রাজশাহী

‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে ইতিহাস বিকৃত হয়’

নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে ইতিহাস বিকৃত হয় বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালেয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিনদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করতে এসে তিনি এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য আয়েন উদ্দিন, আদিবা আনজুম মিতা, সাবেক এমপি আবদুল ওয়াদুদ দারা, রাজশাহী চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিংকু।

এর আগে, শিক্ষা মন্ত্রী বঙ্গবন্ধু হলে জাতির পিতার প্রতিকৃতি, শহীদ এএইচএম কামারুজ্জামান, শহীদ শামসুজ্জোহা ও হাসান আজিজুল হকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button