আন্তর্জাতিক

বিদ্ধেষমূলক হামলার ঘটনা বেড়েছে যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে বিদ্ধেষমূলক হামলার ঘটনা ২০১৬ সালের চেয়ে ২০১৭ সালে ১৭ শতাংশ বেড়েছে। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের প্রকাশিত জরিপে এ তথ্য জানানো হয়।

২০১৬ সালে বিদ্ধেষমূলক হামলার সংখ্যা ছিল ৬ হাজার ১শ’২১টি। ২০১৭ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১শ’৭৫টিতে। এর মধ্যে জাতিবিদ্ধেষী হামলা ৫৬ দশমিক ছয় শতাংশ। ধর্মবিদ্বেষী হামলা রয়েছে ২০ দশমিক ছয় শতাংশ। একে জাতীয় মূল্যবোধের চরম অবক্ষয় আখ্যা দিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ম্যাথু উইটেকার।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button