খেলাধুলা

সাকিবকে টপকে গেলেন মুশফিক

খেলাধুলা ডেস্ক:

ব্যক্তি সংগ্রহে বাংলাদেশে টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে টপকে গেলেন উইকেট রক্ষক ব্যাটনম্যান মুশফিকুর রহিম। সাকিবে করা ২১৭ রানের ইনিংসকে টপকে ব্যক্তি সংগ্রহে শীর্ষে এখন মুশফিকুর রহিম। তিনি ৪২১ খেলে ১৮ চারে এক ছয়ে ২১৯ করেন তিনি।
এর আগে, ক্যারিয়ারের নিজের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। তিনি দলের অন্যতম সেরা ব্যাটিং কান্ডারি। কিন্ত বেশ কয়েকটি টেস্টে তিনিও ছিলেন অফ ফর্মে। তবে বাংলাদেশ দলের প্রয়োজনে ঠিকই জ্বলে উঠলেন মুশফিকুর রহিম। হাঁকিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। প্রথম দিন শেষে তিনি এখনো অপরাজিত আছেন তিনি। মুমিনুলের সাথে ৪র্থ উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়ে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন পাহাড় সমান স্কোরের।

সকালের সূর্য দেখে নাকি বোঝা যায়। দিনটা কেমন যাবে। সিলেটের পর ঢাকা টেস্টেও ব্যাটসম্যানদের এমন আত্মাহুতির মিছিল শুরু হলে সমর্থক হৃদয়ে ভয় বাসা বেঁধে ছিলো। আবারো কি? টেস্ট ক্রিকেটে সেই পুরোনো রোগে আক্রন্ত হলো বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু, সেই আশঙ্কা আর ধোপে টেকেনি মুশফিক-মুমিনুলের প্রতিরোধে।

সকালে যারা বাংলাদেশের ব্যাটিংয়ের সমাধি রচনা করেছেন। তাদের ভাবনা জগতকে মিথ্যায় ভাসিয়েছেন মুশফিক ও মুমিনুল মিলে। ছোটখাটো মুমিনুল তো খেলেছেন লম্বা ইনিংস। কিন্তু, আরেক অভিজ্ঞ মুশফিক দলকে মহাবিপদের মাঝ থেকে টেনে তুলতে বুক চিতিয়ে লড়াই করেছেন।

যদিও সকালের শুরুতে ব্যাটিং করে মিরপুরের উইকেটে জমে থাকার ব্যাপারটি সহজ ছিলো না মোটেও। কঠিন কাজটি নিজ ব্যাটিং দক্ষতায় সহজ করেছেন মিস্টার ডিপেন্ডাবল মুশফিক। গেল ৮ ইনিংসে নেই ফিফটির কোন ইনিংস। তাই এদিন খুব প্রয়োজনেই জ্বলে উঠলেন মুশি। ১৮৬ বলে ৮টি বাউন্ডারিতে ১৭ মাস পর ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি উদযাপন করেছেন মুশফিক আপন ঢংয়ে।

শেষ বিকালে ৩৯৮ বলে ২৬৬ রানের মহা গুরুত্বপূর্ণ জুটি ভেঙ্গে মুমিনুল প্যাভিলিয়নে ফিরলেও, মুশফিক দিন শেষে এখনো অবিচল। বাংলাদেশকে দেখাচ্ছে বিশাল সংগ্রহের সম্ভাবনা। ২৩১ বলে মাটি কামড়ে উইকেট আগলে থাকা মুশি অপরাজিত আছেন ব্যক্তিগত ১১১ রানে। আর সাথে ভাইরা ভাই মাহমুদুল্লাহকে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন বাংলাদেশের প্রথম এই ডাবল সেঞ্চুরিয়ান

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button