খেলাধুলা

মাহমুদুল্লাহর ঝড়ো সেঞ্চুরিতে বাংলাদেশের বড় লিড

ঢাকা টেস্টে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের সামনের রানের পাহাড় দাঁড় করিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য সফরকারীদের দরকার ৪৪৩ রান। হাতে আছে এখনো প্রায় দেড় দিন। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৪ রানে ইনিংস ঘোষণা করেছে টাইগাররা।

চতুর্থ দিন জিম্বাবুয়েকে ফলোঅন না করিয়ে আবারও ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সকালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসের সূচনাতে আবারও ব্যাটিং ব্যর্থতা। ১০ রানে দুই ওপেনারের পাশাপাশি প্রথম ইনিংসে শতক হাঁকানো মুমিনুলকেও হারায় টাইগাররা।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকও। প্রথম ইনিংসে ডাবল শতক হাঁকানো মুশফিক দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন মাত্র ৭ রানে। ২৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা।

তবে অধিনায়ক রিয়াদ অভিষিক্ত মিঠুনকে সাথে নিয়ে প্রাথমিক বিপর্যয় ছাপিয়ে দলকে বড় লিডের দিকে নিয়ে যান। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে অর্ধশতকের দেখা পান মোহাম্মদ মিঠুন। পঞ্চম উইকেটে রিয়াদের সাথে গড়ে তোলেন ১১৮ রানের জুটি। দলীয় ১৪৩ রানের মাথায় বিগ শট খেলতে গিয়ে ৬৭ রানে আউট হোন মিঠুন। তবে অন্য প্রান্তে অবিচল ছিলেন রিয়াদ। ৭০ বলে তুলে নেন অর্ধশতক।

এরপর দ্রুত আরিফুল হক বিদায় নিলেও মিরাজের সাথে জুটি গড়ে তোলেন রিয়াদ। পাশাপাশি দ্রুতগতিতে রান তোলেন। সপ্তম উইকেটে এই দুই ব্যাটসম্যান ৭৩ রান যোগ করেন। এর মাঝে টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি ব্রেকের আগের শেষ বলে সেঞ্চুরি পান রিয়াদ। আর সাথে সাথে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

১২২ বলে ৪ চার আর ২ ছক্কায় ১০১ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যপ্রান্তে মিরাজ অপরাজিত ছিলেন ২৭ রানে। দ্বিতীয় ইনিংসে ৫৪ ওভার ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ২২৪ রান করে বাংলাদেশ। টাইগারদের লিড ৪৪২ রানের।

সংক্ষিপ্ত স্কোর: (চতুর্থ দিনের খেলা চলছে)

বাংলাদেশ প্রথম ইনিংস- ৫২২/৭, ডিক্লেয়ার্ড (মুশফিক ২১৯*, মুমিনুল ১৬১, মিরাজ ৬৮*; জার্ভিস ৫/৭১, চাতারা ১/৩৪)

জিম্বাবুয়ে প্রথম ইনিংস ৩০৪/১০, (টেলর ১১৩, মুর ৮৩, চারি ৫৩; তাইজুল ৫/১০৭, মিরাজ ৩/৬১)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ২২৪/৬, ডিক্লেয়ার্ড, রিয়াদ ১০১*, মিঠুন ৬৭, মিরাজ ২৭*; জার্ভিস ২৭/২, টিরিপানো ৩১/২)

জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস ৩৯/০ (১৩.৪) মাসাকাদজা ১৪*, চারি ২৬*।

টার্গেট: ৪৪৩ রান।

 

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button