আইন ও আদালতসারাবাংলা

কুমিল্লায় পাসপোর্ট দালালচক্রের চার সক্রিয় সদস্যক গ্রেফতার

জনপদ ডেস্ক: কুমিল্লায় র‌্যাবের অভিযানে পাসপোর্ট দালালচক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব।বুধবার (১৪ অক্টোবর) কোতোয়ালি থানাধীন মনোহরপুর এবং এলাকা থেকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন মনোহরপুর এবং নোয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট জব্দ করা হয়।

গ্রেফতারকৃত হলো, কুমিল্লা জেলার কোতোয়ালি থানার মনোহরপুর গ্রামের মৃত আবদুল মতিন খানের ছেলে মো. আতিক খান (৩৫), কুমিল্লা জেলার কোতোয়ালি থানার নোয়াপাড়া গ্রামের মৃত লাল মিয়া মেম্বারের ছেলে মো. ইকবাল হোসেন (৫০), কুমিল্লা জেলার বুড়িচং থানার গণেশপুর গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে মো. আবুল কালাম আজাদ (৪৮) ও একই জেলার কোতোয়ালি থানার নোয়াপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে কাজী মিনহাজ উদ্দিন মিনু (৩০)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪৩৬টি পাসপোর্ট, নগদ এক লাখ ৪৪ হাজার টাকা এবং পাসপোর্ট তৈরির বিপুল পরিমাণ কাগজপত্র উদ্ধার করা হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button