রাজশাহী , শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মাসেতু নির্মাণ করতে হয়েছে শেখ হাসিনাকে ‌‌‘ইকেবানা’ উপহার পাঠালেন বাবা হারানো জাপানি কন্যা দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে : চীন কোটা আন্দোলন : বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস বর্জনসহ তিন দিনের কর্মসূচি ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন কোটা বিরোধীরা চতুর্থদিনের মতো আন্দোলনে কোটাবিরোধীরা রাবিতে কোটা সংস্কার আন্দোলনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল ৪ বিভাগে হতে পারে ভারী বৃষ্টি ‘কাফনের কাপড়’ পরে আমরণ অনশনে শিক্ষার্থীরা, দাবি মেনে নিলো রামেবি দেশের ৫ বিভাগ এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত : প্রধানমন্ত্রী বাগমারায় শ্রেণিকক্ষ থেকে অজগর সাপ উদ্ধার, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক নাটোরে জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম, আহত ৭ ঢাকার দুই সিটি নির্বাচন জানুয়ারিতে ভারতে ভোলে বাবার সৎসঙ্গ সভায় যেভাবে প্রাণ গেল শতাধিক মানুষের ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু এবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে তিনটি বোমা উদ্ধার

ঢাকাকে কাঁদিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপিএল শিরোপা জয়

  • আপডেটের সময় : ০৫:১৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯
  • ৫৫ টাইম ভিউ
Adds Banner_2024

ক্রিড়া প্রতিবেদকঃ ঢাকা ডায়নমাইটসকে কাঁদিয়ে দ্বিতীয় বারের মতো বিপিএলের শিরোপা ঘরে তুলল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে ১৭ রানের জয় তুলে নিয়েছে তারা। জয়ের নায়ক তামিম ইকবাল। টি-২০তে ক্যারিয়ারসেরা ইনিংস খেলে প্রথম শিরোপার স্বাদ পেলেন তামিমও।

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটে নেমে তামিম ইকবালের নায়কোচিত ব্যাটিংয়ে বিশাল টার্গেট দাঁড় করায় কুমিল্লা। জবাবে শুরুতেই ওপেনার সুনিল নারিন রান আউট হয়ে ফেরেন। তবে শুরুতেই ধাক্কা খেলেও দলকে চাপে পড়তে দেননি রনি তালুকদার। উপল থারাঙ্গাকে সঙ্গে নিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করেন। ২৭ বলে ৪৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলে স্বদেশী থিসারা পেরেরার শিকার হন থারাঙ্গা। ৯ ওভারে দলের সংগ্রহ তখন ১২০।

Trulli

এরপর হঠাৎই ছন্দপতন। অধিনায়ক সাকিব ছিলেন আসা যাওয়ার মধ্যে। অধিনায়কের দেখানো পথে হাঁটেন ৩৮ বলে ৬৬ রান করা রনি। টি-২০ স্পেশালিষ্ট কাইরন পোলার্ড এবং আন্দ্রে রাসেল দ্রুত বিদায় নিলে ভেঙে যায় ঢাকার প্রতিরোধ। শেষ দিকে নুরুল হাসান সোহান এবং মাহমুদুল হাসানরা শুধু ব্যবধানই কমিয়েছেন।

এর আগে তামিম ব্যাট হাতে তামিম প্রমাণ করে দেন, ওস্তাদের মার শেষ রাতে। আসরে সর্বোচ্চ তিনবার ডাক মারা তামিম ফাইনালে এসে খেল দেখালেন। একটা শিরোপার আক্ষেপ পূরণে নিজের সেরাটাই দিয়েছেন। টি-২০তে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন। দলকে এনে দেন ১৯৯ রানের বিশাল সংগ্রহ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য একেবারেই ভালো হয়নি কুমিল্লার। শুরুতেই দারুণ ফর্মে থাকা এভিন লুইসকে ফেরান রুবেল হোসেন। এরপর এনামুল হককে সঙ্গে নিয়ে প্রাথমিক চাপ সামাল দেয়ার পর শেষ দিকে ঝড় তুলে অপরাজিত থাকেন ১৪১ রানে।

স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৯৯/৩ (২০)
তামিম ইকবাল ১৪১* (৬১)
এভিন লুইস ৬ (৭)
এনামুল হক ২৪ (৩০)
ইমরুল কায়েস ১৭* (২১)
বোলার:
আন্দ্রে রাসেল ৪-০-৩৭-০
রুবেল হোসেন ৪-০৪৮-১
সাকিব আল হাসান ৪-০-৪৫-১
সুনিল নারিন ৪-০-১৮-০
কাজী অনিক ২-০-১৯-০
শুভাগত হোম ১-০-১৪-০
মাহমুদুল হাসান ১-০-১২-০

ঢাকা ডায়নামাইটস: ১৮২/৯ (২০)
উপল থারাঙ্গা ৪৮ (২৭)
সুনিল নারিন ০ (০)
রনি তালুকদার ৬৬ (৩৮)
সাকিব আল হাসান ৩ (৫)
কাইরন পোলার্ড ১৩ (১৫)
আন্দ্রে রাসেল ৪ (৩)
নুরুল হাসান ১৮ (১৪)
শুভাগত হোম ০ (২)
মাহমুদুল হাসান ১৫ (৮)
রুবেল হোসেন ৫* (৫)
কাজী অনিক ১* (২)
বোলার:
মোহাম্মদ সাইফুদ্দিন ৪-০-৩৮-২
মেহেদী হাসান ৩-০-৩০-০
ওয়াহাব রিয়াজ ৪-০-২৮-৩
সঞ্জিত সাহা ১-০-১০-০
শহীদ আফ্রিদি ৪-০-৩৭-০
থিসারা পেরেরা ৪-০-৩৫-২

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৭ রানে জয়ী।

Adds Banner_2024
Adds Banner_2024

রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী

Adds Banner_2024

ঢাকাকে কাঁদিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপিএল শিরোপা জয়

আপডেটের সময় : ০৫:১৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯

ক্রিড়া প্রতিবেদকঃ ঢাকা ডায়নমাইটসকে কাঁদিয়ে দ্বিতীয় বারের মতো বিপিএলের শিরোপা ঘরে তুলল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে ১৭ রানের জয় তুলে নিয়েছে তারা। জয়ের নায়ক তামিম ইকবাল। টি-২০তে ক্যারিয়ারসেরা ইনিংস খেলে প্রথম শিরোপার স্বাদ পেলেন তামিমও।

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটে নেমে তামিম ইকবালের নায়কোচিত ব্যাটিংয়ে বিশাল টার্গেট দাঁড় করায় কুমিল্লা। জবাবে শুরুতেই ওপেনার সুনিল নারিন রান আউট হয়ে ফেরেন। তবে শুরুতেই ধাক্কা খেলেও দলকে চাপে পড়তে দেননি রনি তালুকদার। উপল থারাঙ্গাকে সঙ্গে নিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করেন। ২৭ বলে ৪৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলে স্বদেশী থিসারা পেরেরার শিকার হন থারাঙ্গা। ৯ ওভারে দলের সংগ্রহ তখন ১২০।

Trulli

এরপর হঠাৎই ছন্দপতন। অধিনায়ক সাকিব ছিলেন আসা যাওয়ার মধ্যে। অধিনায়কের দেখানো পথে হাঁটেন ৩৮ বলে ৬৬ রান করা রনি। টি-২০ স্পেশালিষ্ট কাইরন পোলার্ড এবং আন্দ্রে রাসেল দ্রুত বিদায় নিলে ভেঙে যায় ঢাকার প্রতিরোধ। শেষ দিকে নুরুল হাসান সোহান এবং মাহমুদুল হাসানরা শুধু ব্যবধানই কমিয়েছেন।

এর আগে তামিম ব্যাট হাতে তামিম প্রমাণ করে দেন, ওস্তাদের মার শেষ রাতে। আসরে সর্বোচ্চ তিনবার ডাক মারা তামিম ফাইনালে এসে খেল দেখালেন। একটা শিরোপার আক্ষেপ পূরণে নিজের সেরাটাই দিয়েছেন। টি-২০তে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন। দলকে এনে দেন ১৯৯ রানের বিশাল সংগ্রহ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য একেবারেই ভালো হয়নি কুমিল্লার। শুরুতেই দারুণ ফর্মে থাকা এভিন লুইসকে ফেরান রুবেল হোসেন। এরপর এনামুল হককে সঙ্গে নিয়ে প্রাথমিক চাপ সামাল দেয়ার পর শেষ দিকে ঝড় তুলে অপরাজিত থাকেন ১৪১ রানে।

স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৯৯/৩ (২০)
তামিম ইকবাল ১৪১* (৬১)
এভিন লুইস ৬ (৭)
এনামুল হক ২৪ (৩০)
ইমরুল কায়েস ১৭* (২১)
বোলার:
আন্দ্রে রাসেল ৪-০-৩৭-০
রুবেল হোসেন ৪-০৪৮-১
সাকিব আল হাসান ৪-০-৪৫-১
সুনিল নারিন ৪-০-১৮-০
কাজী অনিক ২-০-১৯-০
শুভাগত হোম ১-০-১৪-০
মাহমুদুল হাসান ১-০-১২-০

ঢাকা ডায়নামাইটস: ১৮২/৯ (২০)
উপল থারাঙ্গা ৪৮ (২৭)
সুনিল নারিন ০ (০)
রনি তালুকদার ৬৬ (৩৮)
সাকিব আল হাসান ৩ (৫)
কাইরন পোলার্ড ১৩ (১৫)
আন্দ্রে রাসেল ৪ (৩)
নুরুল হাসান ১৮ (১৪)
শুভাগত হোম ০ (২)
মাহমুদুল হাসান ১৫ (৮)
রুবেল হোসেন ৫* (৫)
কাজী অনিক ১* (২)
বোলার:
মোহাম্মদ সাইফুদ্দিন ৪-০-৩৮-২
মেহেদী হাসান ৩-০-৩০-০
ওয়াহাব রিয়াজ ৪-০-২৮-৩
সঞ্জিত সাহা ১-০-১০-০
শহীদ আফ্রিদি ৪-০-৩৭-০
থিসারা পেরেরা ৪-০-৩৫-২

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৭ রানে জয়ী।