রাজশাহী , সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ঘুষ ছাড়া ভবনের প্ল্যান পাস করে না আরডিএ আজ বেই‌জিং সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ৫ এক দফা দাবিতে ফের ব্লকেড কর্মসূচি ঘোষণা কোটাবিরোধী আন্দোলন: রাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন ও রেলপথ অবরোধের ঘোষণা বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৫ জনের, আহত ২০ এবার ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ ঢাবি শিক্ষার্থীদের ডব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদের সঙ্গে রাসিক মেয়রের সাক্ষাৎ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের রথযাত্রা মহোৎসব শুরু হচ্ছে আজ টাইব্রেকারে ব্রাজিলের স্বপ্নভঙ্গ, সেমিতে উরুগুয়ে পবিত্র আশুরা ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল রাবি রোববার ক্লাস-পরীক্ষা বর্জনসহ ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা বঙ্গবন্ধুর বাল্যকালের স্কুলে প্রধানমন্ত্রী আ.লীগ নেতা বাবুল হত্যা : অভিযুক্ত পৌর মেয়র আক্কাছ গ্রেপ্তার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া

একটি বইয়ের দাম ৯ কোটি টাকা

  • জনপদ ডেস্ক
  • আপডেটের সময় : ০২:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • ১৪ টাইম ভিউ
Adds Banner_2024

বই বিশ্বের অন্যতম মূল্যবান জিনিসের মধ্যে একটি। তবে একটি বইয়ের দাম ৭ কোটি টাকা শুনে একটু অবাক হবেন বৈকি। তবে শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি সত্যি। বইটি ভূতের বই হিসেবেই পরিচিত। যা সম্প্রতি বিক্রি হয়েছে ৯ কোটি ৯ লাখ ১৩ হাজার টাকায়। বইটি প্রথম ছাপা হয়েছিল ১৮১৮ সালে।

ব্রিটিশ এক নারী লেখক মেরি শেলির লেখা এই বই। ১৮১৮ সালে প্রকাশিত বইটির একটিমাত্র কপিই ব্যক্তিগত সংগ্রহে ছিল। আর সেই বইটিই এবার উঠল নিলামে। তারপরই ঘটল অভাবনীয় ঘটনা। নিলামে বইটির দাম উঠলো ৮ লাখ ৪৩ হাজার ৭৫০ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৯ লাখ ১৩ হাজার টাকা!

Trulli

তবে এখন এতো দাম হলেও ১৮১৮ সালে কিন্তু অন্যান্য বইয়ের মতোই অল্প দামে বিক্রি হয়েছে। আবার সে বছরে প্রকাশিত এমন বহু বই ছড়িয়ে রয়েছে, সেগুলোর দাম কিন্তু এমন আকাশছোঁয়া হয়নি। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে এই বইটির মূল্য এত টাকা দাঁড়াল কেন?

বইটি ব্রিটিশ লেখক মেরি শেলি-র লেখা। মাত্র ২১ বছর বয়সে লেখা এই বই আজও দারুণ জনপ্রিয়তা ধরে রেখেছে। বইটির নাম ‘ফ্র্যাঙ্কেনস্টাইন: অর, দ্য মডার্ন প্রমিথিউস’। ফ্র্যাঙ্কেনস্টাইন এমন এক চরিত্র, যা আজও বিশ্বজুড়ে আলোচিত হয়। বারংবার নানা প্রসঙ্গে উঠে আসে ফ্র্যাঙ্কেনস্টাইনের নাম।

১৮১৮ সালে প্রকাশিত এই বইটির প্রথম প্রকাশিত কপিগুলোর মধ্যে ৩টি কপি আজও রয়ে গেছে। গোলাপি মলাটে এই ৩টি কপির আবার একটিমাত্র কপি ব্যক্তিগত সংগ্রহে ছিল। এবার শেষমেশ সেটাই নিলামে উঠল।

একটি কপি ব্যক্তিগত সংগ্রহে থাকলেও বাকি ২টি রয়েছে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে। ফলে পৃথিবীতে একটিমাত্র কপি হওয়ার কারণেই এই বইটির দাম পৌঁছেছে ৯ কোটিতে। বইটির মালিক স্ট্রুটজ ১৯৭৫ সালে অন্য একজনের থেকে বইটি কিনেছিলেন।

বইটি ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন নামের একজন তরুণ বিজ্ঞানীকে নিয়ে লেখা। যিনি একটি অপ্রথাগত বৈজ্ঞানিক পরীক্ষায় একটি বুদ্ধিমান প্রাণী তৈরি করেন। গল্পটি শুরু হয় ভিক্টরের শৈশব থেকে। ইতালির নেপলসে, একটি ধনী জেনেভান পরিবারে জন্মগ্রহণ করেন ভিক্টর। অল্প বয়স থেকেই ভিক্টরের বিশ্বকে বোঝার প্রবল ইচ্ছা রয়েছে। তিনি অ্যালকেমিস্টদের তত্ত্ব নিয়ে চিন্তা করতেন। যদিও তিনি যখন বড় হন তখন তিনি বুঝতে পারেন যে এই ধরনের তত্ত্বগুলো যথেষ্ট পুরোনো।

ভিক্টরের বয়স যখন পাঁচ বছর, তখন তার বাবা-মা এলিজাবেথ ল্যাভেঞ্জা নামের একটি কন্যা শিশুকে দত্তক নেন, যে ছিল একজন বহিষ্কৃত ইতালীয় সম্ভ্রান্ত ব্যক্তির অনাথ কন্যা। যাকে ভিক্টর বিয়ে করার পরিকল্পনা করেন। একসময় ভিক্টর একটি বুদ্ধিমান জীব তৈরি করে ফেলেন ল্যাবে। এভাবেই এগিয়ে যায় গল্পটি।

শেলির যখন ১৮ বছর বয়স তখন তিনি গল্পটি লেখা শুরু করেছিলেন। বইটির প্রথম সংস্করণটি লন্ডনে ১৮১৮ সালের ১ জানুয়ারি প্রকাশিত হয়েছিল, যখন শেলির বয়স ছিল ২০। যদিও প্রথম সংস্করণে শেলির নাম ছিল না। তার নাম প্রথম প্রকাশিত হয়েছিল দ্বিতীয় সংস্করণে, যা ১৮২১ সালে প্যারিসে প্রকাশিত হয়েছিল।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

Adds Banner_2024

একটি বইয়ের দাম ৯ কোটি টাকা

আপডেটের সময় : ০২:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪

বই বিশ্বের অন্যতম মূল্যবান জিনিসের মধ্যে একটি। তবে একটি বইয়ের দাম ৭ কোটি টাকা শুনে একটু অবাক হবেন বৈকি। তবে শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি সত্যি। বইটি ভূতের বই হিসেবেই পরিচিত। যা সম্প্রতি বিক্রি হয়েছে ৯ কোটি ৯ লাখ ১৩ হাজার টাকায়। বইটি প্রথম ছাপা হয়েছিল ১৮১৮ সালে।

ব্রিটিশ এক নারী লেখক মেরি শেলির লেখা এই বই। ১৮১৮ সালে প্রকাশিত বইটির একটিমাত্র কপিই ব্যক্তিগত সংগ্রহে ছিল। আর সেই বইটিই এবার উঠল নিলামে। তারপরই ঘটল অভাবনীয় ঘটনা। নিলামে বইটির দাম উঠলো ৮ লাখ ৪৩ হাজার ৭৫০ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৯ লাখ ১৩ হাজার টাকা!

Trulli

তবে এখন এতো দাম হলেও ১৮১৮ সালে কিন্তু অন্যান্য বইয়ের মতোই অল্প দামে বিক্রি হয়েছে। আবার সে বছরে প্রকাশিত এমন বহু বই ছড়িয়ে রয়েছে, সেগুলোর দাম কিন্তু এমন আকাশছোঁয়া হয়নি। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে এই বইটির মূল্য এত টাকা দাঁড়াল কেন?

বইটি ব্রিটিশ লেখক মেরি শেলি-র লেখা। মাত্র ২১ বছর বয়সে লেখা এই বই আজও দারুণ জনপ্রিয়তা ধরে রেখেছে। বইটির নাম ‘ফ্র্যাঙ্কেনস্টাইন: অর, দ্য মডার্ন প্রমিথিউস’। ফ্র্যাঙ্কেনস্টাইন এমন এক চরিত্র, যা আজও বিশ্বজুড়ে আলোচিত হয়। বারংবার নানা প্রসঙ্গে উঠে আসে ফ্র্যাঙ্কেনস্টাইনের নাম।

১৮১৮ সালে প্রকাশিত এই বইটির প্রথম প্রকাশিত কপিগুলোর মধ্যে ৩টি কপি আজও রয়ে গেছে। গোলাপি মলাটে এই ৩টি কপির আবার একটিমাত্র কপি ব্যক্তিগত সংগ্রহে ছিল। এবার শেষমেশ সেটাই নিলামে উঠল।

একটি কপি ব্যক্তিগত সংগ্রহে থাকলেও বাকি ২টি রয়েছে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে। ফলে পৃথিবীতে একটিমাত্র কপি হওয়ার কারণেই এই বইটির দাম পৌঁছেছে ৯ কোটিতে। বইটির মালিক স্ট্রুটজ ১৯৭৫ সালে অন্য একজনের থেকে বইটি কিনেছিলেন।

বইটি ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন নামের একজন তরুণ বিজ্ঞানীকে নিয়ে লেখা। যিনি একটি অপ্রথাগত বৈজ্ঞানিক পরীক্ষায় একটি বুদ্ধিমান প্রাণী তৈরি করেন। গল্পটি শুরু হয় ভিক্টরের শৈশব থেকে। ইতালির নেপলসে, একটি ধনী জেনেভান পরিবারে জন্মগ্রহণ করেন ভিক্টর। অল্প বয়স থেকেই ভিক্টরের বিশ্বকে বোঝার প্রবল ইচ্ছা রয়েছে। তিনি অ্যালকেমিস্টদের তত্ত্ব নিয়ে চিন্তা করতেন। যদিও তিনি যখন বড় হন তখন তিনি বুঝতে পারেন যে এই ধরনের তত্ত্বগুলো যথেষ্ট পুরোনো।

ভিক্টরের বয়স যখন পাঁচ বছর, তখন তার বাবা-মা এলিজাবেথ ল্যাভেঞ্জা নামের একটি কন্যা শিশুকে দত্তক নেন, যে ছিল একজন বহিষ্কৃত ইতালীয় সম্ভ্রান্ত ব্যক্তির অনাথ কন্যা। যাকে ভিক্টর বিয়ে করার পরিকল্পনা করেন। একসময় ভিক্টর একটি বুদ্ধিমান জীব তৈরি করে ফেলেন ল্যাবে। এভাবেই এগিয়ে যায় গল্পটি।

শেলির যখন ১৮ বছর বয়স তখন তিনি গল্পটি লেখা শুরু করেছিলেন। বইটির প্রথম সংস্করণটি লন্ডনে ১৮১৮ সালের ১ জানুয়ারি প্রকাশিত হয়েছিল, যখন শেলির বয়স ছিল ২০। যদিও প্রথম সংস্করণে শেলির নাম ছিল না। তার নাম প্রথম প্রকাশিত হয়েছিল দ্বিতীয় সংস্করণে, যা ১৮২১ সালে প্যারিসে প্রকাশিত হয়েছিল।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট