রাজশাহী , শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মাসেতু নির্মাণ করতে হয়েছে শেখ হাসিনাকে ‌‌‘ইকেবানা’ উপহার পাঠালেন বাবা হারানো জাপানি কন্যা দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে : চীন কোটা আন্দোলন : বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস বর্জনসহ তিন দিনের কর্মসূচি ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন কোটা বিরোধীরা চতুর্থদিনের মতো আন্দোলনে কোটাবিরোধীরা রাবিতে কোটা সংস্কার আন্দোলনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল ৪ বিভাগে হতে পারে ভারী বৃষ্টি ‘কাফনের কাপড়’ পরে আমরণ অনশনে শিক্ষার্থীরা, দাবি মেনে নিলো রামেবি দেশের ৫ বিভাগ এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত : প্রধানমন্ত্রী বাগমারায় শ্রেণিকক্ষ থেকে অজগর সাপ উদ্ধার, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক নাটোরে জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম, আহত ৭ ঢাকার দুই সিটি নির্বাচন জানুয়ারিতে ভারতে ভোলে বাবার সৎসঙ্গ সভায় যেভাবে প্রাণ গেল শতাধিক মানুষের ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু এবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে তিনটি বোমা উদ্ধার

মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস

  • আপডেটের সময় : ০৪:৩২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০১৯
  • ৭৬ টাইম ভিউ
Adds Banner_2024

স্পোর্টস ডেস্ক: হ্যাটট্রিক করেছেন রোনালদো প্রয়োজনের মুহূর্তে আরেকবার জ্বলে উঠলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ যুবরাজের হ্যাটট্রিকে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস। মঙ্গলবার রাতে তাদের সঙ্গে শেষ আটের টিকিট পেয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ইংলিশ ক্লাবটি উড়িয়ে দিয়েছে শালকেকে।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ঘরের মাঠে জুভেন্টাস ৩-০ গোলে হারিয়েছে অ্যাতলেতিকোকে। তাতে মাদ্রিদ থেকে প্রথম লেগ ২-০ গোলে হেরে ফিরলেও ৩-২ অগ্রগামিতায় শেষ আট নিশ্চিত করেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ঘুরে দাঁড়ানো জয়ে হ্যাটট্রিক করে রোনালদো আরেকবার প্রমাণ করলেন কেন তাকে চ্যাম্পিয়নস লিগের ‘সেরা খেলোয়াড়’ বিবেচনা করা হয়।

Trulli

রিয়াল মাদ্রিদের টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জয়ে সবচেয়ে বেশি অবদান ছিল রোনালদোর। চলতি মৌসুমে মাদ্রিদের ক্লাবটি ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়ে সেখানেও আছেন চেনা ফর্মে। চ্যাম্পিয়নস লিগে শুরুটা ভালো না হলেও দরকারের সময় ঠিকই পাওয়া গেল তাকে চেনা রূপে। অ্যাতলেতিকোর মাঠ থেকে ২-০ গোলে হেরে ফিরেও পর্তুগিজ তারকার দুর্দান্ত পারফরম্যান্সে জুভেন্টাস উঠে গেল কোয়ার্টার ফাইনালে।

প্রথম লেগ হেরে ফেরায় ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জুভেন্টাস। যদিও অ্যাতলেতিকোর কড়া রক্ষণে খুব একটা সুবিধা করতে পারছিল না। একবার বল জালে জড়ালেও ফাউলের কারণে বাতিল হয়ে যায় গোল। তবে ২৭ মিনিটে স্বাগতিকদের গোল এনে দেন রোনালদো। ফেদেরিকো বেরনারদেস্কির ক্রস ছোট বক্সের ভেতর থেকে হেডে লক্ষ্যভেদ করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

ওই গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। যদিও বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করে জুভেন্টাস। আবারও গোলদাতা সেই রোনালদো। ৪৯ মিনিটে জোয়াও কানসেলোর ক্রস থেকে হেডে করেন লক্ষ্যভেদ। পর্তুগিজ উইঙ্গারের হেড অ্যাতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাক প্রতিহত করলেও বল পেরিয়ে গিয়েছিল সীমানা। গোল লাইন প্রযুক্তিতে ব্যবধান ২-০ করে জুভেন্টাস।

২ গোলে এগিয়ে গেলেও কোয়ার্টার ফাইনাল তখনও অনিশ্চিত ইতালিয়ান ক্লাবটির। অ্যাতলেতিকোর জন্যও একই অবস্থা। দুই লেগ মিলিয়ে স্কোর লাইন তখন ২-২। ওই অবস্থাতেই ম্যাচ শেষ হতে যাচ্ছিল। তবে দলে রোনালদোর মতো খেলোয়াড় থাকতে তা হতে দেবেন কেন! সঙ্গে ফুটবলদেবতাও সঙ্গী হয় স্বাগতিকদের। তাই তো ৮৭ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূরণের সঙ্গে জুভেন্টাসের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন রোনালদো।

ম্যানসিটির জয়ে আগুয়েরোর জোড়া গোলইতিহাদ স্টেডিয়ামে গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। আক্ষরিক অর্থেই তারা উড়িয়ে দিয়েছে শালকেকে। শেষ ষোলোর দ্বিতীয় লেগে জার্মান ক্লাবকে তারা হারিয়েছে ৭-০ গোলে। তাতে দুই লেগ মিলিয়ে ১০-২ অগ্রগামিতায় শেষ আটে উঠেছে পেপ গার্দিওলার দল। শালকের মাঠের প্রথম লেগ ম্যানসিটি জিতে ফিরেছিল ৩-২ গোলে।

গোল উৎসবে স্কোরশিটে নাম তুলেছেন ম্যানসিটির ছয় খেলোয়াড়। সের্হিয়ো আগুয়েরো করেছেন জোড়া গোল, আর একবার করে লক্ষ্যভেদ করেছেন লেরয় সেন, রহিম স্টারলিং, বের্নারদো সিলভা, ফিল ফোডেন ও গাব্রিয়েল জেসুস।

Adds Banner_2024
Adds Banner_2024

রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী

Adds Banner_2024

মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস

আপডেটের সময় : ০৪:৩২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০১৯

স্পোর্টস ডেস্ক: হ্যাটট্রিক করেছেন রোনালদো প্রয়োজনের মুহূর্তে আরেকবার জ্বলে উঠলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ যুবরাজের হ্যাটট্রিকে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস। মঙ্গলবার রাতে তাদের সঙ্গে শেষ আটের টিকিট পেয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ইংলিশ ক্লাবটি উড়িয়ে দিয়েছে শালকেকে।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ঘরের মাঠে জুভেন্টাস ৩-০ গোলে হারিয়েছে অ্যাতলেতিকোকে। তাতে মাদ্রিদ থেকে প্রথম লেগ ২-০ গোলে হেরে ফিরলেও ৩-২ অগ্রগামিতায় শেষ আট নিশ্চিত করেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ঘুরে দাঁড়ানো জয়ে হ্যাটট্রিক করে রোনালদো আরেকবার প্রমাণ করলেন কেন তাকে চ্যাম্পিয়নস লিগের ‘সেরা খেলোয়াড়’ বিবেচনা করা হয়।

Trulli

রিয়াল মাদ্রিদের টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জয়ে সবচেয়ে বেশি অবদান ছিল রোনালদোর। চলতি মৌসুমে মাদ্রিদের ক্লাবটি ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়ে সেখানেও আছেন চেনা ফর্মে। চ্যাম্পিয়নস লিগে শুরুটা ভালো না হলেও দরকারের সময় ঠিকই পাওয়া গেল তাকে চেনা রূপে। অ্যাতলেতিকোর মাঠ থেকে ২-০ গোলে হেরে ফিরেও পর্তুগিজ তারকার দুর্দান্ত পারফরম্যান্সে জুভেন্টাস উঠে গেল কোয়ার্টার ফাইনালে।

প্রথম লেগ হেরে ফেরায় ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জুভেন্টাস। যদিও অ্যাতলেতিকোর কড়া রক্ষণে খুব একটা সুবিধা করতে পারছিল না। একবার বল জালে জড়ালেও ফাউলের কারণে বাতিল হয়ে যায় গোল। তবে ২৭ মিনিটে স্বাগতিকদের গোল এনে দেন রোনালদো। ফেদেরিকো বেরনারদেস্কির ক্রস ছোট বক্সের ভেতর থেকে হেডে লক্ষ্যভেদ করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

ওই গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। যদিও বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করে জুভেন্টাস। আবারও গোলদাতা সেই রোনালদো। ৪৯ মিনিটে জোয়াও কানসেলোর ক্রস থেকে হেডে করেন লক্ষ্যভেদ। পর্তুগিজ উইঙ্গারের হেড অ্যাতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাক প্রতিহত করলেও বল পেরিয়ে গিয়েছিল সীমানা। গোল লাইন প্রযুক্তিতে ব্যবধান ২-০ করে জুভেন্টাস।

২ গোলে এগিয়ে গেলেও কোয়ার্টার ফাইনাল তখনও অনিশ্চিত ইতালিয়ান ক্লাবটির। অ্যাতলেতিকোর জন্যও একই অবস্থা। দুই লেগ মিলিয়ে স্কোর লাইন তখন ২-২। ওই অবস্থাতেই ম্যাচ শেষ হতে যাচ্ছিল। তবে দলে রোনালদোর মতো খেলোয়াড় থাকতে তা হতে দেবেন কেন! সঙ্গে ফুটবলদেবতাও সঙ্গী হয় স্বাগতিকদের। তাই তো ৮৭ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূরণের সঙ্গে জুভেন্টাসের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন রোনালদো।

ম্যানসিটির জয়ে আগুয়েরোর জোড়া গোলইতিহাদ স্টেডিয়ামে গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। আক্ষরিক অর্থেই তারা উড়িয়ে দিয়েছে শালকেকে। শেষ ষোলোর দ্বিতীয় লেগে জার্মান ক্লাবকে তারা হারিয়েছে ৭-০ গোলে। তাতে দুই লেগ মিলিয়ে ১০-২ অগ্রগামিতায় শেষ আটে উঠেছে পেপ গার্দিওলার দল। শালকের মাঠের প্রথম লেগ ম্যানসিটি জিতে ফিরেছিল ৩-২ গোলে।

গোল উৎসবে স্কোরশিটে নাম তুলেছেন ম্যানসিটির ছয় খেলোয়াড়। সের্হিয়ো আগুয়েরো করেছেন জোড়া গোল, আর একবার করে লক্ষ্যভেদ করেছেন লেরয় সেন, রহিম স্টারলিং, বের্নারদো সিলভা, ফিল ফোডেন ও গাব্রিয়েল জেসুস।