রাজশাহী , শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মাসেতু নির্মাণ করতে হয়েছে শেখ হাসিনাকে ‌‌‘ইকেবানা’ উপহার পাঠালেন বাবা হারানো জাপানি কন্যা দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে : চীন কোটা আন্দোলন : বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস বর্জনসহ তিন দিনের কর্মসূচি ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন কোটা বিরোধীরা চতুর্থদিনের মতো আন্দোলনে কোটাবিরোধীরা রাবিতে কোটা সংস্কার আন্দোলনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল ৪ বিভাগে হতে পারে ভারী বৃষ্টি ‘কাফনের কাপড়’ পরে আমরণ অনশনে শিক্ষার্থীরা, দাবি মেনে নিলো রামেবি দেশের ৫ বিভাগ এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত : প্রধানমন্ত্রী বাগমারায় শ্রেণিকক্ষ থেকে অজগর সাপ উদ্ধার, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক নাটোরে জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম, আহত ৭ ঢাকার দুই সিটি নির্বাচন জানুয়ারিতে ভারতে ভোলে বাবার সৎসঙ্গ সভায় যেভাবে প্রাণ গেল শতাধিক মানুষের ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু এবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে তিনটি বোমা উদ্ধার

লঞ্চে আগুন: ভেসে উঠছে মরদেহ, খুঁজে ফিরছেন স্বজনরা

  • আপডেটের সময় : ০৬:২৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
  • ৮৮ টাইম ভিউ
Adds Banner_2024

জনপদ ডেস্ক: ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজদের মরদেহ ভেসে উঠতে শুরু করেছে। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঝালকাঠির বিশখালি নদীর নাপিতে খাল এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মো. শফিকুল ইসলাম জানান, মরদেহটি কালো গেঞ্জি ও লুঙ্গি পরিহিত পুরুষ ব্যক্তির। তার শরীরে পোড়া দাগ রয়েছে। প্রাথমিকভাবে তাকে ওই লঞ্চের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Trulli

এদিকে সোমবার চতুর্থ দিনের মতো ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের অভিযান অব্যাহত আছে। মরদেহ উদ্ধারের খবরে নিখোঁজের স্বজনরা ছুটে আসেন। তবে উদ্ধার হওয়া মরদেহটি এখনো শনাক্ত হয়নি।

অন্যদিকে, সোমবার দুপুর ২টায় ঝালকাঠি পৌর মিনিপার্কে ডিএনএ টেস্টের জন্য নিখোঁজদের স্বজনদের নমুনা সংগ্রহের ব্যবস্থা করেছে সিআইডি পুলিশ। তাদের পক্ষ থেকে শহরে সকালে মাইকিংও করা হয়।

ঘটনার পর থেকে এখনো অসংখ্য যাত্রী নিখোঁজ রয়েছে। লঞ্চটিতে অগ্নিকাণ্ডের পর প্রাণ বাঁচাতে অসংখ্য যাত্রী নদীতে ঝাঁপিয়ে পড়ে। ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটি নিখোঁজদের মধ্যে ৫১ জনের তালিকা তৈরি করেছে। জেলা পুলিশের কাছেও ৪১ জনের নাম দিয়েছে নিখোঁজদের স্বজনরা। নিখোঁজদের সন্ধান পেতে গত ৪ দিন ধরে অনেক স্বজন ঝালকাঠি শহরে অবস্থান করছেন।

ফাতেমা শাহিদুন (৪৫) নামে বরগুনার পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের এমন এক নিখোঁজদের স্বজনের সঙ্গে কথা হয়। সম্প্রতি সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরে বাবা মুজফফর হাওলাদার ও মা আমেনা বেগমকে তার তিন ছেলে-মেয়ে ওবায়েদুল (৩০), কুলসুম (২২) ও আয়শা (১৯) ঢাকা থেকে বরগুনার গ্রামের বাড়িতে আনতে যান। ওই লঞ্চে করেই পাঁচজন রওনা হন। বাবা-মা ও তিন সন্তান ঘটনার পর থেকে এখনও নিখোঁজ রয়েছে। মরদেহ উদ্ধারের খবরে ঝালকাঠি লঞ্চঘাটে এসে তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাওয়া এমডি অভিযান-১০ নামের লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে। এতে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। পুড়ে যাওয়া লঞ্চটিতে কতজন যাত্রী ছিল তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, লঞ্চটিতে প্রায় ৩১০ যাত্রী ছিল। তবে লঞ্চ থেকে প্রাণে বেঁচে যাওয়া যাত্রীদের অনেকে বলছেন, নৌযানটিতে যাত্রী ছিল পাঁচ শতাধিক।

Adds Banner_2024
Adds Banner_2024

রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী

Adds Banner_2024

লঞ্চে আগুন: ভেসে উঠছে মরদেহ, খুঁজে ফিরছেন স্বজনরা

আপডেটের সময় : ০৬:২৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১

জনপদ ডেস্ক: ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজদের মরদেহ ভেসে উঠতে শুরু করেছে। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঝালকাঠির বিশখালি নদীর নাপিতে খাল এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মো. শফিকুল ইসলাম জানান, মরদেহটি কালো গেঞ্জি ও লুঙ্গি পরিহিত পুরুষ ব্যক্তির। তার শরীরে পোড়া দাগ রয়েছে। প্রাথমিকভাবে তাকে ওই লঞ্চের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Trulli

এদিকে সোমবার চতুর্থ দিনের মতো ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের অভিযান অব্যাহত আছে। মরদেহ উদ্ধারের খবরে নিখোঁজের স্বজনরা ছুটে আসেন। তবে উদ্ধার হওয়া মরদেহটি এখনো শনাক্ত হয়নি।

অন্যদিকে, সোমবার দুপুর ২টায় ঝালকাঠি পৌর মিনিপার্কে ডিএনএ টেস্টের জন্য নিখোঁজদের স্বজনদের নমুনা সংগ্রহের ব্যবস্থা করেছে সিআইডি পুলিশ। তাদের পক্ষ থেকে শহরে সকালে মাইকিংও করা হয়।

ঘটনার পর থেকে এখনো অসংখ্য যাত্রী নিখোঁজ রয়েছে। লঞ্চটিতে অগ্নিকাণ্ডের পর প্রাণ বাঁচাতে অসংখ্য যাত্রী নদীতে ঝাঁপিয়ে পড়ে। ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটি নিখোঁজদের মধ্যে ৫১ জনের তালিকা তৈরি করেছে। জেলা পুলিশের কাছেও ৪১ জনের নাম দিয়েছে নিখোঁজদের স্বজনরা। নিখোঁজদের সন্ধান পেতে গত ৪ দিন ধরে অনেক স্বজন ঝালকাঠি শহরে অবস্থান করছেন।

ফাতেমা শাহিদুন (৪৫) নামে বরগুনার পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের এমন এক নিখোঁজদের স্বজনের সঙ্গে কথা হয়। সম্প্রতি সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরে বাবা মুজফফর হাওলাদার ও মা আমেনা বেগমকে তার তিন ছেলে-মেয়ে ওবায়েদুল (৩০), কুলসুম (২২) ও আয়শা (১৯) ঢাকা থেকে বরগুনার গ্রামের বাড়িতে আনতে যান। ওই লঞ্চে করেই পাঁচজন রওনা হন। বাবা-মা ও তিন সন্তান ঘটনার পর থেকে এখনও নিখোঁজ রয়েছে। মরদেহ উদ্ধারের খবরে ঝালকাঠি লঞ্চঘাটে এসে তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাওয়া এমডি অভিযান-১০ নামের লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে। এতে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। পুড়ে যাওয়া লঞ্চটিতে কতজন যাত্রী ছিল তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, লঞ্চটিতে প্রায় ৩১০ যাত্রী ছিল। তবে লঞ্চ থেকে প্রাণে বেঁচে যাওয়া যাত্রীদের অনেকে বলছেন, নৌযানটিতে যাত্রী ছিল পাঁচ শতাধিক।