সম্পাদকীয়

দেশের আভ্যন্তরীন বিষয়ে বিদেশীদের হস্তক্ষেপ কাম্য নয়

সম্পাদকীয়

অতি সম্প্রতি বাংলাদেশের জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক না পাঠানোর একটি বার্তা দিয়েছেন ইউরোপিয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক দপ্তর। বাংলাদেশের মানুষের এতে বিস্মত হয়েছে বলে আমাদের ধারণা। কেননা ইতোমধ্যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক ধরণের ইতিবাচক পরিবেশ দেখা যাচ্ছে । রাজনৈতিক দল সমূহের সাথে সরকারের সংলাপ চলছে।

এবং সেই সাথে নির্বাচন কমিশনের সাথেও রাজনৈতিক দল সমূহের অলোচনা অব্যহত আছে। বলতে গেলে সমস্ত রাজনৈতিক দল সমূহ জাতীয় নির্বাচনের লক্ষ্যে নিজেদের মধ্যে প্রস্তুতি এবং সেই সাথে আন্ত: রাজনৈতিক কৌশল নিয়ে তৎপরতা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ ইতোমধ্যে নির্বাচন কমিশনের নির্বাচনী তফসিল ঘোষণা এবং ভোটের দিন ২৩ ডিস্মেবর থেকে ৩০ ডিস্মেবর করার সিদ্ধান্ত কে সাধুবাদ জানাচ্ছেন।

বস্তুত বাংলাদেশের মানুষ ইউরোপীয় ইউনিয়নের এমন বার্তকে নেতিবাচক দৃষ্টিভাবে দেখতে শুরু করেছে। কেননা আমাদের ধারণা ইউরোপীয় ইউনিয়নের এমন বার্তা বাংলাদেশের উদারনৈতিক গণতান্ত্রিক বিকাশের সাথে এক ধরণের হস্তক্ষেপ।

এ দেশের রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও নাগরিকগণের যৌথ প্রয়াস প্রযত্নে বাংলাদেশ তাঁর স্বাধীন বিকাশে এগিয়ে যাবে। এটাই এ দেশের মুক্তিসংগ্রামের মুলমন্ত্র তাই মনে হয় ইউরোসেন্ট্রিজম তাদের কলোনিয়াল ম্যানটালিস্ট থেকে এখন ও বের হয়ে আসতে পারচ্ছেন না। তারা ভুলে যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ তাদের প্রাণ ও সম্ভ্রম দিয়ে এ দেশকে মুক্ত করেছেন।

গড়ে তুলেছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তাই তাদের উত্তরাধিকার হিসেবে অপনারও চাই কোন দেশ আমাদেরকে রাষ্ট্র পরিচালনার কোন বিষয়ে অহেতুক হস্তক্ষেপ করুক। আমাদের শিক্ষা এ দেশের রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচন কমিশনসহ এ দেশের সাধারণ মানুষ রাষ্ট্র ও সরকারে প্রগতিশীল অগ্রযাত্রা অব্যহত রাখতে যতেষ্ট।

কোন বিদেশে সংস্থা বা দেশ আমাদের আভ্যন্তরীন ক্ষেত্রে হস্তক্ষেপ না করায় ভাল। কারণ এদেশে ইউরোপিয়ানিজম অথবা আমেরিকানিজম কিংবা ওয়েস্টনিজাম এর তাত্বিক বা ব্যবহারিক ব্যবস্থার চেয়ে নিজেদের ভাল করে ব্যবস্থার উন্নয়ন সাধন জরুরী ভুলে গেলে চলবে না। এই জনপদের সমাজ সংস্কৃতি ও সভ্যতার ইতিহাস ঐতিহ্য হাজার বছর পুরনো । তাই আমাদের কে আমাদের মত করে বলতে দিন। অহেতুক বৈদেশিক হস্তক্ষেপ বাংলার মানুষ পচ্ছন্দ করে না ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button