রাজশাহী , শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মাসেতু নির্মাণ করতে হয়েছে শেখ হাসিনাকে ‌‌‘ইকেবানা’ উপহার পাঠালেন বাবা হারানো জাপানি কন্যা দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে : চীন কোটা আন্দোলন : বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস বর্জনসহ তিন দিনের কর্মসূচি ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন কোটা বিরোধীরা চতুর্থদিনের মতো আন্দোলনে কোটাবিরোধীরা রাবিতে কোটা সংস্কার আন্দোলনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল ৪ বিভাগে হতে পারে ভারী বৃষ্টি ‘কাফনের কাপড়’ পরে আমরণ অনশনে শিক্ষার্থীরা, দাবি মেনে নিলো রামেবি দেশের ৫ বিভাগ এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত : প্রধানমন্ত্রী বাগমারায় শ্রেণিকক্ষ থেকে অজগর সাপ উদ্ধার, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক নাটোরে জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম, আহত ৭ ঢাকার দুই সিটি নির্বাচন জানুয়ারিতে ভারতে ভোলে বাবার সৎসঙ্গ সভায় যেভাবে প্রাণ গেল শতাধিক মানুষের ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু এবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে তিনটি বোমা উদ্ধার

এক ম্যাচে ঝুলছে দুই দলের ভাগ্য

  • আপডেটের সময় : ০৬:২৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯
  • ৫৭ টাইম ভিউ
Adds Banner_2024

ক্রীড়া প্রতিবেদক: টুর্নামেন্টের শুরুটা কি দুর্দান্তই না করেছিল শক্তিশালী ঢাকা ডায়নামাইটস। ঢাকা পর্বের প্রথম চার ম্যাচে অপরাজিত থেকেই সিলেটে খেলতে গিয়েছিল তারা। সেখানে রাজশাহী কিংসের বিপক্ষে হার দিয়ে শুরু ঢাকার দুর্দশার, যা চলছে এখনো পর্যন্ত। পরের ম্যাচটি জিতলেও ঝুলে রয়েছে সাকিব আল হাসানের দলের প্লে-অফের টিকিট।

যেখানে ধারণা করা হচ্ছিলো সবার আগে প্লে-অফে পৌঁছে যাবে ঢাকা, সেখানে টুর্নামেন্টের প্রথম পর্বের একদম শেষদিকে এসেও নিশ্চিত হয়নি টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফল দলটির শেষ চারের টিকিট। রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া প্রথম পর্বের এক্কেবারে শেষ ম্যাচে গিয়েই ঠিক হবে আদৌ সুপার ফোরে যেতে পারবে কি-না ঢাকা।

Trulli

বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষেই ঠিক হয়ে গিয়েছিল সুপার ফোরের তিন দল। সমান ৭টি করে জয়ে প্লে-অফ নিশ্চিত করেছিল চিটাগং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং রংপুর রাইডার্স। একইসঙ্গে বিদায় নিশ্চিত হয়েছিল খুলনা টাইটানস এবং সিলেট সিক্সার্সের। তবে ঝুলে ছিল ঢাকা ডায়নামাইটস এবং রাজশাহী কিংসের প্লে-অফ ভাগ্য।

যা ঝুলন্ত রয়েছে এখনো। প্রথম পর্বের একদম শেষ ম্যাচে মীমাংসা হবে কুমিল্লা, চিটাগং ও রংপুরের সঙ্গী হবে কোন দল। যেখানে পয়েন্ট টেবিলের তলানীর দল খুলনা টাইটানসের বিপক্ষে লড়বে ঢাকা ডায়নামাইটস। নিজেদের প্রথম ৬ ম্যাচে ৫ জয় পাওয়ার পর শেষের পাঁচটি ম্যাচেই হেরেছে ঢাকা।

খুলনার বিপক্ষে ম্যাচটিতে তাদের করণীয় এখন শুধু একটিই। সেটি হলো যেকোনো ব্যবধানের জয়। এখনো পর্যন্ত ১১ ম্যাচ শেষে ৫ জয় পাওয়া ঢাকা নেট রানরেট রয়েছে ইতিবাচক, +০.৮৬৪। যে কারণে শেষ ম্যাচ জিতে রাজশাহীর সমান ১২ পয়েন্ট হলেও ভালো নেট রানরেটের কারণে এগিয়ে থাকবে তারাই।

নিজেদের ১২ ম্যাচের ৬টিতে জিতলেও নেট রানরেট ঠিক রাখতে পারেনি মেহেদি হাসান মিরাজের রাজশাহী। তাদের নামের পাশে রয়েছে -০.৫১৮ নেট রানরেট। তাই আজ সন্ধ্যার ম্যাচে রাজশাহী সমর্থকদের প্রার্থনায় থাকবে একটিই বিষয়- সেটি ঢাকার পরাজয়।

তবে খুলনার বিপক্ষে ঢাকার প্রথম সাক্ষাতের কথা হিসেবে করলে রাজশাহীর জন্য আশাবাদী হওয়া বেশ কঠিন। কেননা ঢাকা পর্বের সে ম্যাচে খুলনাকে স্রেফ উড়িয়ে দিয়েছিল ঢাকা। নিজেরা আগে ব্যাট করে দাঁড় করিয়েছিল ১৯২ রানের বিশাল সংগ্রহ। জবাবে খুলনাকে গুটিয়ে দিয়েছিল মাত্র ৮৭ রানে।

আজকের ম্যাচেও একই ফলের পুনরাবৃত্তি করতেই নামবে সাকিব আল হাসানের দল। তবু রাজশাহীর সামনে আশাবাদী হওয়ার পথ হলো নিজেদের শেষ ৫ ম্যাচে জেতেনি ঢাকা। সে ধারাবাহিকতা বজায় রেখে খুলনার বিপক্ষে হেরে গেলেই কপাল খুলে যাবে রাজশাহীর।

Adds Banner_2024
Adds Banner_2024

রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী

Adds Banner_2024

এক ম্যাচে ঝুলছে দুই দলের ভাগ্য

আপডেটের সময় : ০৬:২৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯

ক্রীড়া প্রতিবেদক: টুর্নামেন্টের শুরুটা কি দুর্দান্তই না করেছিল শক্তিশালী ঢাকা ডায়নামাইটস। ঢাকা পর্বের প্রথম চার ম্যাচে অপরাজিত থেকেই সিলেটে খেলতে গিয়েছিল তারা। সেখানে রাজশাহী কিংসের বিপক্ষে হার দিয়ে শুরু ঢাকার দুর্দশার, যা চলছে এখনো পর্যন্ত। পরের ম্যাচটি জিতলেও ঝুলে রয়েছে সাকিব আল হাসানের দলের প্লে-অফের টিকিট।

যেখানে ধারণা করা হচ্ছিলো সবার আগে প্লে-অফে পৌঁছে যাবে ঢাকা, সেখানে টুর্নামেন্টের প্রথম পর্বের একদম শেষদিকে এসেও নিশ্চিত হয়নি টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফল দলটির শেষ চারের টিকিট। রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া প্রথম পর্বের এক্কেবারে শেষ ম্যাচে গিয়েই ঠিক হবে আদৌ সুপার ফোরে যেতে পারবে কি-না ঢাকা।

Trulli

বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষেই ঠিক হয়ে গিয়েছিল সুপার ফোরের তিন দল। সমান ৭টি করে জয়ে প্লে-অফ নিশ্চিত করেছিল চিটাগং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং রংপুর রাইডার্স। একইসঙ্গে বিদায় নিশ্চিত হয়েছিল খুলনা টাইটানস এবং সিলেট সিক্সার্সের। তবে ঝুলে ছিল ঢাকা ডায়নামাইটস এবং রাজশাহী কিংসের প্লে-অফ ভাগ্য।

যা ঝুলন্ত রয়েছে এখনো। প্রথম পর্বের একদম শেষ ম্যাচে মীমাংসা হবে কুমিল্লা, চিটাগং ও রংপুরের সঙ্গী হবে কোন দল। যেখানে পয়েন্ট টেবিলের তলানীর দল খুলনা টাইটানসের বিপক্ষে লড়বে ঢাকা ডায়নামাইটস। নিজেদের প্রথম ৬ ম্যাচে ৫ জয় পাওয়ার পর শেষের পাঁচটি ম্যাচেই হেরেছে ঢাকা।

খুলনার বিপক্ষে ম্যাচটিতে তাদের করণীয় এখন শুধু একটিই। সেটি হলো যেকোনো ব্যবধানের জয়। এখনো পর্যন্ত ১১ ম্যাচ শেষে ৫ জয় পাওয়া ঢাকা নেট রানরেট রয়েছে ইতিবাচক, +০.৮৬৪। যে কারণে শেষ ম্যাচ জিতে রাজশাহীর সমান ১২ পয়েন্ট হলেও ভালো নেট রানরেটের কারণে এগিয়ে থাকবে তারাই।

নিজেদের ১২ ম্যাচের ৬টিতে জিতলেও নেট রানরেট ঠিক রাখতে পারেনি মেহেদি হাসান মিরাজের রাজশাহী। তাদের নামের পাশে রয়েছে -০.৫১৮ নেট রানরেট। তাই আজ সন্ধ্যার ম্যাচে রাজশাহী সমর্থকদের প্রার্থনায় থাকবে একটিই বিষয়- সেটি ঢাকার পরাজয়।

তবে খুলনার বিপক্ষে ঢাকার প্রথম সাক্ষাতের কথা হিসেবে করলে রাজশাহীর জন্য আশাবাদী হওয়া বেশ কঠিন। কেননা ঢাকা পর্বের সে ম্যাচে খুলনাকে স্রেফ উড়িয়ে দিয়েছিল ঢাকা। নিজেরা আগে ব্যাট করে দাঁড় করিয়েছিল ১৯২ রানের বিশাল সংগ্রহ। জবাবে খুলনাকে গুটিয়ে দিয়েছিল মাত্র ৮৭ রানে।

আজকের ম্যাচেও একই ফলের পুনরাবৃত্তি করতেই নামবে সাকিব আল হাসানের দল। তবু রাজশাহীর সামনে আশাবাদী হওয়ার পথ হলো নিজেদের শেষ ৫ ম্যাচে জেতেনি ঢাকা। সে ধারাবাহিকতা বজায় রেখে খুলনার বিপক্ষে হেরে গেলেই কপাল খুলে যাবে রাজশাহীর।