আইন ও আদালতটপ স্টোরিজ

করোনা টেস্টের রিপোর্ট দ্রুত দিতে হাইকোর্টে রিট

জনপদ ডেস্ক: করোনা টেস্টের রিপোর্ট দ্রুত দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আজ রবিবার একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন।

রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) রেসপনডেন্ট করা হয়েছে।

আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন বাসস’কে এ কথা জানান। তিনি বলেন, করোনা টেস্টের রেজাল্ট আসতে দেরি হওয়ায় উপসর্গবাহী ব্যক্তি শনাক্ত হওয়ার আগে তিনি নিজেই জানেন না, আক্রান্ত কি-না। তাই তাৎক্ষণিক নমুনা সংগ্রহ করে দ্রুত টেস্টিং কার্যক্রম শেষে রিপোর্ট দিলে আক্রান্ত ব্যক্তি আরও অনেক লোককে ঝুঁকির মধ্যে ফেলবেন না।

তিনি বলেন, দ্রুত রিপোর্ট পেলে এবং পজিটিভ হলে আক্রান্ত ব্যক্তি নিজেই সাবধানে থাকবেন। ফলে তার কাছাকাছি অন্যদের সংক্রমিত হওয়ার ঝুঁকি কমে আসবে। তাই টেস্ট করার পর দ্রুত রিপোর্ট দেয়ার নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করেছেন বলে আইনজীবী লিংকন জানান। বাসস

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button