খেলাধুলা

ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে নেমে বিপাকে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক:

সিরিজের শেষ টেস্টে জিম্বাবুয়েকে ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে নেমে চটজলদি তিন উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ। চতুর্থ দিনের শুরুতে কাইল জার্ভিসের একই ওভারে বিদায় নেন লিটন দাস ও ইমরুল কায়েস। ইমরুল করেন ৩ রান এবং লিটন করেন ৬ রান। এরপর মাত্র ১ রান করেই একই পথ ধরেন মুমিনুল হক।

প্রথম ইনিংসে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি করা মুশফিকুর রহিম ও তিরিপানোর বলে ক্যাচ উঠিয়ে ফিরে যান ৭ রানে। এখন ক্রিজে আছেন মোহাম্মদ মিঠুন এবং মাহমুদুল্লাহ রিয়াদ।

যদিও তৃতীয় দিনের খেলা শেষে জিম্বাবুয়ের প্রথম ইনিংস শেষ হলে ধারণা করা হয়েছিল সফরকারীদের ফের ব্যাটিং করাবে টাইগাররা।

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি (২১৯) ও মুমিনুল হকের সেঞ্চুরিতে (১৬১) ৭ উইকেট হারানোর পর ৫২২ রানের বড় সংগ্রহের পর ইনিংস ঘোষণা করে।

জবাবে ব্র্যান্ডন টেইলরের সেঞ্চুরি (১১০) স্বত্ত্বেও ৩০৪ রানে থামে জিম্বাবুয়ে। ফলে ২১৮ রানে প্রথম ইনিংসে পিছিয়ে থাকে হ্যামিল্টন মাসাকাদজা ও তার দল। কিন্তু বড় লক্ষ্য দেওয়ার আশায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে মাহমুদউল্লাহর দল।

 

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button