রাজশাহী , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী জনগণের জানমাল রক্ষার্থে ও যেকোন অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি: মেয়র লিটন ঢাকায় সহিংসতায় অংশ নেয় রাজশাহীর জেএমবি সদস্যরা! ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করলেন শেখ হাসিনা এইচএসসি ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে যে নির্দেশনা দিল বিটিআরসি এইচএসসির আরো চারটি পরীক্ষা স্থগিত নরসিংদী কারাগার থেকে পলাতক ৩৩১ কয়েদির আত্মসমর্পণ স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর কোটা নিয়ে আপিল শুনানি রোববার এবার বিটিভির মূল ভবনে আগুন ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত অবশেষে আটকে পড়া ৬০ পুলিশকে উদ্ধার করল র‍্যাবের হেলিকপ্টার উত্তরা-আজমপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৪ রামপুরা-বাড্ডায় ব্যাপক সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত দুই শতাধিক আওয়ামী লীগের শক্ত অবস্থানে রাজশাহীতে দাঁড়াতেই পারেনি কোটা আন্দোলনকারীরা সরকার কোটা সংস্কারের পক্ষে, চাইলে আজই আলোচনা তারা যখনই বসবে আমরা রাজি আছি : আইনমন্ত্রী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কথা বলবেন আইনমন্ত্রী রাজশাহীতে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাংচুর, আহত ২০

শীতে ত্বক ও চুলের যত্ন

  • আপডেটের সময় : ০৭:৩৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮
  • ৭২ টাইম ভিউ
Adds Banner_2024

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক: শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক ও চুল দুই-ই ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য একটু এক্সট্র যত্ন নেয়া প্রয়োজন, জানান হারমোনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালনের রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা। শীতে এলার্জির উপদ্রব দেখা যায়। তখন চুলে খুশকি এবং ত্বকে র‌্যাশ ইত্যাদি সমস্যা দেখা যায়।

একটু যত্ন নিলেই কিন্তু শীতে ত্বকের রুক্ষভাব দূর করা সম্ভব। শীতে বাতাসের আর্দ্রতা ক্রমশ কমতে থাকে। শীতকাল মানেই খসখসে ত্বক, রুক্ষ চুল আর ফাটা গোড়ালি। শীতকালে ধুলো-ময়লা জমে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। এর থেকে রক্ষা পেতে সবার আগে ভালো করে ত্বক পরিষ্কার রাখাটা একান্ত জরুরি।

Banglar Janapad Ads

যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য লেবুর রস দুই টেবিল চামচ + গ্লিসারিন ১ চা চামচ + গোলাপের পানি ৩ টেবিল চামচ একত্রে মিশিয়ে ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

যাদের ত্বক বেশি শুষ্ক তাদের জন্য আধা চা চামচ দুধ ও মধু একত্রে মিশিয়ে ২ মিনিট ম্যাসাজ করে ত্বক পরিষ্কার করে নিন। এতে ত্বকের শুষ্কতা কমবে। তারপর ডিম ১টা + মধু ২ চামচ + গুঁড়া দুধ ১ চামচ + কাচা হলুদ ১ টেবিল চামচ + লেবুর রস চামচ একত্রে পেস্ট করে ত্বকে লাগানোর ২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।

স্বাভাবিক ত্বকে ১ চামচ গাজরের পেস্টের সঙ্গে টকদই মিশিয়ে ত্বক পরিষ্কার করুন। এই ত্বকের জন্য তৈরি প্যাক শসা কুচি ২ টেবিল চামচ + গোলাপের পানি ৬ টেবিল চামচ + ময়দা ১ টেবিল চামচ + গ্লিসারিন ২ টেবিল চামচ + মধু ১ চামচ একত্রে ব্লেন্ড করে ত্বকে লাগানোর ৩০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।

তৈলাক্ত ত্বকে ১ চা চামচ শসার রস, মধু ও সামান্য তেঁতুল মিশিয়ে মেকআপের আগে ত্বক টোনিং করে নিন। মেকআপ ভালো বসবে।

শীতে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে, খসখসে ত্বককে পরিষ্কার করে তুলতে দিনে অন্তত দুইবার ফেসওয়াস ব্যবহার করা যেতে পারে। শীতে ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখতে লোটাস ফেয়ারনেস জেল বিশেষ করে রাতে শোবার আগে মুখ, গলা ও বুকের দৃশ্য অংশে মাখলে উপকার পেতে পারেন। আমরা যদি প্রতিদিন অন্তত তিনবার ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করি নিঃসন্দেহে উপকৃত হব।

চুলের যত্ন

চুলকে সুন্দর রাখতে সব সময় চুলকে পরিষ্কার রাখতে হবে।

অলিভ অয়েল বা নারকেল তেল + লেবুর রস+ মেথি গুঁড়া হালকা গরম করে চুলে ম্যাসাজ করতে হবে। মেথি ২ চামচ + কলা ১টা + ডিম ১টা + আমলকি ২টা + মেহেদি পাতা বাটা ২ টেবিল চামচ একত্রে মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগাতে হবে। এবং ১ ঘণ্টা পর ধুয়ে ফেলতে হবে।

১ চামচ মধু + ডিম ১টা + মেথি গুঁড়া ৩ চামচ + নিমপাতা বাটা ২ চামচ + ২ চামচ লেবুর রস + মেহেদি পাতা বাটা একত্রে মিশিয়ে মাথায় লাগিয়ে আধা ঘণ্টা পর ধুয়ে ফেলতে হবে।

Adds Banner_2024

শীতে ত্বক ও চুলের যত্ন

আপডেটের সময় : ০৭:৩৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক: শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক ও চুল দুই-ই ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য একটু এক্সট্র যত্ন নেয়া প্রয়োজন, জানান হারমোনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালনের রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা। শীতে এলার্জির উপদ্রব দেখা যায়। তখন চুলে খুশকি এবং ত্বকে র‌্যাশ ইত্যাদি সমস্যা দেখা যায়।

একটু যত্ন নিলেই কিন্তু শীতে ত্বকের রুক্ষভাব দূর করা সম্ভব। শীতে বাতাসের আর্দ্রতা ক্রমশ কমতে থাকে। শীতকাল মানেই খসখসে ত্বক, রুক্ষ চুল আর ফাটা গোড়ালি। শীতকালে ধুলো-ময়লা জমে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। এর থেকে রক্ষা পেতে সবার আগে ভালো করে ত্বক পরিষ্কার রাখাটা একান্ত জরুরি।

Banglar Janapad Ads

যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য লেবুর রস দুই টেবিল চামচ + গ্লিসারিন ১ চা চামচ + গোলাপের পানি ৩ টেবিল চামচ একত্রে মিশিয়ে ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

যাদের ত্বক বেশি শুষ্ক তাদের জন্য আধা চা চামচ দুধ ও মধু একত্রে মিশিয়ে ২ মিনিট ম্যাসাজ করে ত্বক পরিষ্কার করে নিন। এতে ত্বকের শুষ্কতা কমবে। তারপর ডিম ১টা + মধু ২ চামচ + গুঁড়া দুধ ১ চামচ + কাচা হলুদ ১ টেবিল চামচ + লেবুর রস চামচ একত্রে পেস্ট করে ত্বকে লাগানোর ২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।

স্বাভাবিক ত্বকে ১ চামচ গাজরের পেস্টের সঙ্গে টকদই মিশিয়ে ত্বক পরিষ্কার করুন। এই ত্বকের জন্য তৈরি প্যাক শসা কুচি ২ টেবিল চামচ + গোলাপের পানি ৬ টেবিল চামচ + ময়দা ১ টেবিল চামচ + গ্লিসারিন ২ টেবিল চামচ + মধু ১ চামচ একত্রে ব্লেন্ড করে ত্বকে লাগানোর ৩০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।

তৈলাক্ত ত্বকে ১ চা চামচ শসার রস, মধু ও সামান্য তেঁতুল মিশিয়ে মেকআপের আগে ত্বক টোনিং করে নিন। মেকআপ ভালো বসবে।

শীতে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে, খসখসে ত্বককে পরিষ্কার করে তুলতে দিনে অন্তত দুইবার ফেসওয়াস ব্যবহার করা যেতে পারে। শীতে ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখতে লোটাস ফেয়ারনেস জেল বিশেষ করে রাতে শোবার আগে মুখ, গলা ও বুকের দৃশ্য অংশে মাখলে উপকার পেতে পারেন। আমরা যদি প্রতিদিন অন্তত তিনবার ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করি নিঃসন্দেহে উপকৃত হব।

চুলের যত্ন

চুলকে সুন্দর রাখতে সব সময় চুলকে পরিষ্কার রাখতে হবে।

অলিভ অয়েল বা নারকেল তেল + লেবুর রস+ মেথি গুঁড়া হালকা গরম করে চুলে ম্যাসাজ করতে হবে। মেথি ২ চামচ + কলা ১টা + ডিম ১টা + আমলকি ২টা + মেহেদি পাতা বাটা ২ টেবিল চামচ একত্রে মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগাতে হবে। এবং ১ ঘণ্টা পর ধুয়ে ফেলতে হবে।

১ চামচ মধু + ডিম ১টা + মেথি গুঁড়া ৩ চামচ + নিমপাতা বাটা ২ চামচ + ২ চামচ লেবুর রস + মেহেদি পাতা বাটা একত্রে মিশিয়ে মাথায় লাগিয়ে আধা ঘণ্টা পর ধুয়ে ফেলতে হবে।