রাজশাহী , সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ছোবল দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে বাঘার শ্রমিক নিজের নামে ইন্সটিটিউট স্থাপনে প্রধানমন্ত্রীর ‘না’ রাবি শিক্ষকদের প্রথম দিনের সর্বাত্মক কর্মবিরতি পালন মেয়র লিটনকে আ.লীগ নেতা বাবুল হত্যা মামলার আসামী করার ঘোষণার প্রতিবাদে আ.লীগের সংবাদ সম্মেলন সর্বাত্মক কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা মারা গেছেন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আমি থাকতেই প্রতিটি বিভাগে মেট্রোরেল করে দেব : প্রধানমন্ত্রী এবারের বাজেট মোটেও উচ্চাভিলাষী নয় : সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ৭ হাজার ৬৩৮ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের দুর্গাপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামী নাইম গ্রেফতার সিলেট-সুনামগঞ্জে আবারও বন্যার শঙ্কা লঘুচাপের প্রভাব : সারা দেশে অব্যাহত থাকবে বৃষ্টিপাত বাজার মূলধনে যোগ হলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ভিনির জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে দিলো ব্রাজিল জুনে প্রচণ্ড গরমে ভুগেছেন বাংলাদেশের ১৭ কোটি মানুষ সচল হয়েছে সাবমেরিন ক্যাবল, ফের মিলবে দ্রুতগতির ইন্টারনেট ‘টাকা পাঠিয়ে তুমি আমার জান ভিক্ষা দাও মা, আর সহ্য করতে পারছি না’ তিন হাজার টাকার ফ্যান ১০ হাজারে কিনেছে বিএমডিএ

গ্যালারি থেকে পেনাল্টি নিতে চান নেইমার

  • জনপদ ডেস্ক
  • আপডেটের সময় : ১২:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • ৩৬ টাইম ভিউ
Adds Banner_2024

পেনাল্টি পেয়েছে ব্রাজিল, আর সেই শট নিবেন না নেইমার তা খুব কমই হয়েছে। জাতীয় দলের জার্সিতে বেশির ভাগ সময় সেলেসাওদের হয়ে পেনাল্টি শট নিতে দেখা গেছে তাকে।

ইনজুরির কারণে চলতি কোপা আমেরিকায় খেলা হচ্ছে না তার। তবে ব্রাজিলের ম্যাচ দিন ঠিকই উপস্থিত থাকছেন গ্যালারিতে। উপভোগ করছেন সতীর্থদের খেলা। গ্যালারিতে বসে দেখেন কোস্টারিকার বিপক্ষে ভিনিসিয়ুস-রদ্রিগোদের গোল মিসের মহড়া।

শনিবার (২৯ জুন) প্যারাগুয়ের বিপক্ষেও ছিলেন গ্যালারিতে। এ ম্যাচে প্রথম থেকে আক্রমণে ছিল ব্রাজিলের। ম্যাচের ৩১ মিনিটে গোলের সবচেয়ে বড় সুযোগ নষ্ট করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ডি-বক্সে প্যারাগুয়ের মিডফিল্ডার অ্যাড্রিয়ান কিউবাস হ্যান্ডবল করলে পেনাল্টি পায় সেলেসাওরা। লুকাস প্যাকুয়েতা পেনাল্টি শট মারেন গোলপোস্টের বাইরে। গোল বঞ্চিত হয় ব্রাজিল।

ম্যাচের ৬৩ মিনিটে নিজেদের বক্সে দ্বিতীয়বারের মতো হ্যান্ডবল করে প্যারাগুয়ে। এতে আবারও পেনাল্টি পায় ব্রাজিল। এবার কে নিবেন পেনাল্টি শট, এ নিয়ে আগ্রহ ছিল সমর্থকদের মধ্যে।

এমন সময়ে গ্যালারিতে দাঁড়িয়ে নেইমার চিৎকার করে বলতে থাকেন, ‘আমি এটা (পেনাল্টি), আমি এটা নেব!’ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই ছবি।

এদিকে প্রথমবারের মতো আবারও শট নিতে আসেন লুকাস প্যাকুয়েতা। তবে এবার আর ভুল করেননি এই অ্যাটাকিং মিডফিল্ডার। এতে ৪-১ গোলে ম্যাচ জিতে নেয় সেলেসাওরা। যদিও হ্যাটট্রিক পুরণ করার সুযোগ ছিল ম্যাচে জোড়া গোল করা ভিনিসিয়ুস জুনিয়রের।

ক্লাব এবং আন্তর্জাতিক মিলিয়ে ১০২টি পেনাল্টি শট নিয়েছেন নেইমার জুনিয়র। এর মধ্যে ৮৫টি করেন গোল। আর মিস করেছেন বাকি ১৭টি। বর্তমানে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাও তিনি।

তবে ব্রাজিলের জার্সি আর ফিরতে পারবেন কি না, তা নিয়ে সন্দহে রয়েছে। গত সোমবার (২৪ জুন) কোস্টারিকা বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গণমাধ্যমে ব্রাজিলের নতুন কোচকে বলেছিলেন, ‘নেইমার ব্রাজিল ফুটবলের সম্পদ। তবে এখন চাই বড়মাপের একটা পরিবর্তন এবং সংস্কারের। সেখানে নেইমারকে বাদ দিয়ে নতুন মুখদের নিয়েই আমাকে কৌশল ঠিক করতে হবে। এই মুহূর্তে সে আমার ভাবনায় নেই। বিশ্বকাপে হারানো গৌরব ফেরাতে হলে নতুন কিছু নিয়ে ভাবতে হবে। এই তরুণ ব্রাজিলের প্রতি অগাধ আস্থা রয়েছে আমার।’

এখন দেখা যাক কী আছে নেইমাররের ভাগ্য। আবারও জাতীয় দলের জার্সি পড়বেন, না কি শেষ হয়ে যাবে তার আন্তর্জাতিক ক্যারিয়ার?

Adds Banner_2024
Adds Banner_2024

ছোবল দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে বাঘার শ্রমিক

Adds Banner_2024

গ্যালারি থেকে পেনাল্টি নিতে চান নেইমার

আপডেটের সময় : ১২:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

পেনাল্টি পেয়েছে ব্রাজিল, আর সেই শট নিবেন না নেইমার তা খুব কমই হয়েছে। জাতীয় দলের জার্সিতে বেশির ভাগ সময় সেলেসাওদের হয়ে পেনাল্টি শট নিতে দেখা গেছে তাকে।

ইনজুরির কারণে চলতি কোপা আমেরিকায় খেলা হচ্ছে না তার। তবে ব্রাজিলের ম্যাচ দিন ঠিকই উপস্থিত থাকছেন গ্যালারিতে। উপভোগ করছেন সতীর্থদের খেলা। গ্যালারিতে বসে দেখেন কোস্টারিকার বিপক্ষে ভিনিসিয়ুস-রদ্রিগোদের গোল মিসের মহড়া।

শনিবার (২৯ জুন) প্যারাগুয়ের বিপক্ষেও ছিলেন গ্যালারিতে। এ ম্যাচে প্রথম থেকে আক্রমণে ছিল ব্রাজিলের। ম্যাচের ৩১ মিনিটে গোলের সবচেয়ে বড় সুযোগ নষ্ট করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ডি-বক্সে প্যারাগুয়ের মিডফিল্ডার অ্যাড্রিয়ান কিউবাস হ্যান্ডবল করলে পেনাল্টি পায় সেলেসাওরা। লুকাস প্যাকুয়েতা পেনাল্টি শট মারেন গোলপোস্টের বাইরে। গোল বঞ্চিত হয় ব্রাজিল।

ম্যাচের ৬৩ মিনিটে নিজেদের বক্সে দ্বিতীয়বারের মতো হ্যান্ডবল করে প্যারাগুয়ে। এতে আবারও পেনাল্টি পায় ব্রাজিল। এবার কে নিবেন পেনাল্টি শট, এ নিয়ে আগ্রহ ছিল সমর্থকদের মধ্যে।

এমন সময়ে গ্যালারিতে দাঁড়িয়ে নেইমার চিৎকার করে বলতে থাকেন, ‘আমি এটা (পেনাল্টি), আমি এটা নেব!’ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই ছবি।

এদিকে প্রথমবারের মতো আবারও শট নিতে আসেন লুকাস প্যাকুয়েতা। তবে এবার আর ভুল করেননি এই অ্যাটাকিং মিডফিল্ডার। এতে ৪-১ গোলে ম্যাচ জিতে নেয় সেলেসাওরা। যদিও হ্যাটট্রিক পুরণ করার সুযোগ ছিল ম্যাচে জোড়া গোল করা ভিনিসিয়ুস জুনিয়রের।

ক্লাব এবং আন্তর্জাতিক মিলিয়ে ১০২টি পেনাল্টি শট নিয়েছেন নেইমার জুনিয়র। এর মধ্যে ৮৫টি করেন গোল। আর মিস করেছেন বাকি ১৭টি। বর্তমানে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাও তিনি।

তবে ব্রাজিলের জার্সি আর ফিরতে পারবেন কি না, তা নিয়ে সন্দহে রয়েছে। গত সোমবার (২৪ জুন) কোস্টারিকা বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গণমাধ্যমে ব্রাজিলের নতুন কোচকে বলেছিলেন, ‘নেইমার ব্রাজিল ফুটবলের সম্পদ। তবে এখন চাই বড়মাপের একটা পরিবর্তন এবং সংস্কারের। সেখানে নেইমারকে বাদ দিয়ে নতুন মুখদের নিয়েই আমাকে কৌশল ঠিক করতে হবে। এই মুহূর্তে সে আমার ভাবনায় নেই। বিশ্বকাপে হারানো গৌরব ফেরাতে হলে নতুন কিছু নিয়ে ভাবতে হবে। এই তরুণ ব্রাজিলের প্রতি অগাধ আস্থা রয়েছে আমার।’

এখন দেখা যাক কী আছে নেইমাররের ভাগ্য। আবারও জাতীয় দলের জার্সি পড়বেন, না কি শেষ হয়ে যাবে তার আন্তর্জাতিক ক্যারিয়ার?