সারাবাংলা

তেঁতুলিয়ায় মঞ্চস্থ হলো নাটক ‘ভাষণ’

জনপদ ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধকে উপজীব্য করে ‘ভাষণ’ নাটক মঞ্চস্থ হয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরের খোলা মঞ্চে মুক্তির উৎসব সুবর্ণজয়ন্তী মেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় এই নাটক মঞ্চস্থ হয়।

ইম্প্রোভাইজেশনের মাধ্যমে নাটকটির নির্দেশনা দেন সরকার হায়দার। নাটকটি তেঁতুলিয়া থিয়েটারের তৃতীয় প্রযোজনা।
এতে অভিনয় করেন আশরাফুল ইসলাম, তৌহিদুল ইসলাম, ফেরদৌস লিটন, রমজান আলী, সাইফুল ইসলাম এবং রোজ।

নাটকটির সহ নির্দেশনায় ছিলেন বদিউজ্জামান মিলন। আবহ সঙ্গীত পরিচালনা করেন আনোয়ার হোসাইন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাজী মতিউর রহমান।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button