রাজশাহী , বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৪ বিভাগে হতে পারে ভারী বৃষ্টি ‘কাফনের কাপড়’ পরে আমরণ অনশনে শিক্ষার্থীরা, দাবি মেনে নিলো রামেবি দেশের ৫ বিভাগ এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত : প্রধানমন্ত্রী বাগমারায় শ্রেণিকক্ষ থেকে অজগর সাপ উদ্ধার, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক নাটোরে জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম, আহত ৭ ঢাকার দুই সিটি নির্বাচন জানুয়ারিতে ভারতে ভোলে বাবার সৎসঙ্গ সভায় যেভাবে প্রাণ গেল শতাধিক মানুষের ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু এবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে তিনটি বোমা উদ্ধার ২০২৬ সালের এসএসসি পর্যন্ত থাকতে পারে গ্রেডিং ফেনীর দুই উপজেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত ছোবল দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে বাঘার শ্রমিক নিজের নামে ইন্সটিটিউট স্থাপনে প্রধানমন্ত্রীর ‘না’ রাবি শিক্ষকদের প্রথম দিনের সর্বাত্মক কর্মবিরতি পালন মেয়র লিটনকে আ.লীগ নেতা বাবুল হত্যা মামলার আসামী করার ঘোষণার প্রতিবাদে আ.লীগের সংবাদ সম্মেলন সর্বাত্মক কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা মারা গেছেন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

মেসির বাজিমাতে ম্যানইউকে উড়িয়ে সেমিতে বার্সা

  • আপডেটের সময় : ০৯:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
  • ৮৭ টাইম ভিউ
Adds Banner_2024

ক্রিড়া ডেস্কঃ জাদুকরী ফুটবলে ম্যাচের শুরুতেই গোল আদায় করে নিলেন লিওনেল মেসি। খানিক বাদে প্রতিপক্ষের ভুলে যেন উপহার পেলেন আরেকটি। আর দ্বিতীয়ার্ধে অসাধারণ এক গোলে সব অনিশ্চয়তার ইতি টানলেন ফিলিপে কৌতিনিয়ো। ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠলো বার্সেলোনা।

কাম্প নউয়ে মঙ্গলবার রাতে শেষ আটের ফিরতি পর্বে ৩-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে শেষ চারের টিকেট পায় এরনেস্তো ভালভেরদের দল। গত বুধবার প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল তারা।

চলতি মৌসুমে ঘরের চেয়ে প্রতিপক্ষের মাঠে বেশি সফল ইউনাইটেড। আগের রাউন্ডে পিএসজির মাঠে লিখেছিল ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত এক গল্প। আগের তিন আসরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়া বার্সেলোনাকে কাম্প নউয়ে শুরুতেই চেপে ধরেছিল ইংলিশ দলটি।

প্রথম মিনিটেই এসেছিল সুযোগ। রক্ষণ ভেঙে ডি-বক্সে ঢুকে মার্কাস র‌্যাশফোর্ডের চিপ শট ক্রসবারে চুমু খেয়ে চলে যায় বাইরে। ম্যাচের সুর বেঁধে দেয় শুরুর এই আক্রমণ। বার্সেলোনার রক্ষণে প্রবল চাপ তৈরি করে অতিথিরা।

চতুর্থ মিনিটে রক্ষণের দুর্বলতায় বার্সেলোনার ডি-বক্সে ঢুকে পড়েন জেসি লিনগার্ড। এ যাত্রায় শেষ মুহূর্তে বিপদমুক্ত করেন গোলরক্ষক মার্ক-আন্ড্রে স্টের স্টেগেন।

দশম মিনিটে ইউনাইটেড ডি-বক্সে ফ্রেদের পায়ে লেগে ইভান রাকিতিচ পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে পরে ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত পাল্টান তিনি।

অসংখ্য বিপদ থেকে বার্সেলোনাকে বাঁচানো মেসিই আবার ত্রাতা। চার মিনিটের ব্যবধানে দুবার বল জালে পাঠান মেসি। কাটান এই টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে নিজের ছয় বছরের গোল খরা।

ষোড়শ মিনিটে ডান দিকে মিডফিল্ডার অ্যাশলে ইয়ংয়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে এক জনকে কাটিয়ে কিছুটা আড়াআড়ি এগিয়ে বাঁ পায়ের ট্রেডমার্ক শটে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন আর্জেন্টাইন তারকা।

গোলরক্ষক দাভিদ দে হেয়ার অবিশ্বাস্য ভুলে দ্বিতীয় গোল পায় বার্সেলোনা। নিজেদের সীমানায় ফ্রেদ বল হারালে তা ধরে খানিকটা এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্বল শট নেন মেসি। তাতে তেমন কোনো বিপদের শঙ্কা ছিল না। কিন্তু বল স্পেনের দে হেয়ার হাতের নিচ দিয়ে চলে যায় গোললাইন পেরিয়ে।

আসরে মেসির এটি সর্বোচ্চ দশম ও চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে ১১০তম গোল। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের দাপটে দুই লেগ মিলিয়ে ৩-০ এগিয়ে লড়াইয়ের নিয়ন্ত্রণও পেয়ে যায় বার্সেলোনা।

বিরতির ঠিক আগে আবারও মেসি-জাদু। মাঝমাঠে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে ছুটলেন। দুজনকে কাটিয়ে ডি-বক্সে জর্দি আলবাকে দিলেন পাস। আর স্প্যানিশ এই ডিফেন্ডারের দূরের পোস্টে বাড়ানো ক্রসে সের্হি রবের্তোর নেওয়া শট দে হেয়ার মুখে লাগলে সে যাত্রায় কোনোমতে রক্ষা পায় অতিথিরা।

৬১তম মিনিটে কৌতিনিয়োর দুর্দান্ত গোলে শেষ চারের টিকেট প্রায় নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। মাঝমাঠ থেকে মেসির ক্রস পেয়ে আলবা কাটব্যাক করেন। আর বল ধরে কয়েক পা এগিয়ে ডান পায়ের দূরপাল্লার বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

Adds Banner_2024

মেসির বাজিমাতে ম্যানইউকে উড়িয়ে সেমিতে বার্সা

আপডেটের সময় : ০৯:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯

ক্রিড়া ডেস্কঃ জাদুকরী ফুটবলে ম্যাচের শুরুতেই গোল আদায় করে নিলেন লিওনেল মেসি। খানিক বাদে প্রতিপক্ষের ভুলে যেন উপহার পেলেন আরেকটি। আর দ্বিতীয়ার্ধে অসাধারণ এক গোলে সব অনিশ্চয়তার ইতি টানলেন ফিলিপে কৌতিনিয়ো। ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠলো বার্সেলোনা।

কাম্প নউয়ে মঙ্গলবার রাতে শেষ আটের ফিরতি পর্বে ৩-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে শেষ চারের টিকেট পায় এরনেস্তো ভালভেরদের দল। গত বুধবার প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল তারা।

চলতি মৌসুমে ঘরের চেয়ে প্রতিপক্ষের মাঠে বেশি সফল ইউনাইটেড। আগের রাউন্ডে পিএসজির মাঠে লিখেছিল ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত এক গল্প। আগের তিন আসরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়া বার্সেলোনাকে কাম্প নউয়ে শুরুতেই চেপে ধরেছিল ইংলিশ দলটি।

প্রথম মিনিটেই এসেছিল সুযোগ। রক্ষণ ভেঙে ডি-বক্সে ঢুকে মার্কাস র‌্যাশফোর্ডের চিপ শট ক্রসবারে চুমু খেয়ে চলে যায় বাইরে। ম্যাচের সুর বেঁধে দেয় শুরুর এই আক্রমণ। বার্সেলোনার রক্ষণে প্রবল চাপ তৈরি করে অতিথিরা।

চতুর্থ মিনিটে রক্ষণের দুর্বলতায় বার্সেলোনার ডি-বক্সে ঢুকে পড়েন জেসি লিনগার্ড। এ যাত্রায় শেষ মুহূর্তে বিপদমুক্ত করেন গোলরক্ষক মার্ক-আন্ড্রে স্টের স্টেগেন।

দশম মিনিটে ইউনাইটেড ডি-বক্সে ফ্রেদের পায়ে লেগে ইভান রাকিতিচ পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে পরে ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত পাল্টান তিনি।

অসংখ্য বিপদ থেকে বার্সেলোনাকে বাঁচানো মেসিই আবার ত্রাতা। চার মিনিটের ব্যবধানে দুবার বল জালে পাঠান মেসি। কাটান এই টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে নিজের ছয় বছরের গোল খরা।

ষোড়শ মিনিটে ডান দিকে মিডফিল্ডার অ্যাশলে ইয়ংয়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে এক জনকে কাটিয়ে কিছুটা আড়াআড়ি এগিয়ে বাঁ পায়ের ট্রেডমার্ক শটে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন আর্জেন্টাইন তারকা।

গোলরক্ষক দাভিদ দে হেয়ার অবিশ্বাস্য ভুলে দ্বিতীয় গোল পায় বার্সেলোনা। নিজেদের সীমানায় ফ্রেদ বল হারালে তা ধরে খানিকটা এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্বল শট নেন মেসি। তাতে তেমন কোনো বিপদের শঙ্কা ছিল না। কিন্তু বল স্পেনের দে হেয়ার হাতের নিচ দিয়ে চলে যায় গোললাইন পেরিয়ে।

আসরে মেসির এটি সর্বোচ্চ দশম ও চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে ১১০তম গোল। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের দাপটে দুই লেগ মিলিয়ে ৩-০ এগিয়ে লড়াইয়ের নিয়ন্ত্রণও পেয়ে যায় বার্সেলোনা।

বিরতির ঠিক আগে আবারও মেসি-জাদু। মাঝমাঠে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে ছুটলেন। দুজনকে কাটিয়ে ডি-বক্সে জর্দি আলবাকে দিলেন পাস। আর স্প্যানিশ এই ডিফেন্ডারের দূরের পোস্টে বাড়ানো ক্রসে সের্হি রবের্তোর নেওয়া শট দে হেয়ার মুখে লাগলে সে যাত্রায় কোনোমতে রক্ষা পায় অতিথিরা।

৬১তম মিনিটে কৌতিনিয়োর দুর্দান্ত গোলে শেষ চারের টিকেট প্রায় নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। মাঝমাঠ থেকে মেসির ক্রস পেয়ে আলবা কাটব্যাক করেন। আর বল ধরে কয়েক পা এগিয়ে ডান পায়ের দূরপাল্লার বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।