রাজশাহী , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী জনগণের জানমাল রক্ষার্থে ও যেকোন অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি: মেয়র লিটন ঢাকায় সহিংসতায় অংশ নেয় রাজশাহীর জেএমবি সদস্যরা! ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করলেন শেখ হাসিনা এইচএসসি ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে যে নির্দেশনা দিল বিটিআরসি এইচএসসির আরো চারটি পরীক্ষা স্থগিত নরসিংদী কারাগার থেকে পলাতক ৩৩১ কয়েদির আত্মসমর্পণ স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর কোটা নিয়ে আপিল শুনানি রোববার এবার বিটিভির মূল ভবনে আগুন ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত অবশেষে আটকে পড়া ৬০ পুলিশকে উদ্ধার করল র‍্যাবের হেলিকপ্টার উত্তরা-আজমপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৪ রামপুরা-বাড্ডায় ব্যাপক সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত দুই শতাধিক আওয়ামী লীগের শক্ত অবস্থানে রাজশাহীতে দাঁড়াতেই পারেনি কোটা আন্দোলনকারীরা সরকার কোটা সংস্কারের পক্ষে, চাইলে আজই আলোচনা তারা যখনই বসবে আমরা রাজি আছি : আইনমন্ত্রী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কথা বলবেন আইনমন্ত্রী রাজশাহীতে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাংচুর, আহত ২০

ভারতে শেখ হাসিনার নতুন সরকারের নীতি নির্ধারকদের সিরিজ সফর

  • আপডেটের সময় : ০৪:৪৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯
  • ১৬৩ টাইম ভিউ
Adds Banner_2024

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার শপথ নেওয়ার কিছুদিনের মধ্যেই দেশটির গুরুত্বপূর্ণ মন্ত্রী বা নীতিনির্ধারকরা একে একে ভারত সফরে আসতে শুরু করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে যারা ভারতে আসছেন, তাদের মধ্যে রয়েছেন— পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী দীপু মনি ও প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক বিশেষ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

Banglar Janapad Ads

ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বর্তমান বিজেপি সরকারের মেয়াদ শেষ হতে আর চার মাসও বাকি নেই। দেশে (ভারত) সাধারণ নির্বাচনও হচ্ছে আগামী একশো দিনের মধ্যেই। এই ধরনের পরিস্থিতিতে সচরাচর একটা দেশের কূটনৈতিক কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা দেখা যায়, বিদেশি রাষ্ট্রগুলোও এটা দেখার জন্য অপেক্ষা করে যে, সেখানে কোনও ক্ষমতার পালাবদল হয় কিনা।

‘তবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন এমনই পর্যায়ে যে, দু-তিনটে মাস বসে থাকার কোনও অবকাশ নেই। আর সে কারণেই দিল্লি ও ঢাকার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নানা সফর ও বিনিময় (এক্সচেঞ্জেস) চলছেই’, বলছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা।

সাম্প্রতিক নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপুল জয়ের পর যে বিদেশি রাষ্ট্রপ্রধান তাকে প্রথম অভিনন্দন জানান, তিনি ছিলেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর টেলিফোন বার্তা নিঃসন্দেহে বাংলাদেশের নির্বাচনকে আন্তর্জাতিক বৈধতা পেতে সাহায্য করেছে, আর এখন হাসিনা সরকারের প্রতিনিধিরাও দিল্লিতে এসে পাল্টা ধন্যবাদ জানানোর প্রস্তুতি নিচ্ছেন।

বস্তুত, এ মাসের (জানুয়ারি) শেষের দিকেই ভারতে আসার কথা ছিল প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর। তবে শেষ মুহূর্তে নানা কারণে সেই সফর দিনকয়েক পিছিয়ে গেছে, তিনি এখন ফেব্রুয়ারিতে দিল্লিতে আসবেন বলে স্থির হয়েছে।

যেসব খাতে ভারতের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা এখন তুঙ্গে, তার অন্যতম প্রধান হলো এনার্জি সেক্টর। বিদ্যুৎ থেকে পেট্রোপণ্য সরবরাহ নানা দিকেই সেই সহযোগিতা প্রসারিত হচ্ছে, বিভিন্ন প্রকল্পে লগ্নি করা হচ্ছে কোটি কোটি টাকা।

সেই দিক থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরীর প্রস্তাবিত দিল্লি সফর খুবই তাৎপর্যপূর্ণ। দিল্লিতে এলে তিনি ভারতের একটি নামী স্ট্র্যাটেজিক থিংকট্যাংকের মতবিনিময় সভায় যোগ দেবেন বলেও কথা রয়েছে।

এছাড়া, ফেব্রুয়ারির ৭-৮ তারিখ নাগাদ দিল্লি সফরে আসছেন বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, এটাও এখন মোটামুটি চূড়ান্ত।

তাকে এই সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতে তার কাউন্টারপার্ট, সুষমা স্বরাজ।

দুই দেশের দুই পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে দিল্লিতে জয়েন্ট কনসালটেটিভ কমিটির (জেসিসি) বৈঠকও অনুষ্ঠিত হবে বলে কথা রয়েছে। জেসিসি-র বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট প্রায় সব বিষয়েই আলোচনা হয়ে থাকে, এবারেও তার ব্যতিক্রম হবে না।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও এ কে আব্দুল মোমেন ছাড়াও ঢাকার নতুন সরকারের প্রতিনিধি হিসেবে যিনি শিগগিরই ভারত সফরে আসছেন, তিনি হলেন শিক্ষামন্ত্রী দীপু মণি।

তবে দীপু মণি অবশ্য দিল্লিতে আসছেন না– তিনি সীমান্ত পেরিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ আসবেন ভারতের ত্রিপুরায়। ওই রাজ্যের রাজধানী আগরতলায় তিনি একটি বইমেলার উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।

তাকে ত্রিপুরা সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বাধীন বিজেপি সরকার।

এদিকে, এই সব সফরের আগেই সদ্য দিল্লি ঘুরে গেলেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

ভারতের জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে এ সপ্তাহে দুদিনের একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতেই বাংলাদেশের সিইসি ভারত সফরে এসেছিলেন।

দিল্লিতে এসে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে তিনি কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথাও জানিয়েছেন। এমনকী কথা বলেছেন ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়েও।

ফলে শেখ হাসিনার নতুন সরকার দায়িত্ব নিতে না-নিতেই দুই দেশের মধ্যে নানা স্তরে আদান-প্রদান আবারও পুরোদস্তুর শুরু হয়ে গেছে জোর কদমেই।

Adds Banner_2024

ভারতে শেখ হাসিনার নতুন সরকারের নীতি নির্ধারকদের সিরিজ সফর

আপডেটের সময় : ০৪:৪৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার শপথ নেওয়ার কিছুদিনের মধ্যেই দেশটির গুরুত্বপূর্ণ মন্ত্রী বা নীতিনির্ধারকরা একে একে ভারত সফরে আসতে শুরু করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে যারা ভারতে আসছেন, তাদের মধ্যে রয়েছেন— পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী দীপু মনি ও প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক বিশেষ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

Banglar Janapad Ads

ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বর্তমান বিজেপি সরকারের মেয়াদ শেষ হতে আর চার মাসও বাকি নেই। দেশে (ভারত) সাধারণ নির্বাচনও হচ্ছে আগামী একশো দিনের মধ্যেই। এই ধরনের পরিস্থিতিতে সচরাচর একটা দেশের কূটনৈতিক কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা দেখা যায়, বিদেশি রাষ্ট্রগুলোও এটা দেখার জন্য অপেক্ষা করে যে, সেখানে কোনও ক্ষমতার পালাবদল হয় কিনা।

‘তবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন এমনই পর্যায়ে যে, দু-তিনটে মাস বসে থাকার কোনও অবকাশ নেই। আর সে কারণেই দিল্লি ও ঢাকার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নানা সফর ও বিনিময় (এক্সচেঞ্জেস) চলছেই’, বলছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা।

সাম্প্রতিক নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপুল জয়ের পর যে বিদেশি রাষ্ট্রপ্রধান তাকে প্রথম অভিনন্দন জানান, তিনি ছিলেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর টেলিফোন বার্তা নিঃসন্দেহে বাংলাদেশের নির্বাচনকে আন্তর্জাতিক বৈধতা পেতে সাহায্য করেছে, আর এখন হাসিনা সরকারের প্রতিনিধিরাও দিল্লিতে এসে পাল্টা ধন্যবাদ জানানোর প্রস্তুতি নিচ্ছেন।

বস্তুত, এ মাসের (জানুয়ারি) শেষের দিকেই ভারতে আসার কথা ছিল প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর। তবে শেষ মুহূর্তে নানা কারণে সেই সফর দিনকয়েক পিছিয়ে গেছে, তিনি এখন ফেব্রুয়ারিতে দিল্লিতে আসবেন বলে স্থির হয়েছে।

যেসব খাতে ভারতের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা এখন তুঙ্গে, তার অন্যতম প্রধান হলো এনার্জি সেক্টর। বিদ্যুৎ থেকে পেট্রোপণ্য সরবরাহ নানা দিকেই সেই সহযোগিতা প্রসারিত হচ্ছে, বিভিন্ন প্রকল্পে লগ্নি করা হচ্ছে কোটি কোটি টাকা।

সেই দিক থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরীর প্রস্তাবিত দিল্লি সফর খুবই তাৎপর্যপূর্ণ। দিল্লিতে এলে তিনি ভারতের একটি নামী স্ট্র্যাটেজিক থিংকট্যাংকের মতবিনিময় সভায় যোগ দেবেন বলেও কথা রয়েছে।

এছাড়া, ফেব্রুয়ারির ৭-৮ তারিখ নাগাদ দিল্লি সফরে আসছেন বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, এটাও এখন মোটামুটি চূড়ান্ত।

তাকে এই সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতে তার কাউন্টারপার্ট, সুষমা স্বরাজ।

দুই দেশের দুই পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে দিল্লিতে জয়েন্ট কনসালটেটিভ কমিটির (জেসিসি) বৈঠকও অনুষ্ঠিত হবে বলে কথা রয়েছে। জেসিসি-র বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট প্রায় সব বিষয়েই আলোচনা হয়ে থাকে, এবারেও তার ব্যতিক্রম হবে না।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও এ কে আব্দুল মোমেন ছাড়াও ঢাকার নতুন সরকারের প্রতিনিধি হিসেবে যিনি শিগগিরই ভারত সফরে আসছেন, তিনি হলেন শিক্ষামন্ত্রী দীপু মণি।

তবে দীপু মণি অবশ্য দিল্লিতে আসছেন না– তিনি সীমান্ত পেরিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ আসবেন ভারতের ত্রিপুরায়। ওই রাজ্যের রাজধানী আগরতলায় তিনি একটি বইমেলার উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।

তাকে ত্রিপুরা সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বাধীন বিজেপি সরকার।

এদিকে, এই সব সফরের আগেই সদ্য দিল্লি ঘুরে গেলেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

ভারতের জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে এ সপ্তাহে দুদিনের একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতেই বাংলাদেশের সিইসি ভারত সফরে এসেছিলেন।

দিল্লিতে এসে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে তিনি কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথাও জানিয়েছেন। এমনকী কথা বলেছেন ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়েও।

ফলে শেখ হাসিনার নতুন সরকার দায়িত্ব নিতে না-নিতেই দুই দেশের মধ্যে নানা স্তরে আদান-প্রদান আবারও পুরোদস্তুর শুরু হয়ে গেছে জোর কদমেই।