ঢাকাসারাবাংলা

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জনপদ ডেস্ক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় টিয়ারশেল ও লাঠিচার্জ করেছে পুলিশ। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার শুরু হলে পুলিশের গাড়িতে আগুন দেয় বিএনপির নেতাকর্মীরা। আজ বুধবার দুপুরে ওই এলাকায় এসব ঘটনা ঘটে।

জানা যায়, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকে তৃতীয় দিনের মতো মনোনয়নপত্র বিক্রি শুরু হয়।এসময় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়ে ঢোল-বাদ্য নিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

কিন্তু নির্দেশনা উপেক্ষা করে এসব কর্মকাণ্ড করায় বুধবার দুপুর ১টার দিকে সেই জমায়েতে টিয়ারশেল ও লাঠিচার্জ করে পুলিশ। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশের গাড়িতে আগুন দেয় বিএনপির নেতাকর্মীরা।

এদিকে, পুলিশের লাঠিচার্জ এরইমধ্যে ছত্রভঙ্গ হয়ে গেছে বিএনপির নেতাকর্মীরা। কার্যালয়ের ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তিনটি গেট। কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার অভিযোগও পাওয়া গেছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button