রাজশাহী , শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বঙ্গবন্ধুর বাল্যকালের স্কুলে প্রধানমন্ত্রী আ.লীগ নেতা বাবুল হত্যা : অভিযুক্ত পৌর মেয়র আক্কাছ গ্রেপ্তার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মাসেতু নির্মাণ করতে হয়েছে শেখ হাসিনাকে ‌‌‘ইকেবানা’ উপহার পাঠালেন বাবা হারানো জাপানি কন্যা দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে : চীন কোটা আন্দোলন : বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস বর্জনসহ তিন দিনের কর্মসূচি ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন কোটা বিরোধীরা চতুর্থদিনের মতো আন্দোলনে কোটাবিরোধীরা রাবিতে কোটা সংস্কার আন্দোলনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল ৪ বিভাগে হতে পারে ভারী বৃষ্টি ‘কাফনের কাপড়’ পরে আমরণ অনশনে শিক্ষার্থীরা, দাবি মেনে নিলো রামেবি দেশের ৫ বিভাগ এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত : প্রধানমন্ত্রী বাগমারায় শ্রেণিকক্ষ থেকে অজগর সাপ উদ্ধার, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক নাটোরে জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম, আহত ৭ ঢাকার দুই সিটি নির্বাচন জানুয়ারিতে ভারতে ভোলে বাবার সৎসঙ্গ সভায় যেভাবে প্রাণ গেল শতাধিক মানুষের

ইংল্যান্ড-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট আজ: আত্ববিশ্বাসী ইংল্যান্ড-সিরিজ রক্ষায় শ্রীলঙ্কার জয় চায়

  • আপডেটের সময় : ১২:৩১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮
  • ২৫২ টাইম ভিউ
Adds Banner_2024

ক্রিড়া প্রতিবেদকঃ তিন ম্যাচ সিরিজের ২য় টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। ক্যান্ডিতে দু’দলের এই টেস্ট শুরু হবে আজ বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। সিরিজে ১-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড।

আগের টেস্টে ইংল্যান্ড ২১১ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। তাই এ টেস্টে আত্মবিশ্বাসে এগিয়ে থাকবে থ্রি লায়নরা। তাই তারা চেষ্টা করবে এই টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করতে। সেইজন্যেই জ্বলে উঠতে হবে আগের টেস্টের সেঞ্চুরিয়ান ফোকস, জেনিংসদের। এছাড়া তাদের পাশাপাশি কুরান, স্টোকসরাও অপেক্ষায় থাকবেন ব্যাট হাতে ইংলিশদের হয়ে দাপট দেখাতে হবে। আর বোলিং-এ আগের টেস্টের ৮ উইকেট শিকারি মইন আলি ও আদিল রশিদরা প্রতিরোধ গড়তে পারলে এই টেস্ট কথা বলবে ইংল্যান্ডের পক্ষেই।

Trulli

 

প্রথম টেস্টে জয় উল্লাসিত ইংল্যান্ড। ছবিঃ এএফপি

অধিনায়ক রুট বলেন, নিজস্ব ভেন্যু ছাড়া বাইরে টেস্ট জয় করা সত্যিই কঠিন।  তবে আমি মনে করি গলের মত বাইরের কঠিন ভেন্যুতে টেস্ট জয় করাটা অনেক বেশী আনন্দদায়ক যেখানে কৌশলে জয় নিয়ে আসতে হয়। আশারাখি আমরা এটার উপর ভর করে এগোতে পারব এটা শুধুই আমাদের জন্য একটাই নয়।’

তিনি আরোও বলেন , আমরা অনেক আত্ববিশ্বাসী।  আমরা অনেক ভাল খেলেছি৷ বিশ্বাস করি দ্বিতীয় টেস্টটি আমদের হবে।

অন্যদিকে সিরিজ বাঁচাতে হলে লঙ্কানদের এ টেস্টে জয় ছাড়া কোন পথ খোলা নেয় । এজন্য ব্যাটিং-এ যেমন চান্ডিমাল, ম্যাথিউসদের ধারাবাহিক রানের চাকা সচল রাখতে হবে। তেমনি বোলিং ও ফিল্ডিং-এও মনোযোগ দিতে হবে সমানভাবে।

উল্লেখ্য দু’দলের শেষ ৫ দেখায় ইংল্যান্ড যেখানে ৩বার জিতেছে, সেখানে শ্রীলঙ্কা জিতেছে ১টিতে। বাকি একটি হয়েছে ড্র।

ইংলিশ শিবিরে জনি ব্যারিস্টো ম্যাচের জন্য পুরোপুরি ফিট থাকলেও আগের ম্যাচে জয়ে আত্ববিশ্বাসী ইংল্যান্ড দলে পরিবর্তন আনতে চায় না।

ইংল্যান্ড ( সম্ভব্য) দলঃ  ১.রোরি বার্ন্স, ২. কিয়াটন জেনিংস ৩. জস বাটলার ৪. জোয়ে রুট (অধিনায়ক) ৫. বেন স্টোকস ৬. মঈন আলী ৭.বেন ফোকস (উইকেটরক্ষ)  ৮. স্যাম কারান  ৯. আদিল রশীদ ১০. জ্যাক লিচ ১১. জেমস এন্ডারসন।

ইংলিশ দলে পরিবর্তন না আসলেও শ্রীলঙ্কাদলে আসতে পারে পরিবর্তন।দ্বিতীয় টেস্টে  তিন স্পিনার, একজন সিমার এবং আবারও ৭ জন ব্যাটসমান নিয়ে সাজাতে চায় শ্রীলংকা দল। তবে রশন সিলভা আসতে পারে দিনেশ চান্দিমালের জায়গায় ও মিলিন্দা পুষ্পকুমারা হেরাথের জায়গায় যে আসবেন তা অনেকটাই নিশ্চিত যার দ্বারা লাকসান সানদাকান যে বেঞ্চে থাকছেন তা বোঝা যাচ্ছে।

শ্রীলঙ্কা (সম্ভব্য) দলঃ ১.  কুশাল সিলভা ২.ডিমুট করুনারাতনে ৩. রশন সিলভা ৪.কুশাল মেন্ডিস ৫. এঞ্জেলিও ম্যাথিউস ৬. নিরশন ডিকোয়ালা (উইকেটরক্ষক) ৭. ধনঞ্জয় দে সিলভা ৮. দিলরুয়ান পেরেরা ৯. সুরাংগা লাকমাল (অধিনায়ক) ১০. আকিলা ধনঞ্জয়া ১১. মিলিন্দা পুষ্পকুমারা।

Adds Banner_2024

ইংল্যান্ড-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট আজ: আত্ববিশ্বাসী ইংল্যান্ড-সিরিজ রক্ষায় শ্রীলঙ্কার জয় চায়

আপডেটের সময় : ১২:৩১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮

ক্রিড়া প্রতিবেদকঃ তিন ম্যাচ সিরিজের ২য় টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। ক্যান্ডিতে দু’দলের এই টেস্ট শুরু হবে আজ বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। সিরিজে ১-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড।

আগের টেস্টে ইংল্যান্ড ২১১ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। তাই এ টেস্টে আত্মবিশ্বাসে এগিয়ে থাকবে থ্রি লায়নরা। তাই তারা চেষ্টা করবে এই টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করতে। সেইজন্যেই জ্বলে উঠতে হবে আগের টেস্টের সেঞ্চুরিয়ান ফোকস, জেনিংসদের। এছাড়া তাদের পাশাপাশি কুরান, স্টোকসরাও অপেক্ষায় থাকবেন ব্যাট হাতে ইংলিশদের হয়ে দাপট দেখাতে হবে। আর বোলিং-এ আগের টেস্টের ৮ উইকেট শিকারি মইন আলি ও আদিল রশিদরা প্রতিরোধ গড়তে পারলে এই টেস্ট কথা বলবে ইংল্যান্ডের পক্ষেই।

Trulli

 

প্রথম টেস্টে জয় উল্লাসিত ইংল্যান্ড। ছবিঃ এএফপি

অধিনায়ক রুট বলেন, নিজস্ব ভেন্যু ছাড়া বাইরে টেস্ট জয় করা সত্যিই কঠিন।  তবে আমি মনে করি গলের মত বাইরের কঠিন ভেন্যুতে টেস্ট জয় করাটা অনেক বেশী আনন্দদায়ক যেখানে কৌশলে জয় নিয়ে আসতে হয়। আশারাখি আমরা এটার উপর ভর করে এগোতে পারব এটা শুধুই আমাদের জন্য একটাই নয়।’

তিনি আরোও বলেন , আমরা অনেক আত্ববিশ্বাসী।  আমরা অনেক ভাল খেলেছি৷ বিশ্বাস করি দ্বিতীয় টেস্টটি আমদের হবে।

অন্যদিকে সিরিজ বাঁচাতে হলে লঙ্কানদের এ টেস্টে জয় ছাড়া কোন পথ খোলা নেয় । এজন্য ব্যাটিং-এ যেমন চান্ডিমাল, ম্যাথিউসদের ধারাবাহিক রানের চাকা সচল রাখতে হবে। তেমনি বোলিং ও ফিল্ডিং-এও মনোযোগ দিতে হবে সমানভাবে।

উল্লেখ্য দু’দলের শেষ ৫ দেখায় ইংল্যান্ড যেখানে ৩বার জিতেছে, সেখানে শ্রীলঙ্কা জিতেছে ১টিতে। বাকি একটি হয়েছে ড্র।

ইংলিশ শিবিরে জনি ব্যারিস্টো ম্যাচের জন্য পুরোপুরি ফিট থাকলেও আগের ম্যাচে জয়ে আত্ববিশ্বাসী ইংল্যান্ড দলে পরিবর্তন আনতে চায় না।

ইংল্যান্ড ( সম্ভব্য) দলঃ  ১.রোরি বার্ন্স, ২. কিয়াটন জেনিংস ৩. জস বাটলার ৪. জোয়ে রুট (অধিনায়ক) ৫. বেন স্টোকস ৬. মঈন আলী ৭.বেন ফোকস (উইকেটরক্ষ)  ৮. স্যাম কারান  ৯. আদিল রশীদ ১০. জ্যাক লিচ ১১. জেমস এন্ডারসন।

ইংলিশ দলে পরিবর্তন না আসলেও শ্রীলঙ্কাদলে আসতে পারে পরিবর্তন।দ্বিতীয় টেস্টে  তিন স্পিনার, একজন সিমার এবং আবারও ৭ জন ব্যাটসমান নিয়ে সাজাতে চায় শ্রীলংকা দল। তবে রশন সিলভা আসতে পারে দিনেশ চান্দিমালের জায়গায় ও মিলিন্দা পুষ্পকুমারা হেরাথের জায়গায় যে আসবেন তা অনেকটাই নিশ্চিত যার দ্বারা লাকসান সানদাকান যে বেঞ্চে থাকছেন তা বোঝা যাচ্ছে।

শ্রীলঙ্কা (সম্ভব্য) দলঃ ১.  কুশাল সিলভা ২.ডিমুট করুনারাতনে ৩. রশন সিলভা ৪.কুশাল মেন্ডিস ৫. এঞ্জেলিও ম্যাথিউস ৬. নিরশন ডিকোয়ালা (উইকেটরক্ষক) ৭. ধনঞ্জয় দে সিলভা ৮. দিলরুয়ান পেরেরা ৯. সুরাংগা লাকমাল (অধিনায়ক) ১০. আকিলা ধনঞ্জয়া ১১. মিলিন্দা পুষ্পকুমারা।