রাজশাহী , শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মাসেতু নির্মাণ করতে হয়েছে শেখ হাসিনাকে ‌‌‘ইকেবানা’ উপহার পাঠালেন বাবা হারানো জাপানি কন্যা দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে : চীন কোটা আন্দোলন : বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস বর্জনসহ তিন দিনের কর্মসূচি ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন কোটা বিরোধীরা চতুর্থদিনের মতো আন্দোলনে কোটাবিরোধীরা রাবিতে কোটা সংস্কার আন্দোলনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল ৪ বিভাগে হতে পারে ভারী বৃষ্টি ‘কাফনের কাপড়’ পরে আমরণ অনশনে শিক্ষার্থীরা, দাবি মেনে নিলো রামেবি দেশের ৫ বিভাগ এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত : প্রধানমন্ত্রী বাগমারায় শ্রেণিকক্ষ থেকে অজগর সাপ উদ্ধার, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক নাটোরে জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম, আহত ৭ ঢাকার দুই সিটি নির্বাচন জানুয়ারিতে ভারতে ভোলে বাবার সৎসঙ্গ সভায় যেভাবে প্রাণ গেল শতাধিক মানুষের ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু এবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা থেকে তিনটি বোমা উদ্ধার

তিন বছরেও শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, জনদুর্ভোগ চরমে

  • আপডেটের সময় : ০৫:৩২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
  • ১১৬ টাইম ভিউ
Adds Banner_2024

জনপদ ডেস্ক: দরপত্র আহ্বানের তিন বছর পরও শেষ হয়নি বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ। আদমদীঘি উপজেলা অংশের ১০ কিলোমিটারের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দকের সৃষ্টি হয়েছে। এতে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করছে। সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, ঠিকাদার আবার কাজ শুরু করলেও ভালো ফলাফল দেখাতে না, পারলে তাদের চুক্তি বাতিল হবে। এতে তাদের ১২ কোটি টাকা জরিমানা গুণতে হতে পারে।

সওজ বিভাগ সূত্র জানায়, ২০১৭ সালে একনেকে পাস হওয়া ৪৫ কিলোমিটার বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়ক উন্নয়ন কাজ প্রকল্প অনুমোদন হয়। বরাদ্দ দেওয়া হয় ২০০ কোটি টাকা। তিন বছর আগে দরপত্রের মাধ্যমে কাজের দায়িত্বলাভ করে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দুটি প্রতিষ্ঠান বগুড়া থেকে দুপচাঁচিয়া পর্যন্ত কাজ শেষ করে। তবে নাভানা কনস্ট্রাকশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান আদমদীঘি উপজেলা এলাকার ১০ কিলোমিটার অংশের ৫৮ কোটি টাকার কাজ শেষ করতে পারেনি।
তাদের গত বছরের ৩০ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। এতে কার্পেট উঠে উপজেলার মুরইল থেকে সান্তাহার পশ্চিম ঢাকা রোড পর্যন্ত চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে।

Trulli

সূত্রটি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় তাদের চুক্তি বাতিল হতে পারে। এ ব্যাপারে গত ২১ জুলাই সংশ্লিষ্ট দফতরে সুপারিশ করা হয়েছে। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় ১২ কোটি টাকা জরিমানা গুণতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, আঞ্চলিক সড়কের আদমদীঘি উপজেলার প্রায় ১০ কিলোমিটার অংশের অধিকাংশ এলাকায় ছোটবড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে পণ্য ও যানবাহন চালক এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব গর্তে পড়ে যন্ত্রাংশ ভেঙে যানবাহন বিকল হচ্ছে। মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটছে।

ট্রাক চালক ফরিদ উদ্দিন, বাসচালক মোফাফফর হোসেন, সিএনজি চালক সেলিম শেখ প্রমুখ জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের আদমদীঘি অংশ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কে সৃষ্ট গর্তে পড়ে যানবাহনের ক্ষতি হচ্ছে। তারা অবিলম্বে সড়কটির সংস্কার কাজ শেষ করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের কারণে মূলত সড়ক উন্নয়ন কাজের বিলম্ব ঘটছে। এ কারণে ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল ও জরিমানার চিন্তাভাবনা করা হয়েছিল। তাদের বিল আটকে রাখা হয়েছে। কিন্তু ঠিকাদার আবার দ্রুত গতিতে কাজ শুরু করেছে। এভাবে চললে আগামী দুই মাসের মধ্যে সংস্কার কাজ শেষ হবে। এরপরও ঢাকা থেকে কাজের মূল্যয়ন করতে টিম আসবে। তাদের রিপোর্টের ওপর ঠিকাদারের ভবিষ্যৎ নির্ভর করছে।

Adds Banner_2024
Adds Banner_2024

রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী

Adds Banner_2024

তিন বছরেও শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, জনদুর্ভোগ চরমে

আপডেটের সময় : ০৫:৩২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০

জনপদ ডেস্ক: দরপত্র আহ্বানের তিন বছর পরও শেষ হয়নি বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ। আদমদীঘি উপজেলা অংশের ১০ কিলোমিটারের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দকের সৃষ্টি হয়েছে। এতে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করছে। সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, ঠিকাদার আবার কাজ শুরু করলেও ভালো ফলাফল দেখাতে না, পারলে তাদের চুক্তি বাতিল হবে। এতে তাদের ১২ কোটি টাকা জরিমানা গুণতে হতে পারে।

সওজ বিভাগ সূত্র জানায়, ২০১৭ সালে একনেকে পাস হওয়া ৪৫ কিলোমিটার বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়ক উন্নয়ন কাজ প্রকল্প অনুমোদন হয়। বরাদ্দ দেওয়া হয় ২০০ কোটি টাকা। তিন বছর আগে দরপত্রের মাধ্যমে কাজের দায়িত্বলাভ করে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দুটি প্রতিষ্ঠান বগুড়া থেকে দুপচাঁচিয়া পর্যন্ত কাজ শেষ করে। তবে নাভানা কনস্ট্রাকশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান আদমদীঘি উপজেলা এলাকার ১০ কিলোমিটার অংশের ৫৮ কোটি টাকার কাজ শেষ করতে পারেনি।
তাদের গত বছরের ৩০ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। এতে কার্পেট উঠে উপজেলার মুরইল থেকে সান্তাহার পশ্চিম ঢাকা রোড পর্যন্ত চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে।

Trulli

সূত্রটি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় তাদের চুক্তি বাতিল হতে পারে। এ ব্যাপারে গত ২১ জুলাই সংশ্লিষ্ট দফতরে সুপারিশ করা হয়েছে। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় ১২ কোটি টাকা জরিমানা গুণতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, আঞ্চলিক সড়কের আদমদীঘি উপজেলার প্রায় ১০ কিলোমিটার অংশের অধিকাংশ এলাকায় ছোটবড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে পণ্য ও যানবাহন চালক এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব গর্তে পড়ে যন্ত্রাংশ ভেঙে যানবাহন বিকল হচ্ছে। মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটছে।

ট্রাক চালক ফরিদ উদ্দিন, বাসচালক মোফাফফর হোসেন, সিএনজি চালক সেলিম শেখ প্রমুখ জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের আদমদীঘি অংশ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কে সৃষ্ট গর্তে পড়ে যানবাহনের ক্ষতি হচ্ছে। তারা অবিলম্বে সড়কটির সংস্কার কাজ শেষ করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের কারণে মূলত সড়ক উন্নয়ন কাজের বিলম্ব ঘটছে। এ কারণে ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল ও জরিমানার চিন্তাভাবনা করা হয়েছিল। তাদের বিল আটকে রাখা হয়েছে। কিন্তু ঠিকাদার আবার দ্রুত গতিতে কাজ শুরু করেছে। এভাবে চললে আগামী দুই মাসের মধ্যে সংস্কার কাজ শেষ হবে। এরপরও ঢাকা থেকে কাজের মূল্যয়ন করতে টিম আসবে। তাদের রিপোর্টের ওপর ঠিকাদারের ভবিষ্যৎ নির্ভর করছে।