জাতীয়

কেউ যেন বঞ্চিত না হন: সিইসি

জনপদ ডেস্ক:

নির্বাচনে সব প্রার্থীকে সমান সুযোগ দিতে হবে। কেউ যেন বঞ্চিত না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের এই আহ্বান জানান তিনি।

এর আগে মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মাধ্যমে নতুন একটি ইতিহাস তৈরি হবে। কেননা এ নির্বাচন যদি সফল হয়, তা হলে এরপর থেকে হয়তো সরকার ও সংসদ থেকেই নির্বাচন পরিচালিত হবে। স্থিতিশীল অবস্থা প্রতিষ্ঠিত হবে।

 

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button