খেলাধুলা

দুর্দান্ত ইনিংস খেলে ফিরলেন আফিফ

ক্রীড়া প্রতিবেদক: ৬ রানে টপঅর্ডারের ৩ উইকেট হারালে চাপে পড়ে সিলেট সিক্সার্স। সেই পরিস্থিতিতে শক্ত হাতে দলের হাল ধরেন আফিফ হোসেন। প্রথমে ডেভিড ওয়ার্নারের সঙ্গে চাপ কাটিয়ে ওঠেন তিনি। পরে শাসাতে থাকেন প্রতিপক্ষ বোলারদের। দারুণ খেলছিলেন এ তরুণ। তবে হঠাৎই পথচ্যুত। খালেদ আহমেদের শর্ট বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।

হারে বিপিএল মিশন শুরু হয়েছে সিলেট সিক্সার্সের। ফলে প্রথম জয়ের খোঁজে ‘চায়ের দেশের’ দলটি। সেই লক্ষ্যে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

তবে শুরুটা শুভ হয়নি সিলেটের। সূচনালগ্নে তাদের ঘাড়ে চেপে বসে অশুভ ভূত। অযাচিত শট খেলে আসেন আর যান টপঅর্ডাররা। ইনিংসের শুরুতে রবি ফ্রাইলিংকের বলে ক্যামেরন ডেলপোর্টকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস।

প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার আগে নাঈম হাসানকে উইকেট বিলিয়ে দিয়ে আসেন নাসির হোসেন। ফলে ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর তার প্রত্যাবর্তনটা সুখের হয়নি। মোসাদ্দেক হোসেনকে ক্যাচ দেয়ার আগে মাত্র ৩ রান করেন মিস্টার ফিনিশার। সেই রেশ না কাটতেই ফ্রাইলিংকের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ হার্ডহিটার সাব্বির রহমান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ১২ ওভারে ৪ উইকেটে – রান। ডেভিড ওয়ার্নার- ও নিকোলাস পুরান-রান নিয়ে ব্যাট করছেন।

সিলেট সিক্সার্স: লিটন দাস, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), নাসির হোসেন, আফিফ হোসেন, সাব্বির রহমান, নিকোলাস পুরান, অলক কাপালি, তাসকিন আহমেদ, সন্দ্বীপ লামিচানে, আল-আমিন হোসেন ও মোহাম্মদ ইরফান।

চিটাগং ভাইকিংস: মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক), সিকান্দার রাজা, মোসেদ্দক হোসেন, নাঈম হাসান, রবি ফ্রাইলিঙ্ক, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহি ও খালেদ আহমেদ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button