জনপদ ডেস্ক

হিমবাহ কাকে বলে?

ইচ্ছেঘুড়ি ডেস্ক: হিমবাহ মানে তুষারের নদী। তুষার হলো হালকা বরফ যা গ্রীষ্মকালেও সেভাবে গলে না। তুষারের নদী চিরকাল টিকে থাকে। বিশ্বের যে কোনো পাহাড়ের গায়েই হিমবাহ থাকতে পারে। যেমন আল্পস পর্বতে রয়েছে প্রায় ১২শ হিমবাহ। পাহাড়ের উপর যে তুষার ঝরে পড়ে তা পাহাড়ের গায়েই আটকে জমতে থাকে। এক সময় নিচের তুষারের ফাঁক থেকে সব বাতাস বের হয়ে গিয়ে সে তুষার হয়ে যায় জমাট কঠিন বরফ।

সেই বরফের উপর যখন আরও তুষার পড়তে থাকে তখন নিচের বরফ তার ভার বহন করতে পারে না। তখন পাহাড়ের ঢালু গা বেয়ে নামতে থাকে। নিচের দিকে নামার পথ যদি পাহাড়ের পরিচিত পথ হয় তাহলে সব ভালো।

তুষার ধসহিমবাহ হয় কোনো নদীকে স্রোতস্বিনী করে তোলে নতুবা নিচের কিছুটা উত্তপ্ত আবহাওয়ায় গলে গিয়ে নতুন নিজেই ছোটখাটো নদীতে পরিণত হয়। আর যদি পথ অজানা হয় তাহলে নামার পথে হিমবাহ সবকিছু ধ্বংস করে দিয়ে যায়। একে পর্বতারোহীদের ভাষায় বলে অ্যাভালাঞ্চ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button