রাজশাহী , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী জনগণের জানমাল রক্ষার্থে ও যেকোন অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি: মেয়র লিটন ঢাকায় সহিংসতায় অংশ নেয় রাজশাহীর জেএমবি সদস্যরা! ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করলেন শেখ হাসিনা এইচএসসি ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে যে নির্দেশনা দিল বিটিআরসি এইচএসসির আরো চারটি পরীক্ষা স্থগিত নরসিংদী কারাগার থেকে পলাতক ৩৩১ কয়েদির আত্মসমর্পণ স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর কোটা নিয়ে আপিল শুনানি রোববার এবার বিটিভির মূল ভবনে আগুন ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত অবশেষে আটকে পড়া ৬০ পুলিশকে উদ্ধার করল র‍্যাবের হেলিকপ্টার উত্তরা-আজমপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৪ রামপুরা-বাড্ডায় ব্যাপক সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত দুই শতাধিক আওয়ামী লীগের শক্ত অবস্থানে রাজশাহীতে দাঁড়াতেই পারেনি কোটা আন্দোলনকারীরা সরকার কোটা সংস্কারের পক্ষে, চাইলে আজই আলোচনা তারা যখনই বসবে আমরা রাজি আছি : আইনমন্ত্রী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কথা বলবেন আইনমন্ত্রী রাজশাহীতে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাংচুর, আহত ২০

নতুন আলোতে সাজতে শুরু করেছে অমর একুশে গ্রন্থমেলা

  • আপডেটের সময় : ০৬:০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯
  • ৬৮ টাইম ভিউ
Adds Banner_2024

ঢাকা প্রতিনিধি : মাত্র পাঁচদিন পরই বাংলা একাডেমি প্রাঙ্গণে বসছে অমর একুশে গ্রন্থমেলা। পুরোদমে চলছে স্টলসহ মেলা প্রাঙ্গণ সাজানোর শেষ মুহূর্তের কাজ। ‘বিজয় বায়ান্ন থেকে একাত্তর: নবপর্যায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধকে উপজীব্য করে এবারের বইমেলাকে সাজানো হচ্ছে।

শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একডেমি প্রাঙ্গণ ঘুরে দেখা যায় মেলা আয়োজনের প্রস্তুতির চিরচেনা দৃশ্য। কোনও স্টলে পেরেক ঠোকার শব্দ, কোনও স্টলে করাত দিয়ে কাঠ কাটছেন মিস্ত্রিরা, আবার কোনও কোনও স্টলে চলছে রঙ করার কাজ। পুরো কর্মযজ্ঞ বই উৎসব শুরুর আগেই ছড়িয়ে দিয়েছে উৎসবের আনন্দ বার্তা।

Banglar Janapad Ads

প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের সুযোগ রেখে এবার প্রথমবারের মতো মেলাকে ভাগ করা হয়েছে পাঁচজন ভাষা শহীদের নামে। সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরের নামে থাকছে আলাদা পাঁচ চত্বর। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণের নাম রাখা হয়েছে শহীদ বরকতের নামে। প্রত্যেক ভাষা শহীদের নামাঙ্কিত চত্বরের সামনে শোভা পাবে তাদের প্রতিকৃতি।

এবারের গ্রন্থমেলার নকশা করেছেন খ্যাতিমান স্থপতি এনামুল করিম নির্ঝর। মেলার বিশেষ আকর্ষণ সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় স্তম্ভ, গ্লাস টাওয়ারসহ বিজয়ের পুরো আঙিনা মেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। এর ফলে দর্শনার্থীরা মেলা উপভোগের পাশাপাশি বিজয় স্তম্ভও প্রত্যক্ষ করতে পারবেন।

কারিগরদের ব্যস্ততায় উৎসবের বার্তা
মেলার প্রতিপাদ্য বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সামনে সোনার বাংলার পঞ্চাশ বছরপূর্তি হচ্ছে। সেইসঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উদযাপন করবে জাতি। মেলার এ বছরটিকে আমরা উদযাপনের প্রস্তুতি বর্ষ হিসেবে গ্রহণ করেছি। তাই ৫২-এর ভাষা আন্দোলন ও ৭১-এর মুক্তিযুদ্ধকে তুলে ধরা হয়েছে। মেলা আয়োজনের বিভিন্ন পর্যায়ে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধকে প্রকাশ করা হবে।’ বড় দুটি উপলক্ষ মনে করিয়ে দেওয়ার চেষ্টা থেকে এমন প্রতিপাদ্য রাখা হয়েছে বলে জানান তিনি।

মেলার প্রস্তুতির বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, ‘বই মেলার মূল ভেন্যু সবদিক চিন্তা করে সুবিন্যস্ত করা হচ্ছে। ৩১ জানুয়ারির মধ্যে সব স্টল তৈরি করা হবে। কোনও অসমাপ্ত স্টল থাকবে না।’

তিনি বলেন, ‘মেলায় আসার পথে আগে যত দুর্ভোগ পোহাতে হতো, এবার তা পোহাতে হবে না। এজন্য উদ্বোধনের আগেই শাহবাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত পায়ে হেঁটে দেখা হবে। একজন সাধারণ পাঠক যেভাবে শাহবাগ বা দোয়েল চত্বর দিয়ে পায়ে হেঁটে মেলায় প্রবেশ করেন, আমরাও তাদের মতো প্রবেশ করবো। পুরো এলাকা ঘুরবো। ফুটপাত ও এর আশপাশের পরিবেশ কেমন তা দেখবো।

খোঁজ নিয়ে জানা যায়, পাঠকদের সুবিধার জন্য এবার মেলার প্রবেশ পথে বসানো হচ্ছে ডিজিটাল মনিটর। এই মনিটরের মাধ্যমে পাঠক জানতে পারবেন তিনি মেলার কোন অংশে অবস্থান করছেন এবং মেলার কোথায় কোন কোন প্রকাশনীর স্টল আছে। প্রবেশ পথগুলোও দেখা যাবে এই মনিটরের মাধ্যমে। ডিজিটাল মনিটরে প্রদর্শিত হবে নানা তথ্য ও মেলাসংক্রান্ত নির্দেশনা।

এবারের মেলায় দেশের আর্থিক লেনদেনবিষয়ক চলমান সব প্রযুক্তি ব্যবহার করে ক্রেতারা বই কেনার সুযোগ পাবেন। বিশেষ করে বিকাশ, আইপিএ, ইউপিএ-এর মতো অর্থ লেনদেনের মাধ্যমে পাঠকরা বই কিনতে পারবেন। এবারের মেলার কার্যক্রমও ডিজিটাল পদ্ধতিতে করা হচ্ছে। স্টলের আবেদনপত্র এবং তার পরিপ্রেক্ষিতে ফল, লটারি, স্টল ভাড়া সবই করা হয়েছে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে।

গ্রন্থমেলার স্টলগুলো সাজাতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা
মেলার শেষ সময়ের প্রস্তুতি বিষয়ে গ্রন্থমেলার প্রস্ততি কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, ‘এবারের মেলার নকশাসহ অনেক কিছুতেই থাকবে পরিবর্তন। আমরা তথ্যপ্রযুক্তির দিক থেকে মেলাকে একটি সমৃদ্ধ জায়গায় নিয়ে যেতে চাই। সেই লক্ষ্যে মেলার নকশা, সাজসজ্জা, বই কেনাকাটা, মেলার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি প্রথমবার উন্মোচিত হবে মেলার লোগো। পাঠকের সুবিধার্থে মেলার দুই প্রবেশপথ টিএসসি ও দোয়েল চত্বরে থাকবে দুটি বিশাল মনিটর। মনিটরের মাধ্যমে দর্শনার্থীরা খুঁজে পাবেন স্টল ও বইসহ মেলাবিষয়ক নানা নির্দেশনা।’

তিনি আরও জানান, প্রথমবারের মতো মেলাকে কেন্দ্র করে খোলা হয়েছে একাডেমির নিজস্ব ওয়েবসাইট। www.ba21bookfair.com নামের ওয়েবসাইটের মাধ্যমে পাঠকরা প্রকাশনীর নাম এবং পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে জানতে পারবেন প্রকাশনীটির স্টল কোথায়। কী কী বই পাওয়া যাবে সেসব স্টলে।

লেখকের সঙ্গে পাঠকের সৌহার্দ্য বাড়াতে প্রথমবারের মতো মেলায় ব্যবস্থা করা হয়েছে ‘লেখক বলছি’ নামের মঞ্চ। প্রতিদিন পাঁচজন করে লেখক তাদের নতুন বই নিয়ে এই মঞ্চে আলোচনা করবেন। এছাড়া প্রতিবছরের মতো মেলার মূল মঞ্চে ধারাবাহিক সেমিনারও হবে।

বইমেলায় শিশুদের জন্য প্রতিবারের মতো এবারও থাকবে নানা আয়োজন। শুক্র ও শনিবার মেলা শুরু হবে বেলা ১১টায়। এই দু’দিন শিশুদের জন্য যথারীতি থাকবে ‘শিশু প্রহর’। তবে প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার হওয়ায় এদিন শিশু প্রহর থাকছে না।

গ্রন্থমেলা আয়োজনের কর্মব্যস্ততা
আগামী ১ ফেব্রুয়ারি বিকালে গ্রন্থমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের গ্রন্থমেলার আরেক আকর্ষণ ওপার বাংলার কালজয়ী কবি শঙ্খ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে এই কবির।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মিসরের লেখক ও সাংবাদিক মোহসেন আল-আরিশি। তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে যে গ্রন্থ লিখেছেন সেটির অনুবাদ প্রকাশ করেছে বাংলা একাডেমি। বইটির শিরোনাম ‘যে রূপকথা শুধু রূপকথা নয়’। উদ্বোধনের পরদিন থেকে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে বইমেলা।

এবারের বইমেলায় ছয় শ’র বেশি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। থাকবে মোট ৪২টি প্যাভিলিয়ন। বড় প্যাভিলিয়ন ১০টি, ছয় ইউনিটের প্যাভিলিয়ন ১৩টি এবং চার ইউনিটের প্যাভিলিয়ন বরাদ্দ পেয়েছে ১৯টি। এসব স্টল ও প্যাভিলিয়ন সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে। অন্যদিকে, একাডেমির ভেতরে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ১০০টি স্টল থাকবে।

Adds Banner_2024

নতুন আলোতে সাজতে শুরু করেছে অমর একুশে গ্রন্থমেলা

আপডেটের সময় : ০৬:০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯

ঢাকা প্রতিনিধি : মাত্র পাঁচদিন পরই বাংলা একাডেমি প্রাঙ্গণে বসছে অমর একুশে গ্রন্থমেলা। পুরোদমে চলছে স্টলসহ মেলা প্রাঙ্গণ সাজানোর শেষ মুহূর্তের কাজ। ‘বিজয় বায়ান্ন থেকে একাত্তর: নবপর্যায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধকে উপজীব্য করে এবারের বইমেলাকে সাজানো হচ্ছে।

শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একডেমি প্রাঙ্গণ ঘুরে দেখা যায় মেলা আয়োজনের প্রস্তুতির চিরচেনা দৃশ্য। কোনও স্টলে পেরেক ঠোকার শব্দ, কোনও স্টলে করাত দিয়ে কাঠ কাটছেন মিস্ত্রিরা, আবার কোনও কোনও স্টলে চলছে রঙ করার কাজ। পুরো কর্মযজ্ঞ বই উৎসব শুরুর আগেই ছড়িয়ে দিয়েছে উৎসবের আনন্দ বার্তা।

Banglar Janapad Ads

প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের সুযোগ রেখে এবার প্রথমবারের মতো মেলাকে ভাগ করা হয়েছে পাঁচজন ভাষা শহীদের নামে। সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরের নামে থাকছে আলাদা পাঁচ চত্বর। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণের নাম রাখা হয়েছে শহীদ বরকতের নামে। প্রত্যেক ভাষা শহীদের নামাঙ্কিত চত্বরের সামনে শোভা পাবে তাদের প্রতিকৃতি।

এবারের গ্রন্থমেলার নকশা করেছেন খ্যাতিমান স্থপতি এনামুল করিম নির্ঝর। মেলার বিশেষ আকর্ষণ সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় স্তম্ভ, গ্লাস টাওয়ারসহ বিজয়ের পুরো আঙিনা মেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। এর ফলে দর্শনার্থীরা মেলা উপভোগের পাশাপাশি বিজয় স্তম্ভও প্রত্যক্ষ করতে পারবেন।

কারিগরদের ব্যস্ততায় উৎসবের বার্তা
মেলার প্রতিপাদ্য বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সামনে সোনার বাংলার পঞ্চাশ বছরপূর্তি হচ্ছে। সেইসঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উদযাপন করবে জাতি। মেলার এ বছরটিকে আমরা উদযাপনের প্রস্তুতি বর্ষ হিসেবে গ্রহণ করেছি। তাই ৫২-এর ভাষা আন্দোলন ও ৭১-এর মুক্তিযুদ্ধকে তুলে ধরা হয়েছে। মেলা আয়োজনের বিভিন্ন পর্যায়ে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধকে প্রকাশ করা হবে।’ বড় দুটি উপলক্ষ মনে করিয়ে দেওয়ার চেষ্টা থেকে এমন প্রতিপাদ্য রাখা হয়েছে বলে জানান তিনি।

মেলার প্রস্তুতির বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, ‘বই মেলার মূল ভেন্যু সবদিক চিন্তা করে সুবিন্যস্ত করা হচ্ছে। ৩১ জানুয়ারির মধ্যে সব স্টল তৈরি করা হবে। কোনও অসমাপ্ত স্টল থাকবে না।’

তিনি বলেন, ‘মেলায় আসার পথে আগে যত দুর্ভোগ পোহাতে হতো, এবার তা পোহাতে হবে না। এজন্য উদ্বোধনের আগেই শাহবাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত পায়ে হেঁটে দেখা হবে। একজন সাধারণ পাঠক যেভাবে শাহবাগ বা দোয়েল চত্বর দিয়ে পায়ে হেঁটে মেলায় প্রবেশ করেন, আমরাও তাদের মতো প্রবেশ করবো। পুরো এলাকা ঘুরবো। ফুটপাত ও এর আশপাশের পরিবেশ কেমন তা দেখবো।

খোঁজ নিয়ে জানা যায়, পাঠকদের সুবিধার জন্য এবার মেলার প্রবেশ পথে বসানো হচ্ছে ডিজিটাল মনিটর। এই মনিটরের মাধ্যমে পাঠক জানতে পারবেন তিনি মেলার কোন অংশে অবস্থান করছেন এবং মেলার কোথায় কোন কোন প্রকাশনীর স্টল আছে। প্রবেশ পথগুলোও দেখা যাবে এই মনিটরের মাধ্যমে। ডিজিটাল মনিটরে প্রদর্শিত হবে নানা তথ্য ও মেলাসংক্রান্ত নির্দেশনা।

এবারের মেলায় দেশের আর্থিক লেনদেনবিষয়ক চলমান সব প্রযুক্তি ব্যবহার করে ক্রেতারা বই কেনার সুযোগ পাবেন। বিশেষ করে বিকাশ, আইপিএ, ইউপিএ-এর মতো অর্থ লেনদেনের মাধ্যমে পাঠকরা বই কিনতে পারবেন। এবারের মেলার কার্যক্রমও ডিজিটাল পদ্ধতিতে করা হচ্ছে। স্টলের আবেদনপত্র এবং তার পরিপ্রেক্ষিতে ফল, লটারি, স্টল ভাড়া সবই করা হয়েছে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে।

গ্রন্থমেলার স্টলগুলো সাজাতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা
মেলার শেষ সময়ের প্রস্তুতি বিষয়ে গ্রন্থমেলার প্রস্ততি কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, ‘এবারের মেলার নকশাসহ অনেক কিছুতেই থাকবে পরিবর্তন। আমরা তথ্যপ্রযুক্তির দিক থেকে মেলাকে একটি সমৃদ্ধ জায়গায় নিয়ে যেতে চাই। সেই লক্ষ্যে মেলার নকশা, সাজসজ্জা, বই কেনাকাটা, মেলার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি প্রথমবার উন্মোচিত হবে মেলার লোগো। পাঠকের সুবিধার্থে মেলার দুই প্রবেশপথ টিএসসি ও দোয়েল চত্বরে থাকবে দুটি বিশাল মনিটর। মনিটরের মাধ্যমে দর্শনার্থীরা খুঁজে পাবেন স্টল ও বইসহ মেলাবিষয়ক নানা নির্দেশনা।’

তিনি আরও জানান, প্রথমবারের মতো মেলাকে কেন্দ্র করে খোলা হয়েছে একাডেমির নিজস্ব ওয়েবসাইট। www.ba21bookfair.com নামের ওয়েবসাইটের মাধ্যমে পাঠকরা প্রকাশনীর নাম এবং পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে জানতে পারবেন প্রকাশনীটির স্টল কোথায়। কী কী বই পাওয়া যাবে সেসব স্টলে।

লেখকের সঙ্গে পাঠকের সৌহার্দ্য বাড়াতে প্রথমবারের মতো মেলায় ব্যবস্থা করা হয়েছে ‘লেখক বলছি’ নামের মঞ্চ। প্রতিদিন পাঁচজন করে লেখক তাদের নতুন বই নিয়ে এই মঞ্চে আলোচনা করবেন। এছাড়া প্রতিবছরের মতো মেলার মূল মঞ্চে ধারাবাহিক সেমিনারও হবে।

বইমেলায় শিশুদের জন্য প্রতিবারের মতো এবারও থাকবে নানা আয়োজন। শুক্র ও শনিবার মেলা শুরু হবে বেলা ১১টায়। এই দু’দিন শিশুদের জন্য যথারীতি থাকবে ‘শিশু প্রহর’। তবে প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার হওয়ায় এদিন শিশু প্রহর থাকছে না।

গ্রন্থমেলা আয়োজনের কর্মব্যস্ততা
আগামী ১ ফেব্রুয়ারি বিকালে গ্রন্থমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের গ্রন্থমেলার আরেক আকর্ষণ ওপার বাংলার কালজয়ী কবি শঙ্খ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে এই কবির।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মিসরের লেখক ও সাংবাদিক মোহসেন আল-আরিশি। তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে যে গ্রন্থ লিখেছেন সেটির অনুবাদ প্রকাশ করেছে বাংলা একাডেমি। বইটির শিরোনাম ‘যে রূপকথা শুধু রূপকথা নয়’। উদ্বোধনের পরদিন থেকে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে বইমেলা।

এবারের বইমেলায় ছয় শ’র বেশি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। থাকবে মোট ৪২টি প্যাভিলিয়ন। বড় প্যাভিলিয়ন ১০টি, ছয় ইউনিটের প্যাভিলিয়ন ১৩টি এবং চার ইউনিটের প্যাভিলিয়ন বরাদ্দ পেয়েছে ১৯টি। এসব স্টল ও প্যাভিলিয়ন সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে। অন্যদিকে, একাডেমির ভেতরে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ১০০টি স্টল থাকবে।