রাজশাহী , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী জনগণের জানমাল রক্ষার্থে ও যেকোন অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি: মেয়র লিটন ঢাকায় সহিংসতায় অংশ নেয় রাজশাহীর জেএমবি সদস্যরা! ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করলেন শেখ হাসিনা এইচএসসি ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে যে নির্দেশনা দিল বিটিআরসি এইচএসসির আরো চারটি পরীক্ষা স্থগিত নরসিংদী কারাগার থেকে পলাতক ৩৩১ কয়েদির আত্মসমর্পণ স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর কোটা নিয়ে আপিল শুনানি রোববার এবার বিটিভির মূল ভবনে আগুন ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত অবশেষে আটকে পড়া ৬০ পুলিশকে উদ্ধার করল র‍্যাবের হেলিকপ্টার উত্তরা-আজমপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৪ রামপুরা-বাড্ডায় ব্যাপক সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত দুই শতাধিক আওয়ামী লীগের শক্ত অবস্থানে রাজশাহীতে দাঁড়াতেই পারেনি কোটা আন্দোলনকারীরা সরকার কোটা সংস্কারের পক্ষে, চাইলে আজই আলোচনা তারা যখনই বসবে আমরা রাজি আছি : আইনমন্ত্রী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কথা বলবেন আইনমন্ত্রী রাজশাহীতে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাংচুর, আহত ২০

স্বাস্থ্য অধিদফতরের ২০১২-১৩ সালের নিয়োগ বিজ্ঞপ্তির বাস্তবায়ন দাবি

  • আপডেটের সময় : ০৪:৩৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯
  • ১৯২ টাইম ভিউ
Adds Banner_2024

জনপদ ডেস্ক: ২০১২-১৩ সালে স্বাস্থ্য অধিদফতরের দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির বাস্তবায়ন চান লিখিত পরীক্ষায় কৃতকার্যরা। তাদের দাবি, এই নিয়োগ বিজ্ঞপ্তির বাস্তবায়ন করতে হবে, পরে নতুন বিজ্ঞপ্তি দেওয়া হোক। তবে স্বাস্থ্য অধিদফতর বলছে, এ বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চাকরিপ্রত্যাশীরা জানান, ২০১২ সালের ২২ নভেম্বর দৈনিক ইত্তেফাকে ৯ জেলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। জেলাগুলো হলো নওগাঁ, সাতক্ষীরা, যশোর, নড়াইল, বরিশাল, ফরিদপুর, নোয়াখালী, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ। ২০১৩ সালের ২৬ এপ্রিল লিখিত পরীক্ষা হয়। ওই বছরের ২৪ জুন ফল প্রকাশ হয়। এতে অকৃতকার্য একজন উচ্চ আদালতে রিট করেন। ওই বছরই রিটটি খারিজ করে নিয়োগটি শেষ করার আদেশ দেন আদালত। ২০১৪ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রী মোহাম্মদ নাসিমের সময় ওই নিয়োগ শেষ না করে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই পুনঃবিজ্ঞপ্তির বিরুদ্ধে হাইকোর্টে রিট (মামলা নং ৪৭৪৭/১৪) করা হলে তা অবৈধ ঘোষণা করে ৬০ কার্যদিবসের মধ্যে নিয়োগ শেষ করার আদেশ দেওয়া হয়। হাইকোর্টর এ রায়ের বিরুদ্ধে ৬৫৪ দিন পর আপিল (মামলা নং ৫৩৯/১৭) করে স্বাস্থ্য অধিদফতর। আপিলটি ২০১৮ সালের ২ জানুয়ারি খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। এ অবস্থায় স্বাস্থ্য অধিদফতর রিভিউ আবেদন করেন (মামলা নং ১৮০/১৮)। এই রিভিউও আপিল বিভাগ ২০১৮ সালের ২১ মে খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন।

Banglar Janapad Ads

এ প্রসঙ্গে ‘২০১২-২০১৩ সালের স্বাস্থ্য অধিদফতরের অধীনে ৯ জেলার তৃতীয়-চতুর্থ শ্রেণির নিয়োগ প্রত্যাশিত কমিটি’র সভাপতি মো. বাইরুল হক বলেন, ‘২০১২-১৩ সালের সার্কুলার ছিল। পরীক্ষা হয়েছিল ২০১৩ সালের ২৬ এপ্রিল। এটা হাইকোর্টে রিট হওয়ার পরে আমরা হাইকোর্ট, আপিল বিভাগ, রিভিউ সম্পন্ন করে মন্ত্রণালয় থেকে তিনটা অর্ডার দেওয়ার পরও স্বাস্থ্য অধিদফতর নিয়োগটা দিচ্ছে না। এই নিয়োগ দেওয়া হোক। এটাই আমাদের দাবি।’

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক এ এইচ এম এনায়েত হোসেন বলেন, ‘এটি নিয়ে হাইকোর্টের নির্দেশনা আছে। আমি বিষয়টি নিয়ে স্পষ্ট করে বলতে পারবো না। যতদূর জানি, আমাদের এখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যেভাবে আদালতের নির্দেশনা আছে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।’

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর নিয়োগ বন্ধ থাকায় সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো জনবল সংকটে ভুগছে।

সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছিলেন, সরকারি হাসপাতালগুলোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবল সংকট দূর করতে ৪০ হাজার কর্মচারী নিয়োগ দেওয়া হবে। ওই ঘোষণার বাস্তবায়ন শুরু হয়নি। নতুন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক দায়িত্ব নেওয়ার পর একই অঙ্গীকার করেছেন।

Adds Banner_2024

স্বাস্থ্য অধিদফতরের ২০১২-১৩ সালের নিয়োগ বিজ্ঞপ্তির বাস্তবায়ন দাবি

আপডেটের সময় : ০৪:৩৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯

জনপদ ডেস্ক: ২০১২-১৩ সালে স্বাস্থ্য অধিদফতরের দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির বাস্তবায়ন চান লিখিত পরীক্ষায় কৃতকার্যরা। তাদের দাবি, এই নিয়োগ বিজ্ঞপ্তির বাস্তবায়ন করতে হবে, পরে নতুন বিজ্ঞপ্তি দেওয়া হোক। তবে স্বাস্থ্য অধিদফতর বলছে, এ বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চাকরিপ্রত্যাশীরা জানান, ২০১২ সালের ২২ নভেম্বর দৈনিক ইত্তেফাকে ৯ জেলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। জেলাগুলো হলো নওগাঁ, সাতক্ষীরা, যশোর, নড়াইল, বরিশাল, ফরিদপুর, নোয়াখালী, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ। ২০১৩ সালের ২৬ এপ্রিল লিখিত পরীক্ষা হয়। ওই বছরের ২৪ জুন ফল প্রকাশ হয়। এতে অকৃতকার্য একজন উচ্চ আদালতে রিট করেন। ওই বছরই রিটটি খারিজ করে নিয়োগটি শেষ করার আদেশ দেন আদালত। ২০১৪ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রী মোহাম্মদ নাসিমের সময় ওই নিয়োগ শেষ না করে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই পুনঃবিজ্ঞপ্তির বিরুদ্ধে হাইকোর্টে রিট (মামলা নং ৪৭৪৭/১৪) করা হলে তা অবৈধ ঘোষণা করে ৬০ কার্যদিবসের মধ্যে নিয়োগ শেষ করার আদেশ দেওয়া হয়। হাইকোর্টর এ রায়ের বিরুদ্ধে ৬৫৪ দিন পর আপিল (মামলা নং ৫৩৯/১৭) করে স্বাস্থ্য অধিদফতর। আপিলটি ২০১৮ সালের ২ জানুয়ারি খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। এ অবস্থায় স্বাস্থ্য অধিদফতর রিভিউ আবেদন করেন (মামলা নং ১৮০/১৮)। এই রিভিউও আপিল বিভাগ ২০১৮ সালের ২১ মে খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন।

Banglar Janapad Ads

এ প্রসঙ্গে ‘২০১২-২০১৩ সালের স্বাস্থ্য অধিদফতরের অধীনে ৯ জেলার তৃতীয়-চতুর্থ শ্রেণির নিয়োগ প্রত্যাশিত কমিটি’র সভাপতি মো. বাইরুল হক বলেন, ‘২০১২-১৩ সালের সার্কুলার ছিল। পরীক্ষা হয়েছিল ২০১৩ সালের ২৬ এপ্রিল। এটা হাইকোর্টে রিট হওয়ার পরে আমরা হাইকোর্ট, আপিল বিভাগ, রিভিউ সম্পন্ন করে মন্ত্রণালয় থেকে তিনটা অর্ডার দেওয়ার পরও স্বাস্থ্য অধিদফতর নিয়োগটা দিচ্ছে না। এই নিয়োগ দেওয়া হোক। এটাই আমাদের দাবি।’

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক এ এইচ এম এনায়েত হোসেন বলেন, ‘এটি নিয়ে হাইকোর্টের নির্দেশনা আছে। আমি বিষয়টি নিয়ে স্পষ্ট করে বলতে পারবো না। যতদূর জানি, আমাদের এখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যেভাবে আদালতের নির্দেশনা আছে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।’

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর নিয়োগ বন্ধ থাকায় সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো জনবল সংকটে ভুগছে।

সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছিলেন, সরকারি হাসপাতালগুলোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবল সংকট দূর করতে ৪০ হাজার কর্মচারী নিয়োগ দেওয়া হবে। ওই ঘোষণার বাস্তবায়ন শুরু হয়নি। নতুন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক দায়িত্ব নেওয়ার পর একই অঙ্গীকার করেছেন।