রাজশাহী , শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আ.লীগ নেতা বাবুল হত্যা : অভিযুক্ত পৌর মেয়র আক্কাছ গ্রেপ্তার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মাসেতু নির্মাণ করতে হয়েছে শেখ হাসিনাকে ‌‌‘ইকেবানা’ উপহার পাঠালেন বাবা হারানো জাপানি কন্যা দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে : চীন কোটা আন্দোলন : বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস বর্জনসহ তিন দিনের কর্মসূচি ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন কোটা বিরোধীরা চতুর্থদিনের মতো আন্দোলনে কোটাবিরোধীরা রাবিতে কোটা সংস্কার আন্দোলনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল ৪ বিভাগে হতে পারে ভারী বৃষ্টি ‘কাফনের কাপড়’ পরে আমরণ অনশনে শিক্ষার্থীরা, দাবি মেনে নিলো রামেবি দেশের ৫ বিভাগ এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত : প্রধানমন্ত্রী বাগমারায় শ্রেণিকক্ষ থেকে অজগর সাপ উদ্ধার, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক নাটোরে জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম, আহত ৭ ঢাকার দুই সিটি নির্বাচন জানুয়ারিতে ভারতে ভোলে বাবার সৎসঙ্গ সভায় যেভাবে প্রাণ গেল শতাধিক মানুষের ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু

মেসির রেকর্ড হয়তো কখনোই ভাঙা সম্ভব হবে না রোনালদোর

  • আপডেটের সময় : ০৫:১৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮
  • ২১৭ টাইম ভিউ
Adds Banner_2024

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল বিশ্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। কেননা, গত এক দশক ধরে ফুটবলের জগত শাসন করছেন এই দুই তারকা। দু’জনে পাল্লা দিয়ে গড়ছেন একের পর এক রেকর্ড। দুজনকেই সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মনে করা হয় আধুনিক ফুটবলে।

Trulli

তবে তাদের মধ্যে কে সেরা? এ নিয়ে রয়েছে বিস্তর বিতর্ক। কারো মতে মেসি, কেউ বা এগিয়ে রাখেন রোনালদোকে। তবে সকল বিতর্কের বাইরেও কিছু বিষয় রয়েছে যা মেসিকে রোনালদোর থেকে সব সময় এগিয়ে রাখে। মেসির এমন পাঁচটি রেকর্ড আছে, যেগুলো হয়তো কখনই ভাঙা সম্ভব হবে না সিআর সেভেনের পক্ষে।

১. টানা ১০ মৌসুমে ফ্রি-কিক থেকে গোল: ২০০৮ সালের ৪ অক্টোবর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ফ্রি-কিকে গোলের খাতা খোলেন মেসি। এরপর টানা ১০ মৌসুমেই তা করেছেন।
এমন নজির নেই রোনালদোর। তার বয়স হয়ে গেছে ৩৩। তাই ধরেই নেওয়া হচ্ছে তিনি আর এ রেকর্ড স্পর্শ করতে পারবেন না।

২. এল ক্লাসিকোতে সর্বাধিক গোল ও অ্যাসিস্ট: রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই এল ক্লাসিকো নামে পরিচিত। ৩০টি এল ক্লাসিতো ১৮ গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন রোনালদো। সেখানে ২৬ গোল ও ১৪টি অ্যাসিস্ট রয়েছে মেসির। মাস তিনেক আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ায় মেসিকে স্পর্শ করা আপাতত সম্ভব নয় পর্তুগিজ যুবরাজের।

৩. লা লিগায় সব দলের বিপক্ষে এবং টানা ২১ ম্যাচে গোল: স্প্যানিশ লা লিগায় সব দলের বিপক্ষে গোলের কৃতিত্ব রয়েছে মেসির। এ রেকর্ড আছে রোনালদোরও। তবে মেসির মত টানা ২১ ম্যাচে গোল করার কীর্তি নেই সিআর সেভেনের।

৪. এক মৌসুমে ৭৩ এবং এক পঞ্জিকাবর্ষে ৯১ গোল: ২০১১-১২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৩ গোল করেছেন মেসি। আর ২০১২ সালে সব মিলিয়ে করেন মোট ৯১ গোল। এ রকম কোনও কীর্তি স্প্যানিশ ফুটবল ইতিহাসেই আর কারো নেই।

৫. টানা চারবার ব্যালন ডি’অর জয়: ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা চারবার ব্যালন ডি’অর জেতেন মেসি। সেখানে টানা দু’বার করে দু’বার (২০১৩, ২০১৪ এবং ২০১৬, ২০১৭) ফুটবলের সর্বোচ্চ মর্যাদার পুরস্কারটি জেতার কীর্তি আছে রোনালদোর। এখনও তাকে এ রেকর্ড ছুঁতে হলে টানা আরও দুবার জিততে হবে ফুটবলের সবচেয়ে মর্যাদার এই অ্যাওয়ার্ড। তবে তা খুব সহজ হবে বলে মনে হচ্ছে না।

Adds Banner_2024
Adds Banner_2024

বাজেট ৬০০ কোটি : মুক্তির চার দিনে আয় ৫০০ কোটি

Adds Banner_2024

মেসির রেকর্ড হয়তো কখনোই ভাঙা সম্ভব হবে না রোনালদোর

আপডেটের সময় : ০৫:১৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল বিশ্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। কেননা, গত এক দশক ধরে ফুটবলের জগত শাসন করছেন এই দুই তারকা। দু’জনে পাল্লা দিয়ে গড়ছেন একের পর এক রেকর্ড। দুজনকেই সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মনে করা হয় আধুনিক ফুটবলে।

Trulli

তবে তাদের মধ্যে কে সেরা? এ নিয়ে রয়েছে বিস্তর বিতর্ক। কারো মতে মেসি, কেউ বা এগিয়ে রাখেন রোনালদোকে। তবে সকল বিতর্কের বাইরেও কিছু বিষয় রয়েছে যা মেসিকে রোনালদোর থেকে সব সময় এগিয়ে রাখে। মেসির এমন পাঁচটি রেকর্ড আছে, যেগুলো হয়তো কখনই ভাঙা সম্ভব হবে না সিআর সেভেনের পক্ষে।

১. টানা ১০ মৌসুমে ফ্রি-কিক থেকে গোল: ২০০৮ সালের ৪ অক্টোবর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ফ্রি-কিকে গোলের খাতা খোলেন মেসি। এরপর টানা ১০ মৌসুমেই তা করেছেন।
এমন নজির নেই রোনালদোর। তার বয়স হয়ে গেছে ৩৩। তাই ধরেই নেওয়া হচ্ছে তিনি আর এ রেকর্ড স্পর্শ করতে পারবেন না।

২. এল ক্লাসিকোতে সর্বাধিক গোল ও অ্যাসিস্ট: রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই এল ক্লাসিকো নামে পরিচিত। ৩০টি এল ক্লাসিতো ১৮ গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন রোনালদো। সেখানে ২৬ গোল ও ১৪টি অ্যাসিস্ট রয়েছে মেসির। মাস তিনেক আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ায় মেসিকে স্পর্শ করা আপাতত সম্ভব নয় পর্তুগিজ যুবরাজের।

৩. লা লিগায় সব দলের বিপক্ষে এবং টানা ২১ ম্যাচে গোল: স্প্যানিশ লা লিগায় সব দলের বিপক্ষে গোলের কৃতিত্ব রয়েছে মেসির। এ রেকর্ড আছে রোনালদোরও। তবে মেসির মত টানা ২১ ম্যাচে গোল করার কীর্তি নেই সিআর সেভেনের।

৪. এক মৌসুমে ৭৩ এবং এক পঞ্জিকাবর্ষে ৯১ গোল: ২০১১-১২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৩ গোল করেছেন মেসি। আর ২০১২ সালে সব মিলিয়ে করেন মোট ৯১ গোল। এ রকম কোনও কীর্তি স্প্যানিশ ফুটবল ইতিহাসেই আর কারো নেই।

৫. টানা চারবার ব্যালন ডি’অর জয়: ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা চারবার ব্যালন ডি’অর জেতেন মেসি। সেখানে টানা দু’বার করে দু’বার (২০১৩, ২০১৪ এবং ২০১৬, ২০১৭) ফুটবলের সর্বোচ্চ মর্যাদার পুরস্কারটি জেতার কীর্তি আছে রোনালদোর। এখনও তাকে এ রেকর্ড ছুঁতে হলে টানা আরও দুবার জিততে হবে ফুটবলের সবচেয়ে মর্যাদার এই অ্যাওয়ার্ড। তবে তা খুব সহজ হবে বলে মনে হচ্ছে না।