রাজশাহী , বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
‘কাফনের কাপড়’ পরে আমরণ অনশনে শিক্ষার্থীরা, দাবি মেনে নিলো রামেবি দেশের ৫ বিভাগ এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত : প্রধানমন্ত্রী বাগমারায় শ্রেণিকক্ষ থেকে অজগর সাপ উদ্ধার, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক নাটোরে জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম, আহত ৭ ঢাকার দুই সিটি নির্বাচন জানুয়ারিতে ভারতে ভোলে বাবার সৎসঙ্গ সভায় যেভাবে প্রাণ গেল শতাধিক মানুষের ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু এবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে তিনটি বোমা উদ্ধার ২০২৬ সালের এসএসসি পর্যন্ত থাকতে পারে গ্রেডিং ফেনীর দুই উপজেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত ছোবল দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে বাঘার শ্রমিক নিজের নামে ইন্সটিটিউট স্থাপনে প্রধানমন্ত্রীর ‘না’ রাবি শিক্ষকদের প্রথম দিনের সর্বাত্মক কর্মবিরতি পালন মেয়র লিটনকে আ.লীগ নেতা বাবুল হত্যা মামলার আসামী করার ঘোষণার প্রতিবাদে আ.লীগের সংবাদ সম্মেলন সর্বাত্মক কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা মারা গেছেন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আমি থাকতেই প্রতিটি বিভাগে মেট্রোরেল করে দেব : প্রধানমন্ত্রী

শিরোপা জয়ে একধাপ এগোতে মাঠে নামবে বার্সা

  • আপডেটের সময় : ০৮:৫২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯
  • ৫৮ টাইম ভিউ
Adds Banner_2024

ঢাকা প্রতিনিধি : শিরোপা জয়ের পথে আরো একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে আজ রাতে মাঠে নামবে বার্সেলোনা। প্রতিপক্ষ এস্পানিওল। ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে রাত সোয়া ৯টায়। এদিকে, সিরিআ’য় একই মিশনে এম্পোলির বিপক্ষে লড়বে য়্যুভেন্তাস। অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে, ম্যাচটি শুরু হবে রাত ১১টায়।

আরো একটি শিরোপা জয় এখন আর দূরের বাতিঘর নয় বার্সেলোনার জন্য। বরং লা লিগায় প্রতিপক্ষ দলগুলোর ওপর ছড়ি ঘুড়িয়ে শিরোপা একরকম নিশ্চিতের পথে কাতালানরা। অলৌকিক কিছু না হলে, শিরোপা জয়ের পথে কাটা ছড়িয়ে দেয়ার সাধ্য কারো নেই। কারণ ২৮ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৬৬ পয়েন্ট। দশ পয়েন্ট পেছনে অ্যাতলেটিকো মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ১২ পয়েন্ট পেছনে থেকে আছে তৃতীয় স্থানে।

প্রতিপক্ষ এস্পানিওলের বিপক্ষেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখে শিরোপার পথে আরো এগিয়ে থাকতে চান ভালভার্দে। কাজটা খুব একটা চ্যালেঞ্জিং নাও হতে পারে কাতালানাদের জন্য। কারণ পরিসংখ্যানের দিকে চোখ রাখলেই উত্তরটা মিলবে সমর্থকদের। ২০০৯ সালে সবশেষে লা লিগায় বার্সাকে হারাতে পেরেছিলো এস্পানিওল। মৌসুমের শুরুতে ৪-০ গোলে কাতালানদের কাছে হেরেছিলো তারা।

গেল সপ্তাহে প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। এ ম্যাচে তাকে বিশ্রামে রাখার সম্ভাবনাই বেশি। ১৮ গোল নিয়ে দুর্দান্ত খেলা সুয়ারেজকে আক্রমণভাগে দেখা যাবে। ইনজুরিতে ওসমান ডেম্বেলে ও রাফিনহ।৪-৩-৩ ফরমেশনে ছক কষা ভালভের্দে সুযোগ দিতে পারেন সার্জি রবার্তোর ও কৌতিনিয়োকে। প্রতিপক্ষ এস্পানিওল রেলিগেশনের শঙ্কায় নেই। তাই ছাড় দিতে চাইবেনা তারাও।

বার্সেলোনার চেয়েও সিরিআ’য় বেশ নিরাপদ য়্যুভেন্তাস। শিরোপা প্রায় নিশ্চিত। কিন্তু তাই বলেতো আর হাল ছাড়লে চলবে না অ্যালিগ্রির শীষ্যদের। নিজেদের মাঠে এম্পোলিকে হারিয়েই স্বস্তি খুজতে চান কোচ। পর্তুগালের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন রোনালদো। এ ম্যাচে তাই খেলতে পারবেন না দলের সেরা তারকা। এছাড়াও খেলতে পারবেন না ডগলাস কস্তা। তবে, দিবালা মানজুকিচ, মাতুইদিরাতো আছেন সে শূন্যতা পূরণে।

Adds Banner_2024
Adds Banner_2024

নাটোরে মাটির বাড়ি থেকে ৫০ সাপ উদ্ধার

Adds Banner_2024

শিরোপা জয়ে একধাপ এগোতে মাঠে নামবে বার্সা

আপডেটের সময় : ০৮:৫২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯

ঢাকা প্রতিনিধি : শিরোপা জয়ের পথে আরো একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে আজ রাতে মাঠে নামবে বার্সেলোনা। প্রতিপক্ষ এস্পানিওল। ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে রাত সোয়া ৯টায়। এদিকে, সিরিআ’য় একই মিশনে এম্পোলির বিপক্ষে লড়বে য়্যুভেন্তাস। অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে, ম্যাচটি শুরু হবে রাত ১১টায়।

আরো একটি শিরোপা জয় এখন আর দূরের বাতিঘর নয় বার্সেলোনার জন্য। বরং লা লিগায় প্রতিপক্ষ দলগুলোর ওপর ছড়ি ঘুড়িয়ে শিরোপা একরকম নিশ্চিতের পথে কাতালানরা। অলৌকিক কিছু না হলে, শিরোপা জয়ের পথে কাটা ছড়িয়ে দেয়ার সাধ্য কারো নেই। কারণ ২৮ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৬৬ পয়েন্ট। দশ পয়েন্ট পেছনে অ্যাতলেটিকো মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ১২ পয়েন্ট পেছনে থেকে আছে তৃতীয় স্থানে।

প্রতিপক্ষ এস্পানিওলের বিপক্ষেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখে শিরোপার পথে আরো এগিয়ে থাকতে চান ভালভার্দে। কাজটা খুব একটা চ্যালেঞ্জিং নাও হতে পারে কাতালানাদের জন্য। কারণ পরিসংখ্যানের দিকে চোখ রাখলেই উত্তরটা মিলবে সমর্থকদের। ২০০৯ সালে সবশেষে লা লিগায় বার্সাকে হারাতে পেরেছিলো এস্পানিওল। মৌসুমের শুরুতে ৪-০ গোলে কাতালানদের কাছে হেরেছিলো তারা।

গেল সপ্তাহে প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। এ ম্যাচে তাকে বিশ্রামে রাখার সম্ভাবনাই বেশি। ১৮ গোল নিয়ে দুর্দান্ত খেলা সুয়ারেজকে আক্রমণভাগে দেখা যাবে। ইনজুরিতে ওসমান ডেম্বেলে ও রাফিনহ।৪-৩-৩ ফরমেশনে ছক কষা ভালভের্দে সুযোগ দিতে পারেন সার্জি রবার্তোর ও কৌতিনিয়োকে। প্রতিপক্ষ এস্পানিওল রেলিগেশনের শঙ্কায় নেই। তাই ছাড় দিতে চাইবেনা তারাও।

বার্সেলোনার চেয়েও সিরিআ’য় বেশ নিরাপদ য়্যুভেন্তাস। শিরোপা প্রায় নিশ্চিত। কিন্তু তাই বলেতো আর হাল ছাড়লে চলবে না অ্যালিগ্রির শীষ্যদের। নিজেদের মাঠে এম্পোলিকে হারিয়েই স্বস্তি খুজতে চান কোচ। পর্তুগালের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন রোনালদো। এ ম্যাচে তাই খেলতে পারবেন না দলের সেরা তারকা। এছাড়াও খেলতে পারবেন না ডগলাস কস্তা। তবে, দিবালা মানজুকিচ, মাতুইদিরাতো আছেন সে শূন্যতা পূরণে।