রাজশাহী , সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা মারা গেছেন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আমি থাকতেই প্রতিটি বিভাগে মেট্রোরেল করে দেব : প্রধানমন্ত্রী এবারের বাজেট মোটেও উচ্চাভিলাষী নয় : সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ৭ হাজার ৬৩৮ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের দুর্গাপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামী নাইম গ্রেফতার সিলেট-সুনামগঞ্জে আবারও বন্যার শঙ্কা লঘুচাপের প্রভাব : সারা দেশে অব্যাহত থাকবে বৃষ্টিপাত বাজার মূলধনে যোগ হলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ভিনির জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে দিলো ব্রাজিল জুনে প্রচণ্ড গরমে ভুগেছেন বাংলাদেশের ১৭ কোটি মানুষ সচল হয়েছে সাবমেরিন ক্যাবল, ফের মিলবে দ্রুতগতির ইন্টারনেট ‘টাকা পাঠিয়ে তুমি আমার জান ভিক্ষা দাও মা, আর সহ্য করতে পারছি না’ তিন হাজার টাকার ফ্যান ১০ হাজারে কিনেছে বিএমডিএ উত্তাল বঙ্গোপসাগর,পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কা, নিহত ১৩ স্থানীয় সরকারের ২২৩ পদে নির্বাচন ২৭ জুলাই ১০ মিনিটে জুমার খুতবা ও নামাজ শেষ করার নির্দেশ দিল আরব আমিরাত বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলেদেশ দল

ঢাকার সঙ্গে আমার একটা টান রয়েছে : পরমব্রত

  • আপডেটের সময় : ০১:৫২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • ১৩ টাইম ভিউ
Adds Banner_2024

ঢাকায় মুক্তি পাচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘আজব কারখানা’। আগামী ১২ জুলাই সিনেমাটি মুক্তি চূড়ান্ত করার কথা জানিয়েছে পরিচালক শবনম ফেরদৌসী। ছবিতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। বৃহষ্পতিবার চলচ্চিত্রের প্রচারণার কাজে ঢাকায় এসেছেন তিনি।

এদিকে বৃহষ্পতিবার ছিল পরমব্রতের জন্মদিন (২৭ জুন)। তা সত্ত্বেও শবনমের ডাকে এদিন ছবির প্রচারণায় ঢাকায় উপস্থিত হন টালিগঞ্জের এই নামী অভিনেতা। কাকতালীয়ভাবে এবারই প্রথম ঢাকায় বিশেষ দিনটি কাটাতে হলো তার। অবশ্য নিরুপায় হয়ে এদিনই আসতে হয়েছে অভিনেতাকে; ব্যক্তিগত জীবনের আগে কাজটাকেই প্রাধান্য দিয়েছেন তিনি।

কিন্তু তাতেও পরমব্রতের কোনো দুঃখ নেই, ছিলো না কোনো আক্ষেপ। কারণ ঢাকাকে নিজের শহরের মতোই মনে করেন এই অভিনেতা। তাই ছবির প্রচারে এসে ঢাকার অভিজাত ক্লাবে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাসিমুখেই সবকিছু সামাল দিয়েছেন তিনি।

পরমব্রত বলেন, ‘জন্মদিনের বাইরে আমার আর ডেট ফাঁকা পাচ্ছিলাম না। আবার এখানে আসাটাও জরুরি ‘আজব কারখানা’র জন্য। এই সিনেমাটি আমার অনেক কাছের এবং গুরুত্বপূর্ণ। তাই ভাবলাম, জন্মদিনটা যদি কলকাতার বাইরে কাটাতেই হয়, তবে ঢাকার চেয়ে বেটার কিছু হতে পারে না। কারণ এই শহরের সঙ্গে আমার অন্যরকমের একটা সুতো বাঁধা আছে। একটা টান রয়েছে। সেজন্যই জন্মদিনের তারিখটা কলকাতা থেকে বের করে নিয়েছি ঢাকার জন্য।’

এদিন ‘আজব কারখানা’ মুক্তির ঘোষণা দেন নির্মাতা। শবনম ফেরদৌসী জানান, আগামী ১২ জুলাই সিনেমাটি মুক্তি চূড়ান্ত করেছেন তারা।

সৈয়দা নিগার বানুর রচনায় ‘আজব কারখানা’ সিনেমাটি প্রযোজনা করেছেন প্রযোজক-পরিচালক সামিয়া জামান। এই ছবির কেন্দ্রীয় চরিত্র কলকাতার পরমব্রত চ্যাটার্জী ছাড়াও অভিনয় করছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান রুমি, হেলিম বয়াতী, দিলু বয়াতী, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, মুনতাকা অর্পন, মাইমুনা মমো এবং মাহরিন মান্য। ছবিতে পাঁচটি মৌলিক গান রয়েছে। এর মধ্যে কবি হেলাল হাফিজের ৪টি কবিতাকে গানে রূপ দেওয়া হয়েছে।

Adds Banner_2024

ঢাকার সঙ্গে আমার একটা টান রয়েছে : পরমব্রত

আপডেটের সময় : ০১:৫২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

ঢাকায় মুক্তি পাচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘আজব কারখানা’। আগামী ১২ জুলাই সিনেমাটি মুক্তি চূড়ান্ত করার কথা জানিয়েছে পরিচালক শবনম ফেরদৌসী। ছবিতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। বৃহষ্পতিবার চলচ্চিত্রের প্রচারণার কাজে ঢাকায় এসেছেন তিনি।

এদিকে বৃহষ্পতিবার ছিল পরমব্রতের জন্মদিন (২৭ জুন)। তা সত্ত্বেও শবনমের ডাকে এদিন ছবির প্রচারণায় ঢাকায় উপস্থিত হন টালিগঞ্জের এই নামী অভিনেতা। কাকতালীয়ভাবে এবারই প্রথম ঢাকায় বিশেষ দিনটি কাটাতে হলো তার। অবশ্য নিরুপায় হয়ে এদিনই আসতে হয়েছে অভিনেতাকে; ব্যক্তিগত জীবনের আগে কাজটাকেই প্রাধান্য দিয়েছেন তিনি।

কিন্তু তাতেও পরমব্রতের কোনো দুঃখ নেই, ছিলো না কোনো আক্ষেপ। কারণ ঢাকাকে নিজের শহরের মতোই মনে করেন এই অভিনেতা। তাই ছবির প্রচারে এসে ঢাকার অভিজাত ক্লাবে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাসিমুখেই সবকিছু সামাল দিয়েছেন তিনি।

পরমব্রত বলেন, ‘জন্মদিনের বাইরে আমার আর ডেট ফাঁকা পাচ্ছিলাম না। আবার এখানে আসাটাও জরুরি ‘আজব কারখানা’র জন্য। এই সিনেমাটি আমার অনেক কাছের এবং গুরুত্বপূর্ণ। তাই ভাবলাম, জন্মদিনটা যদি কলকাতার বাইরে কাটাতেই হয়, তবে ঢাকার চেয়ে বেটার কিছু হতে পারে না। কারণ এই শহরের সঙ্গে আমার অন্যরকমের একটা সুতো বাঁধা আছে। একটা টান রয়েছে। সেজন্যই জন্মদিনের তারিখটা কলকাতা থেকে বের করে নিয়েছি ঢাকার জন্য।’

এদিন ‘আজব কারখানা’ মুক্তির ঘোষণা দেন নির্মাতা। শবনম ফেরদৌসী জানান, আগামী ১২ জুলাই সিনেমাটি মুক্তি চূড়ান্ত করেছেন তারা।

সৈয়দা নিগার বানুর রচনায় ‘আজব কারখানা’ সিনেমাটি প্রযোজনা করেছেন প্রযোজক-পরিচালক সামিয়া জামান। এই ছবির কেন্দ্রীয় চরিত্র কলকাতার পরমব্রত চ্যাটার্জী ছাড়াও অভিনয় করছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান রুমি, হেলিম বয়াতী, দিলু বয়াতী, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, মুনতাকা অর্পন, মাইমুনা মমো এবং মাহরিন মান্য। ছবিতে পাঁচটি মৌলিক গান রয়েছে। এর মধ্যে কবি হেলাল হাফিজের ৪টি কবিতাকে গানে রূপ দেওয়া হয়েছে।