রাজশাহীসারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় ও চাল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৫৭টি মন্ডপে সুষ্ঠুভাবে শারদীয় দুর্গাপুজা উদযাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শিবগঞ্জ উপজেলার ৩৫টি মন্ডপে পুজা উদযাপনে সরকারী সহায়তা হিসেবে সাড়ে ১৭ টন জিআর চাল বিতরণ করা হয়েছে। বুধবার(১৪’অক্টোবর) সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলঘরে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার,সদর থানার পরিদর্শক কবির হোসেন,পুজা উদডাপন পরিষদ জেলা শাখা সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় চট্রোপাধ্যয়,সার্বজনিন পুজা মন্ডপ কমিটি সভাপতি ডাবলু কুমার ঘোষ,সেক্রেটারী স্বপন কুমার ঘোষ,বারঘরিয়া ২২ পুতুল মন্দির কমিটি সেক্রেটারী মৃনাল কান্তি পাল সহ সংশ্লিস্টরা।

সভায় পুজার নিরাপত্তা,শৃঙ্খলা ও করোনাজনিত স্বাস্থ্যবিধি’র বিষয়টি গুরুত্ব পায়।

বুধবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার মন্ডপগুলোতে পুজা উদযাপনে সরকারী চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা,সামিল উদ্দিন আহমেদ শিমুল। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি,সিনিয়র মৎস কর্মকর্তা বরুন কুমার মন্ডল, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, শিবগঞ্জ থানার পরিদর্শক শাহীন রেজা সহ বিভিন্ন মন্দির ও মন্ডপ কমিটি নেতৃবৃন্দ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button