রাজশাহী , শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মাসেতু নির্মাণ করতে হয়েছে শেখ হাসিনাকে ‌‌‘ইকেবানা’ উপহার পাঠালেন বাবা হারানো জাপানি কন্যা দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে : চীন কোটা আন্দোলন : বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস বর্জনসহ তিন দিনের কর্মসূচি ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন কোটা বিরোধীরা চতুর্থদিনের মতো আন্দোলনে কোটাবিরোধীরা রাবিতে কোটা সংস্কার আন্দোলনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল ৪ বিভাগে হতে পারে ভারী বৃষ্টি ‘কাফনের কাপড়’ পরে আমরণ অনশনে শিক্ষার্থীরা, দাবি মেনে নিলো রামেবি দেশের ৫ বিভাগ এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত : প্রধানমন্ত্রী বাগমারায় শ্রেণিকক্ষ থেকে অজগর সাপ উদ্ধার, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক নাটোরে জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম, আহত ৭ ঢাকার দুই সিটি নির্বাচন জানুয়ারিতে ভারতে ভোলে বাবার সৎসঙ্গ সভায় যেভাবে প্রাণ গেল শতাধিক মানুষের ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু এবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে তিনটি বোমা উদ্ধার

যুভেন্তুসকে তাদের মাঠে হারিয়ে সেরা চারে আয়াক্স

  • আপডেটের সময় : ০৯:৪৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
  • ৯২ টাইম ভিউ
Adds Banner_2024

ক্রিড়া ডেস্কঃ যুভেন্তস্কে হারিয়ে ১৯৯৬-৯৭ মৌসুমের পর এই প্রথম সেরা চারে জায়গা করে নিল নেদারল্যান্ডসের দল আয়াক্স। প্রথম লেগে আয়াক্সের মাঠে ড্র করতে ঘাম ছুটে গিয়েছিল যুভেন্তসের। তবে নিজেদের আঙিনায় ফিরে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে সেমি-ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছিল দলটি। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়ানো আয়াক্সের সঙ্গে শেষ পর্যন্ত পেরে ওঠেনি মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যরা। যুভেন্তুসকে তাদের মাঠে হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগের সেরা চারে উঠেছে নেদারল্যান্ডসের দলটি।

যুভেন্তুস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ২-১ গোলে জিতে আয়াক্স। দুই লেগ মিলিয়ে ৩-২ অগ্রগামিতায় সেরা চারে আয়াক্স।

Trulli

দারুণ এই জয়ে ব্যর্থতার এক বৃত্ত থেকেও বেরিয়ে এলো আয়াক্স। আগের দশ দেখায় ইতালির দলটিকে কখনও হারাতে পারেনি তারা। ইয়োহান ক্রুইফ অ্যারেনায় দুই দলের প্রথম লেগের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল।

২১তম মিনিটে দনি ফন দে বেকের শট ক্রসবারের ওপর দিয়ে গেলে আয়াক্সের ভালো একটি সুযোগ নষ্ট হয়। পরের মিনিটে পাওলো দিবালার ভলি গোলরক্ষক ফেরালে এগিয়ে যাওয়া হয়নি যুভেন্তুসেরও।

ছয় মিনিট পর রোনালদোর গোলে এগিয়ে যায় ১৯৯৫-৯৬ মৌসুমে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জেতা যুভেন্তুস। মিরালেম পিয়ানিচের কর্নারে পর্তুগিজ ফরোয়ার্ডের হেড এক ড্রপ খেয়ে জালে জড়ায়। ডি-বক্সের মধ্যে আয়াক্সের এক খেলোয়াড় পড়ে যাওয়ায় রেফারি ভিএআর প্রযুক্তির সাহায্য নিলেও সিদ্ধান্ত বদলায়নি।

প্রতিযোগিতায় টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন রোনালদো। আসরে পর্তুগিজ ফরোয়ার্ডের এটি ষষ্ঠ গোল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের রেকর্ড গোলদাতার মোট গোল হলো ১২৬টি।

৩৪তম মিনিটে যুভেন্তুসের স্বস্তি কেড়ে নেয় নেদারল্যান্ডসের দলটি। ডি-বক্সের বাইরে থেকে হাকিমের জোরালো শট ডিফেন্ডারদের গায়ে লেগে পেয়ে যান ফন দে বেক; ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। আবারও ভিএআরের সাহায্য নেন রেফারি কিন্তু গোলের সিদ্ধান্ত অটুট থাকায় দুই লেগ মিলিয়ে ২-২ সমতা ফেরে।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে যুভেন্তুসকে কোণঠাসা করে রাখে আয়াক্স। ৫২তম মিনিটে সতীর্থের ছোট পাস ধরে হাকিমের নেওয়া জোরালো শট ফেরান ভয়চেখ স্ট্যাসনি। পাঁচ মিনিট পর ফন দে বেকের শট বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে ঢোকার আগ মুহূর্তে ফিস্ট করে আবারও যুভেন্তুসের ত্রাতা পোল্যান্ডের এই গোলরক্ষক।


৬১তম মিনিটে রোনালদোর তৈরি করে দেওয়া সুযোগ ময়জে কেন লক্ষে রাখতে ব্যর্থ হন। এরপর দুইবার বেঁচে যায় যুভেন্তুস। তেদিচের বাড়ানো ক্রস হাকিমের কাছে পৌঁছানোর আগে বিপদমুক্ত করেন পিয়ানিচ। ৬৫তম মিনিটে ডি-বক্সের মধ্যে তালগোল পাকিয়ে সুযোগ নষ্ট করেন ডি ইয়ং।

যুভেন্তুসের রক্ষণে চাপ ধরে রেখে ৬৭তম মিনিটে এগিয়ে যায় ১৯৯৪-৯৫ মৌসুমের সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জেতা আয়াক্স। সতীর্থের কর্নার থেকে হেডে জাল খুঁজে নেন মাতাইস দি লিট। বাকিটা সময়ে কঠিন হয়ে যাওয়া সমীকরণ আর মেলাতে পারেনি যুভেন্তুস।

দিনের অন্য খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারানো বার্সেলোনা ৪-০ গোলের অগ্রগামিতায় সেমি-ফাইনালে গেছে।

Adds Banner_2024
Adds Banner_2024

রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী

Adds Banner_2024

যুভেন্তুসকে তাদের মাঠে হারিয়ে সেরা চারে আয়াক্স

আপডেটের সময় : ০৯:৪৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯

ক্রিড়া ডেস্কঃ যুভেন্তস্কে হারিয়ে ১৯৯৬-৯৭ মৌসুমের পর এই প্রথম সেরা চারে জায়গা করে নিল নেদারল্যান্ডসের দল আয়াক্স। প্রথম লেগে আয়াক্সের মাঠে ড্র করতে ঘাম ছুটে গিয়েছিল যুভেন্তসের। তবে নিজেদের আঙিনায় ফিরে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে সেমি-ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছিল দলটি। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়ানো আয়াক্সের সঙ্গে শেষ পর্যন্ত পেরে ওঠেনি মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যরা। যুভেন্তুসকে তাদের মাঠে হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগের সেরা চারে উঠেছে নেদারল্যান্ডসের দলটি।

যুভেন্তুস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ২-১ গোলে জিতে আয়াক্স। দুই লেগ মিলিয়ে ৩-২ অগ্রগামিতায় সেরা চারে আয়াক্স।

Trulli

দারুণ এই জয়ে ব্যর্থতার এক বৃত্ত থেকেও বেরিয়ে এলো আয়াক্স। আগের দশ দেখায় ইতালির দলটিকে কখনও হারাতে পারেনি তারা। ইয়োহান ক্রুইফ অ্যারেনায় দুই দলের প্রথম লেগের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল।

২১তম মিনিটে দনি ফন দে বেকের শট ক্রসবারের ওপর দিয়ে গেলে আয়াক্সের ভালো একটি সুযোগ নষ্ট হয়। পরের মিনিটে পাওলো দিবালার ভলি গোলরক্ষক ফেরালে এগিয়ে যাওয়া হয়নি যুভেন্তুসেরও।

ছয় মিনিট পর রোনালদোর গোলে এগিয়ে যায় ১৯৯৫-৯৬ মৌসুমে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জেতা যুভেন্তুস। মিরালেম পিয়ানিচের কর্নারে পর্তুগিজ ফরোয়ার্ডের হেড এক ড্রপ খেয়ে জালে জড়ায়। ডি-বক্সের মধ্যে আয়াক্সের এক খেলোয়াড় পড়ে যাওয়ায় রেফারি ভিএআর প্রযুক্তির সাহায্য নিলেও সিদ্ধান্ত বদলায়নি।

প্রতিযোগিতায় টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন রোনালদো। আসরে পর্তুগিজ ফরোয়ার্ডের এটি ষষ্ঠ গোল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের রেকর্ড গোলদাতার মোট গোল হলো ১২৬টি।

৩৪তম মিনিটে যুভেন্তুসের স্বস্তি কেড়ে নেয় নেদারল্যান্ডসের দলটি। ডি-বক্সের বাইরে থেকে হাকিমের জোরালো শট ডিফেন্ডারদের গায়ে লেগে পেয়ে যান ফন দে বেক; ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। আবারও ভিএআরের সাহায্য নেন রেফারি কিন্তু গোলের সিদ্ধান্ত অটুট থাকায় দুই লেগ মিলিয়ে ২-২ সমতা ফেরে।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে যুভেন্তুসকে কোণঠাসা করে রাখে আয়াক্স। ৫২তম মিনিটে সতীর্থের ছোট পাস ধরে হাকিমের নেওয়া জোরালো শট ফেরান ভয়চেখ স্ট্যাসনি। পাঁচ মিনিট পর ফন দে বেকের শট বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে ঢোকার আগ মুহূর্তে ফিস্ট করে আবারও যুভেন্তুসের ত্রাতা পোল্যান্ডের এই গোলরক্ষক।


৬১তম মিনিটে রোনালদোর তৈরি করে দেওয়া সুযোগ ময়জে কেন লক্ষে রাখতে ব্যর্থ হন। এরপর দুইবার বেঁচে যায় যুভেন্তুস। তেদিচের বাড়ানো ক্রস হাকিমের কাছে পৌঁছানোর আগে বিপদমুক্ত করেন পিয়ানিচ। ৬৫তম মিনিটে ডি-বক্সের মধ্যে তালগোল পাকিয়ে সুযোগ নষ্ট করেন ডি ইয়ং।

যুভেন্তুসের রক্ষণে চাপ ধরে রেখে ৬৭তম মিনিটে এগিয়ে যায় ১৯৯৪-৯৫ মৌসুমের সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জেতা আয়াক্স। সতীর্থের কর্নার থেকে হেডে জাল খুঁজে নেন মাতাইস দি লিট। বাকিটা সময়ে কঠিন হয়ে যাওয়া সমীকরণ আর মেলাতে পারেনি যুভেন্তুস।

দিনের অন্য খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারানো বার্সেলোনা ৪-০ গোলের অগ্রগামিতায় সেমি-ফাইনালে গেছে।