অর্থনীতিঅর্থনীতি-ব্যবসা

৫০ বছরের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধির কবলে এশিয়া-প্যাসিফিক অঞ্চল: বিশ্বব্যাংক

জনপদ ডেস্কঃ ৫ দশকের মধ্যে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধির কবলে পড়তে যাচ্ছে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। করোনা ভাইরাসের কারণে এই বেহাল দশা বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সংস্থাটি তাদের হালনাগাদ অর্থনৈতিক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, এই অঞ্চলে এবছর প্রবৃদ্ধি হবে এক শতাংশের কম (০.৯)। যা ১৯৬৭ সালের পর সর্বনিম্ন। এ বছরই এই অঞ্চলের প্রায় ৪ কোটি (৩ কোটি ৮০ লাখ) মানুষ নতুন করে দরিদ্রসীমার নিচে নেমে যাবে বলেও পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক বলছে, করোনা মহামারি থেকে ঘুরে দাঁড়াতে চীনা সরকারের ব্যয় বৃদ্ধির কারণে এ বছর দেশটির প্রবৃদ্ধি ২ শতাংশ হবে বলে ধরা হয়েছিল। এই অঞ্চলের বাকি দেশগুলো সাড়ে ৩ শতাংশ প্রবৃদ্ধি সংকোচনে পড়বে বলে বলা হয়েছিল।

করোনার ধাক্কা মোকাবিলায় দেশগুলো বাৎসরিক আর্থিক আয়-ব্যয় কাঠামোতে পরিবর্তন আনতে হতে পারে। রাজস্ব আহরণও পুন:বিন্যাস করতে হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এই ধাক্কা থেকে দ্রুত সরে আসতে হলে সামাজিক সুরক্ষা খাতকে সঠিকভাবে কার্যকর করা ও অবকাঠামো উন্নয়ন সঠিক মান বজায় রাখতে বলেও পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button