রাজশাহী , শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মাসেতু নির্মাণ করতে হয়েছে শেখ হাসিনাকে ‌‌‘ইকেবানা’ উপহার পাঠালেন বাবা হারানো জাপানি কন্যা দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে : চীন কোটা আন্দোলন : বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস বর্জনসহ তিন দিনের কর্মসূচি ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন কোটা বিরোধীরা চতুর্থদিনের মতো আন্দোলনে কোটাবিরোধীরা রাবিতে কোটা সংস্কার আন্দোলনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল ৪ বিভাগে হতে পারে ভারী বৃষ্টি ‘কাফনের কাপড়’ পরে আমরণ অনশনে শিক্ষার্থীরা, দাবি মেনে নিলো রামেবি দেশের ৫ বিভাগ এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত : প্রধানমন্ত্রী বাগমারায় শ্রেণিকক্ষ থেকে অজগর সাপ উদ্ধার, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক নাটোরে জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম, আহত ৭ ঢাকার দুই সিটি নির্বাচন জানুয়ারিতে ভারতে ভোলে বাবার সৎসঙ্গ সভায় যেভাবে প্রাণ গেল শতাধিক মানুষের ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু এবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে তিনটি বোমা উদ্ধার

মাত্র সাড়ে ৩ ঘণ্টায় যুক্তরাষ্ট্র থেকে ব্রিটেন

  • আপডেটের সময় : ১২:৪২:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • ১০৪ টাইম ভিউ
Adds Banner_2024

জনপদ ডেস্কঃ শব্দের চেয়েও দ্বিগুণ গতিসম্পন্ন বিমান কেনার পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছে মার্কিন এয়ারলাইন ইউনাইটেড। আগামী ২০২৯ সাল নাগাদ ফের সুপারসনিক গতিতে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, শব্দের চেয়েও দ্বিগুণ গতির ১৫টি বিমান কিনবে এয়ারলাইন ইউনাইটেড। এর মধ্য দিয়ে আঠারো বছর ফের সুপারসনিক বিমানে ভ্রমণের সুযোগ তৈরি হবে।

Trulli

২০০৩ সালে এয়ার ফ্রান্স ও ব্রিটিশ এয়ারওয়েজ কনকর্ডের শেষ ফ্লাইটটি পরিচালনার পর সুপারসনিক যুগের অবসান ঘটেছিল। ২০২৯ সাল নাগাদ যা আবার ফিরে আসছে বলে মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

মাত্র সাড়ে তিন ঘণ্টায় যাওয়া যাবে যুক্তরাষ্ট্র থেকে ব্রিটেনে। যার মাধ্যমে বদলে যাবে আকাশ পথে যাত্রার অভিজ্ঞতা। অত্যাধুনিক যুগের যাতায়াত ব্যবস্থায় প্রবেশ করবে বিশ্ব।

যুক্তরাষ্ট্র থেকে ব্রিটেনে যেতে অর্ধেকে নেমে আসবে সময়। শব্দের চেয়ে দুই গুণ বেশি গতি নিয়ে চলবে উড়োজাহাজ। আর তাতেই সাড়ে ৬ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা। যেখানে বর্তমানে সময় লাগছে সাড়ে সাত থেকে আট ঘণ্টার মতো।

সুপারসনিক প্লেনের মাধ্যমে দুই দেশের যাতায়াত শুরুর ঘোষণা দিয়েছে মার্কিন সংস্থা এয়ারলাইস ইউনাইটেড। উচ্চগতির ১৫টি সুপারসনিক উড়োজাহাজ কেনার পরিকল্পনার কথা জানিয়েছে তারা।

এছাড়া আরও ৩৫টি উড়োজাহাজ কিনতে পারবে ইউনাইটেড। মার্কিন আকাশযান নির্মাণকারী প্রতিষ্ঠান বুম সুপারসনিক থেকে এই উড়োজাহাজগুলো কেনা হবে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ব্রিটেনের লন্ডনে যেতে সাড়ে তিন ঘণ্টা আর মার্কিন শহর সান ফ্রান্সিসকো থেকে জাপানের রাজধানী টোকিওতে যেতে লাগবে মাত্র ছয় ঘণ্টা। যার মাধ্যমে বদলে যাবে আকাশ পথে যাত্রার অভিজ্ঞতা। দ্রুত যোগাযোগ সহজ হবে। অত্যাধুনিক যুগের যাতায়াত ব্যবস্থায় প্রবেশ করবে বিশ্ব।

তবে এমন অভিজ্ঞতা আগেও ছিল। কিন্তু সেটি তিক্ত। খুব বেশি দিন স্থায়ী হয়নি। যার অন্যতম কারণ অতিরিক্ত ব্যয়। তবে এবার সব সংকট কেটে যাবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

যদিও নতুন এই বাণিজ্যিক উড়োজাহাজের প্রতিটি নির্মাণ থেকে শুরু করে চলাচলের অনুমতি পেতে এক থেকে দেড় হাজার কোটি মার্কিন ডলার পর্যন্ত খরচ হতে পারে বলে আভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। এই সুপারসনিক উড়োজাহাজগুলোয় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা হবে, এতে কার্বন নিঃসরণ হবে না ।

১৯৭০-এর দশকে প্রথম ফ্রান্স থেকে আকাশে ওড়ে বাণিজ্যিক সুপারসনিক উড়োজাহাজ কনকর্ড। মূলত এয়ার ফ্রান্স ও ব্রিটিশ এয়ারওয়েজ এই উড়োজাহাজের ফ্লাইট পরিচালনা করতো। কিন্তু অতিরিক্ত ব্যয়ভার ও পরিবেশগত বিধিনিষেধের কারণে ২০০৩ সালে এই উড়োজাহাজগুলো তুলে নেয়া হয়।

তবে এবার আশা করা হচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৯ সাল থেকে এই উড়োজাহাজে যাত্রী পরিবহন করা যাবে।

Adds Banner_2024
Adds Banner_2024

রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী

Adds Banner_2024

মাত্র সাড়ে ৩ ঘণ্টায় যুক্তরাষ্ট্র থেকে ব্রিটেন

আপডেটের সময় : ১২:৪২:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১

জনপদ ডেস্কঃ শব্দের চেয়েও দ্বিগুণ গতিসম্পন্ন বিমান কেনার পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছে মার্কিন এয়ারলাইন ইউনাইটেড। আগামী ২০২৯ সাল নাগাদ ফের সুপারসনিক গতিতে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, শব্দের চেয়েও দ্বিগুণ গতির ১৫টি বিমান কিনবে এয়ারলাইন ইউনাইটেড। এর মধ্য দিয়ে আঠারো বছর ফের সুপারসনিক বিমানে ভ্রমণের সুযোগ তৈরি হবে।

Trulli

২০০৩ সালে এয়ার ফ্রান্স ও ব্রিটিশ এয়ারওয়েজ কনকর্ডের শেষ ফ্লাইটটি পরিচালনার পর সুপারসনিক যুগের অবসান ঘটেছিল। ২০২৯ সাল নাগাদ যা আবার ফিরে আসছে বলে মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

মাত্র সাড়ে তিন ঘণ্টায় যাওয়া যাবে যুক্তরাষ্ট্র থেকে ব্রিটেনে। যার মাধ্যমে বদলে যাবে আকাশ পথে যাত্রার অভিজ্ঞতা। অত্যাধুনিক যুগের যাতায়াত ব্যবস্থায় প্রবেশ করবে বিশ্ব।

যুক্তরাষ্ট্র থেকে ব্রিটেনে যেতে অর্ধেকে নেমে আসবে সময়। শব্দের চেয়ে দুই গুণ বেশি গতি নিয়ে চলবে উড়োজাহাজ। আর তাতেই সাড়ে ৬ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা। যেখানে বর্তমানে সময় লাগছে সাড়ে সাত থেকে আট ঘণ্টার মতো।

সুপারসনিক প্লেনের মাধ্যমে দুই দেশের যাতায়াত শুরুর ঘোষণা দিয়েছে মার্কিন সংস্থা এয়ারলাইস ইউনাইটেড। উচ্চগতির ১৫টি সুপারসনিক উড়োজাহাজ কেনার পরিকল্পনার কথা জানিয়েছে তারা।

এছাড়া আরও ৩৫টি উড়োজাহাজ কিনতে পারবে ইউনাইটেড। মার্কিন আকাশযান নির্মাণকারী প্রতিষ্ঠান বুম সুপারসনিক থেকে এই উড়োজাহাজগুলো কেনা হবে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ব্রিটেনের লন্ডনে যেতে সাড়ে তিন ঘণ্টা আর মার্কিন শহর সান ফ্রান্সিসকো থেকে জাপানের রাজধানী টোকিওতে যেতে লাগবে মাত্র ছয় ঘণ্টা। যার মাধ্যমে বদলে যাবে আকাশ পথে যাত্রার অভিজ্ঞতা। দ্রুত যোগাযোগ সহজ হবে। অত্যাধুনিক যুগের যাতায়াত ব্যবস্থায় প্রবেশ করবে বিশ্ব।

তবে এমন অভিজ্ঞতা আগেও ছিল। কিন্তু সেটি তিক্ত। খুব বেশি দিন স্থায়ী হয়নি। যার অন্যতম কারণ অতিরিক্ত ব্যয়। তবে এবার সব সংকট কেটে যাবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

যদিও নতুন এই বাণিজ্যিক উড়োজাহাজের প্রতিটি নির্মাণ থেকে শুরু করে চলাচলের অনুমতি পেতে এক থেকে দেড় হাজার কোটি মার্কিন ডলার পর্যন্ত খরচ হতে পারে বলে আভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। এই সুপারসনিক উড়োজাহাজগুলোয় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা হবে, এতে কার্বন নিঃসরণ হবে না ।

১৯৭০-এর দশকে প্রথম ফ্রান্স থেকে আকাশে ওড়ে বাণিজ্যিক সুপারসনিক উড়োজাহাজ কনকর্ড। মূলত এয়ার ফ্রান্স ও ব্রিটিশ এয়ারওয়েজ এই উড়োজাহাজের ফ্লাইট পরিচালনা করতো। কিন্তু অতিরিক্ত ব্যয়ভার ও পরিবেশগত বিধিনিষেধের কারণে ২০০৩ সালে এই উড়োজাহাজগুলো তুলে নেয়া হয়।

তবে এবার আশা করা হচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৯ সাল থেকে এই উড়োজাহাজে যাত্রী পরিবহন করা যাবে।