রাজশাহী , শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মাসেতু নির্মাণ করতে হয়েছে শেখ হাসিনাকে ‌‌‘ইকেবানা’ উপহার পাঠালেন বাবা হারানো জাপানি কন্যা দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে : চীন কোটা আন্দোলন : বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস বর্জনসহ তিন দিনের কর্মসূচি ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন কোটা বিরোধীরা চতুর্থদিনের মতো আন্দোলনে কোটাবিরোধীরা রাবিতে কোটা সংস্কার আন্দোলনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল ৪ বিভাগে হতে পারে ভারী বৃষ্টি ‘কাফনের কাপড়’ পরে আমরণ অনশনে শিক্ষার্থীরা, দাবি মেনে নিলো রামেবি দেশের ৫ বিভাগ এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত : প্রধানমন্ত্রী বাগমারায় শ্রেণিকক্ষ থেকে অজগর সাপ উদ্ধার, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক নাটোরে জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম, আহত ৭ ঢাকার দুই সিটি নির্বাচন জানুয়ারিতে ভারতে ভোলে বাবার সৎসঙ্গ সভায় যেভাবে প্রাণ গেল শতাধিক মানুষের ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু এবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে তিনটি বোমা উদ্ধার

২৪তম বিসিএসে অংশ নেওয়া আশরাফুলকে নিয়োগ দিতে হাইকোর্টের রুল

  • আপডেটের সময় : ১১:৫৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
  • ৯৬ টাইম ভিউ
Adds Banner_2024

ঢাকা প্রতিনিধিঃ সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রায় দেড় দশক আগে ২৪তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া ঝিনাইদহের মো. আশরাফুল ইসলামকে কেন নিয়োগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, পিএসসি’র চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), পিএসসি’র পরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

Trulli

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (২৭ নভেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট নাজমুল হুদা।

২০০২ সালে অনুষ্ঠিত ২৪তম বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পরও মৌখিক পরীক্ষার সময় পিতার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট উপস্থাপন করতে না পারায় মো. আশরাফুল ইসলাম মৌখিক পরীক্ষা থেকে বঞ্চিত হন। এরপর ২০০৪ সাল থেকে চাকরির আশায় তিনি পিএসসি’র শরণাপন্ন হন। কিন্তু সেখানে কোনও প্রতিকার না পেয়ে ২০১১ সালে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। এই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট আশরাফুল ইসলামের পরীক্ষা নিতে পিএসসি-কে নির্দেশ দেন।

কিন্তু  হাইকোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে রিভিউ দায়ের করে পিএসসি। ২০১৪ সালে পিএসসি’র সেই আবেদনটি শুনানি নিয়ে খারিজ করে দেন আদালত।

রিটকারী আশরাফুল ইসলাম বলেন, ‘পিএসসি’র রিভিউ খারিজ হলেও তারা আমার পরীক্ষা নিয়ে গড়িমসি করে। অতঃপর ২০১৭ সালের ২ জানুয়ারি তারা আমার মৌখিক পরীক্ষা গ্রহণ করে। কিন্তু সেই মৌখিক পরীক্ষার ফলাফল আজ অবধি প্রকাশ না করায়, আমাকে নিয়োগের ক্ষেত্রে পিএসসির অনিচ্ছা এবং ব্যার্থতাকে চ্যালেঞ্জ করে  গত ২২ নভেম্বর পুনরায় হাইকোর্টে রিট দায়ের করি। সেই রিটের শুনানি নিয়ে আদালত আমার নিয়োগের বিষয়ে রুল জারি করেন।’

Adds Banner_2024
Adds Banner_2024

রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী

Adds Banner_2024

২৪তম বিসিএসে অংশ নেওয়া আশরাফুলকে নিয়োগ দিতে হাইকোর্টের রুল

আপডেটের সময় : ১১:৫৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮

ঢাকা প্রতিনিধিঃ সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রায় দেড় দশক আগে ২৪তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া ঝিনাইদহের মো. আশরাফুল ইসলামকে কেন নিয়োগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, পিএসসি’র চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), পিএসসি’র পরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

Trulli

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (২৭ নভেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট নাজমুল হুদা।

২০০২ সালে অনুষ্ঠিত ২৪তম বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পরও মৌখিক পরীক্ষার সময় পিতার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট উপস্থাপন করতে না পারায় মো. আশরাফুল ইসলাম মৌখিক পরীক্ষা থেকে বঞ্চিত হন। এরপর ২০০৪ সাল থেকে চাকরির আশায় তিনি পিএসসি’র শরণাপন্ন হন। কিন্তু সেখানে কোনও প্রতিকার না পেয়ে ২০১১ সালে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। এই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট আশরাফুল ইসলামের পরীক্ষা নিতে পিএসসি-কে নির্দেশ দেন।

কিন্তু  হাইকোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে রিভিউ দায়ের করে পিএসসি। ২০১৪ সালে পিএসসি’র সেই আবেদনটি শুনানি নিয়ে খারিজ করে দেন আদালত।

রিটকারী আশরাফুল ইসলাম বলেন, ‘পিএসসি’র রিভিউ খারিজ হলেও তারা আমার পরীক্ষা নিয়ে গড়িমসি করে। অতঃপর ২০১৭ সালের ২ জানুয়ারি তারা আমার মৌখিক পরীক্ষা গ্রহণ করে। কিন্তু সেই মৌখিক পরীক্ষার ফলাফল আজ অবধি প্রকাশ না করায়, আমাকে নিয়োগের ক্ষেত্রে পিএসসির অনিচ্ছা এবং ব্যার্থতাকে চ্যালেঞ্জ করে  গত ২২ নভেম্বর পুনরায় হাইকোর্টে রিট দায়ের করি। সেই রিটের শুনানি নিয়ে আদালত আমার নিয়োগের বিষয়ে রুল জারি করেন।’