ধারণ করেন তারা কখনো চাইবেন না ত্রিশ লক্ষ শহীদের রক্তের মূল্যে পাঁচ লক্ষ নারীর চরম লাঞ্ছনা ও ত্যাগের মূল্যে যে জাতীয় সংসদ আমরা অর্জন করেছি, সেই পবিত্র সংসদ কোনো স্বাধীনতাবিরোধী, মানবতাবিরোধী, অপরাধী, রাজাকার, ভূমিদস্যু, দুর্নীতিবাজ ও মৌলবাদী সাম্প্রদায়িক ব্যক্তির পদচারণায় কলঙ্কিত হোক।’

তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আমরা রাজনৈতিক দলের নিকট আহ্বান জানিয়ে ছিলাম, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী মানবতার বিরুদ্ধে অপরাধী কিংবা মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাসের সঙ্গে যুক্ত কোন ব্যক্তিকে যেন মনোনয়ন দেয়া না হয়। নির্বাচন কমিশনকে আমরা বলেছিলাম, যেহেতু জামায়াতে ইসলামী একাত্তরের গণহত্যাকারীদের দল। যে দলের গঠনতন্ত্র আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণে উচ্চ আদালত ও নির্বাচন কমিশন এই দলকে নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করেছে— এই দলের কোন সদস্য যেন নির্বাচনে প্রতিনিধিত্ব করতে না পারে। দুর্ভাগ্যের বিষয় আমাদের প্রত্যাশা পূরণ হয়নি।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মণিরপেক্ষতা ও জাতীয়তাবাদকে প্রজাতন্ত্রের মূলনীতি হিসেবে গ্রহণের পাশাপাশি ধর্মের নামে হানাহানি, বৈষম্য ও নির্যাতনের অবসানের জন্য ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। দেশ ও জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ১৯৭৫-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদানকারী চার মহান নেতার নৃশংস হত্যাকাণ্ডের পর সংবিধান থেকে ‘ধর্মণিরপেক্ষতা’, ‘বাঙ্গালী জাতীয়তাবাদ’ ও ‘সমাজতন্ত্র’ মুছে ফেলা সহ ধর্মের নামে রাজনীতির ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করে সংবিধানসহ সমাজ ও রাজনীতিতে মৌলবাদী ও সাম্প্রদায়িকরণ হয়েছে, সেই কলঙ্ক থেকে আজও আমরা মুক্ত হতে পারেনি।’

‘দেশের সকল নাগরিকের মতো আমরা আশা করি, এ নির্বাচন গণতন্ত্রে বিশ্বাসী সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে। এ নির্বাচনের প্রধানত তিনটি রাজনৈতিক জোটের অধীনে সর্বাধিকসংখ্যক দল যেমন অংশগ্রহণ করেছে, একইভাবে সর্বোচ্চ সংখ্যক নির্বাচকমণ্ডলী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা আশা করব, ২০০১ নির্বাচন এর মতো সাম্প্রদায়িক সন্ত্রাসের কোন ঘটনা ঘটবে না।’

সংবাদ সম্মেলনে ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর তান্ত্রিক মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য ১২ টি দাবি উত্থাপন করেন তিনি। দাবিগুলোর মধ্যে রয়েছে- সাম্প্রদায়িক রাজনীতি ও সন্ত্রাসকে প্রশ্রয় না দেয়া এবং ক্ষমতায় গেলে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস কঠোরভাবে দমন করা; সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন; সংখ্যালঘু কল্যাণ মন্ত্রণালয় গঠন; অনগ্রসর জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পাঁচ শতাংশ কোটা; পার্বত্য শান্তি চুক্তি এবং পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি করণ আইন; অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নসহ আরো বেশ কিছু রয়েছে।

সংবাদ সম্মেলনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও মওলানা জিয়াউল হাসানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।