রাজশাহী , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী জনগণের জানমাল রক্ষার্থে ও যেকোন অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি: মেয়র লিটন ঢাকায় সহিংসতায় অংশ নেয় রাজশাহীর জেএমবি সদস্যরা! ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করলেন শেখ হাসিনা এইচএসসি ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে যে নির্দেশনা দিল বিটিআরসি এইচএসসির আরো চারটি পরীক্ষা স্থগিত নরসিংদী কারাগার থেকে পলাতক ৩৩১ কয়েদির আত্মসমর্পণ স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর কোটা নিয়ে আপিল শুনানি রোববার এবার বিটিভির মূল ভবনে আগুন ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত অবশেষে আটকে পড়া ৬০ পুলিশকে উদ্ধার করল র‍্যাবের হেলিকপ্টার উত্তরা-আজমপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৪ রামপুরা-বাড্ডায় ব্যাপক সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত দুই শতাধিক আওয়ামী লীগের শক্ত অবস্থানে রাজশাহীতে দাঁড়াতেই পারেনি কোটা আন্দোলনকারীরা সরকার কোটা সংস্কারের পক্ষে, চাইলে আজই আলোচনা তারা যখনই বসবে আমরা রাজি আছি : আইনমন্ত্রী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কথা বলবেন আইনমন্ত্রী রাজশাহীতে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাংচুর, আহত ২০

‘এমআই ৮ লাইট’ এনেছে শাওমি

  • আপডেটের সময় : ০৬:২৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯
  • ৬৫ টাইম ভিউ
Adds Banner_2024

টেক ডেস্ক : দেশের বাজারে এমআই ৮ সিরিজের নতুন মডেলের ফ্ল্যাগশিপ ‘এমআই ৮ লাইট’ নিয়ে এসেছে শাওমি। ফোনটি তরুণদের আকর্ষণ করবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে শাওমি।

এমআই ৮ লাইট ফোনের পেছনে গ্লাসের প্যানেল ব্যবহার করা হয়েছে, যা দেখতে চোখ ধাঁধানো এবং আয়নার মতো ফিনিশিং দেওয়া। এছাড়া ফোনটির সামনে ২৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৫৭৬ সেন্সরসমৃদ্ধ ক্যামেরা এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ এআইই চিপসেট ব্যবহার করা হয়েছে।

Banglar Janapad Ads

সাংকেত আগারওয়াল (হেড-ওভারসিজ এক্সপানশন, ভারতীয় উপমহাদেশ, শাওমি ইন্ডিয়া) বলেন, ‘বাংলাদেশে শাওমি গ্রাহকদের জন্য ফোনটিতে ২৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৫৭৬ সেন্সর সেলফি ক্যামেরা এবং কোয়ালকম স্নাপড্রাগন ৬৬০ এআইই চিপসেট ব্যবহার করা হয়েছে, যাতে স্মার্ট প্রযুক্তি, পর্যাপ্ত স্পেস ব্যবহার করা হয়েছে। ফোনটির দামও যৌক্তিক হারে নির্ধারণ করা হয়েছে।’

ফোনের অন্যান্য ফিচার

৭ দশমিক ৫ মিলিমিটারের স্লিম বডির এমআই ৮ লাই- এ আছে কর্নিং গরিলা গ্লাস-৫ সমৃদ্ধ ৬.২৬ ইঞ্চির ১৯.৯ এলসিডি ফুল স্ক্রিন ডিসপ্লে। আরও আছে সনি আইএমএক্স৩৬৩ সেন্সরসমৃদ্ধ রিয়ার এআই ডুয়াল ক্যামেরা, এআই ফিচারের হাই পারফর্মার ক্যামেরা হার্ডওয়্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনসহ (এআইই) কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ অক্টাকোর প্রসেসর, কোয়ালকম ক্রাইও আর্কিটেকচার, কোয়ালকম অ্যাড্রিনো ৫১২ জিপিইউ। ৪ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যামের এই ফোনে ৩৩৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

শুক্রবার (৪ জানুয়ারি) থেকে দেশর সব এমআই স্টোর, খুচরা বিক্রেতা, পার্টনার চ্যানেল এবং দারাজে অরোরা ব্লু ও মিডনাইট ব্ল্যাক রংয়ের ফোনটি পাওয়া যাচ্ছে। ৪ গিগাবাইট র‌্যাম ও ৬৪ গিগাবাইট রমের এই ফোনটির দাম ২৪ হাজার ৯৯৯ টাকা।

Adds Banner_2024

‘এমআই ৮ লাইট’ এনেছে শাওমি

আপডেটের সময় : ০৬:২৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯

টেক ডেস্ক : দেশের বাজারে এমআই ৮ সিরিজের নতুন মডেলের ফ্ল্যাগশিপ ‘এমআই ৮ লাইট’ নিয়ে এসেছে শাওমি। ফোনটি তরুণদের আকর্ষণ করবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে শাওমি।

এমআই ৮ লাইট ফোনের পেছনে গ্লাসের প্যানেল ব্যবহার করা হয়েছে, যা দেখতে চোখ ধাঁধানো এবং আয়নার মতো ফিনিশিং দেওয়া। এছাড়া ফোনটির সামনে ২৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৫৭৬ সেন্সরসমৃদ্ধ ক্যামেরা এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ এআইই চিপসেট ব্যবহার করা হয়েছে।

Banglar Janapad Ads

সাংকেত আগারওয়াল (হেড-ওভারসিজ এক্সপানশন, ভারতীয় উপমহাদেশ, শাওমি ইন্ডিয়া) বলেন, ‘বাংলাদেশে শাওমি গ্রাহকদের জন্য ফোনটিতে ২৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৫৭৬ সেন্সর সেলফি ক্যামেরা এবং কোয়ালকম স্নাপড্রাগন ৬৬০ এআইই চিপসেট ব্যবহার করা হয়েছে, যাতে স্মার্ট প্রযুক্তি, পর্যাপ্ত স্পেস ব্যবহার করা হয়েছে। ফোনটির দামও যৌক্তিক হারে নির্ধারণ করা হয়েছে।’

ফোনের অন্যান্য ফিচার

৭ দশমিক ৫ মিলিমিটারের স্লিম বডির এমআই ৮ লাই- এ আছে কর্নিং গরিলা গ্লাস-৫ সমৃদ্ধ ৬.২৬ ইঞ্চির ১৯.৯ এলসিডি ফুল স্ক্রিন ডিসপ্লে। আরও আছে সনি আইএমএক্স৩৬৩ সেন্সরসমৃদ্ধ রিয়ার এআই ডুয়াল ক্যামেরা, এআই ফিচারের হাই পারফর্মার ক্যামেরা হার্ডওয়্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনসহ (এআইই) কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ অক্টাকোর প্রসেসর, কোয়ালকম ক্রাইও আর্কিটেকচার, কোয়ালকম অ্যাড্রিনো ৫১২ জিপিইউ। ৪ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যামের এই ফোনে ৩৩৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

শুক্রবার (৪ জানুয়ারি) থেকে দেশর সব এমআই স্টোর, খুচরা বিক্রেতা, পার্টনার চ্যানেল এবং দারাজে অরোরা ব্লু ও মিডনাইট ব্ল্যাক রংয়ের ফোনটি পাওয়া যাচ্ছে। ৪ গিগাবাইট র‌্যাম ও ৬৪ গিগাবাইট রমের এই ফোনটির দাম ২৪ হাজার ৯৯৯ টাকা।