রাজশাহী , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আগামীকাল চালু হতে পারে মোবাইল ইন্টারনেট দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও সেতু ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী পঙ্গু হাসপাতালে আহতদের দেখে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী জনগণের জানমাল রক্ষার্থে ও যেকোন অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি: মেয়র লিটন ঢাকায় সহিংসতায় অংশ নেয় রাজশাহীর জেএমবি সদস্যরা! ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করলেন শেখ হাসিনা এইচএসসি ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে যে নির্দেশনা দিল বিটিআরসি এইচএসসির আরো চারটি পরীক্ষা স্থগিত নরসিংদী কারাগার থেকে পলাতক ৩৩১ কয়েদির আত্মসমর্পণ স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর কোটা নিয়ে আপিল শুনানি রোববার এবার বিটিভির মূল ভবনে আগুন ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত অবশেষে আটকে পড়া ৬০ পুলিশকে উদ্ধার করল র‍্যাবের হেলিকপ্টার উত্তরা-আজমপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৪ রামপুরা-বাড্ডায় ব্যাপক সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত দুই শতাধিক

জঙ্গিবাদের রুখতে চলচ্চিত্র অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম : মেয়র লিটন

  • আপডেটের সময় : ০৩:০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮
  • ১২২ টাইম ভিউ
Adds Banner_2024

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বর্তমান সরকার জঙ্গিবাদ দমনে কঠোর অবস্থানে রয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।

আজ সোমবার সন্ধ্যায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ সার্কেল’ এর উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে দিনব্যাপী চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Banglar Janapad Ads
চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ছবি —বাংলার জনপদ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এম. ওসমান গণি তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড.এম সাইদুর রহমান খান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক রাশিদুল হক।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়টির ‘ইয়ুথ সাকেল’র উপদেষ্টা শেখ সেমন্তি’র সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে ‘সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভেলপমেন্ট-সিসিডি বাংলাদেশ’র যুগ্ম পরিচালক শাহানা পারভীন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক নিখাতে জান্নাত বিনতে জিন্নাহ; জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক জোবায়দা শিরিন জ্যোতি প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় ‘রানওয়ে’ সিনেমা প্রদর্শনীর মধ্য দিয়ে দিনব্যাপী ‘চলচ্চিত্র উৎসব’ এর প্রদর্শনী শুরু হয়। পরে বিকাল ৩টা থেকে দেখানো হয় জঙ্গিবিরোধী পাপেট শো ‘শান্তির অভিযাত্রা’। এরপর বিকাল সাড়ে ৩টা থেকে প্রদর্শিত হয় মুম্বাই হামলার পরিপ্রেক্ষিতে নির্মিত ‘দ্য এটাক্স অব ২৬/১১’ নামক সিনেমাটি। প্রতিটি প্রদর্শনীতে প্রদর্শিত সিনেমার ওপর বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তরদাতা সাতজনকে পুরস্কৃত করা হয়।

উল্লেখ্য, গণযোগাযোগ বিষয়ক জ্ঞানচর্চাকেন্দ্র ‘সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভেলপমেন্ট-সিসিডি বাংলাদেশ’ ও ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ‘শান্তি’ ও ‘সহনশীলনতা’র পরিবেশ রক্ষায় এবং ধর্মীয় উগ্রবাদ নির্মুলে বিভিন্ন সচেতনতামূলক কর্মকা-ের অংশ হিসেবে এ ‘চলচ্চিত্র উৎসব’ শুরু হয়।

Adds Banner_2024

জঙ্গিবাদের রুখতে চলচ্চিত্র অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম : মেয়র লিটন

আপডেটের সময় : ০৩:০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বর্তমান সরকার জঙ্গিবাদ দমনে কঠোর অবস্থানে রয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।

আজ সোমবার সন্ধ্যায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ সার্কেল’ এর উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে দিনব্যাপী চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Banglar Janapad Ads
চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ছবি —বাংলার জনপদ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এম. ওসমান গণি তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড.এম সাইদুর রহমান খান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক রাশিদুল হক।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়টির ‘ইয়ুথ সাকেল’র উপদেষ্টা শেখ সেমন্তি’র সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে ‘সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভেলপমেন্ট-সিসিডি বাংলাদেশ’র যুগ্ম পরিচালক শাহানা পারভীন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক নিখাতে জান্নাত বিনতে জিন্নাহ; জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক জোবায়দা শিরিন জ্যোতি প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় ‘রানওয়ে’ সিনেমা প্রদর্শনীর মধ্য দিয়ে দিনব্যাপী ‘চলচ্চিত্র উৎসব’ এর প্রদর্শনী শুরু হয়। পরে বিকাল ৩টা থেকে দেখানো হয় জঙ্গিবিরোধী পাপেট শো ‘শান্তির অভিযাত্রা’। এরপর বিকাল সাড়ে ৩টা থেকে প্রদর্শিত হয় মুম্বাই হামলার পরিপ্রেক্ষিতে নির্মিত ‘দ্য এটাক্স অব ২৬/১১’ নামক সিনেমাটি। প্রতিটি প্রদর্শনীতে প্রদর্শিত সিনেমার ওপর বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তরদাতা সাতজনকে পুরস্কৃত করা হয়।

উল্লেখ্য, গণযোগাযোগ বিষয়ক জ্ঞানচর্চাকেন্দ্র ‘সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভেলপমেন্ট-সিসিডি বাংলাদেশ’ ও ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ‘শান্তি’ ও ‘সহনশীলনতা’র পরিবেশ রক্ষায় এবং ধর্মীয় উগ্রবাদ নির্মুলে বিভিন্ন সচেতনতামূলক কর্মকা-ের অংশ হিসেবে এ ‘চলচ্চিত্র উৎসব’ শুরু হয়।