রাজশাহী , সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা মারা গেছেন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আমি থাকতেই প্রতিটি বিভাগে মেট্রোরেল করে দেব : প্রধানমন্ত্রী এবারের বাজেট মোটেও উচ্চাভিলাষী নয় : সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ৭ হাজার ৬৩৮ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের দুর্গাপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামী নাইম গ্রেফতার সিলেট-সুনামগঞ্জে আবারও বন্যার শঙ্কা লঘুচাপের প্রভাব : সারা দেশে অব্যাহত থাকবে বৃষ্টিপাত বাজার মূলধনে যোগ হলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ভিনির জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে দিলো ব্রাজিল জুনে প্রচণ্ড গরমে ভুগেছেন বাংলাদেশের ১৭ কোটি মানুষ সচল হয়েছে সাবমেরিন ক্যাবল, ফের মিলবে দ্রুতগতির ইন্টারনেট ‘টাকা পাঠিয়ে তুমি আমার জান ভিক্ষা দাও মা, আর সহ্য করতে পারছি না’ তিন হাজার টাকার ফ্যান ১০ হাজারে কিনেছে বিএমডিএ উত্তাল বঙ্গোপসাগর,পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কা, নিহত ১৩ স্থানীয় সরকারের ২২৩ পদে নির্বাচন ২৭ জুলাই ১০ মিনিটে জুমার খুতবা ও নামাজ শেষ করার নির্দেশ দিল আরব আমিরাত বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলেদেশ দল

কোয়ার্টারের আগে মাঠে ফেরা হচ্ছে না মেসির

  • জনপদ ডেস্ক
  • আপডেটের সময় : ১২:৫৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • ২৪ টাইম ভিউ
Adds Banner_2024

কোপা আমেরিকা কাপে আর্জেন্টিনার পরের ম্যাচ পেরুর বিপেক্ষ। বাংলাদেশ সময় রোববার (২৮ জুন) সকাল ৬টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।

কানাডা ও চিলিকে হারিয়ে লাতিন মহাদেশীয় আসরের কোয়ার্টার ফাইনালে উঠেছে লিওনেল স্কালোনির দল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য আর্জেন্টাইনদের। বর্তমান বিশ্বজয়ীদের বড় উদ্বেগের নাম লিওনেল মেসি।

চিলির বিপক্ষে ইনজুরিতে পড়েন আর্জেন্টাইন অধিনায়ক। পেরুর বিপক্ষে বিশ্রাম দেওয়া হতে পারে তাকে। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে দলের অনুশীলনে দেখা যায়নি মেসিকে। পেরুর বিপক্ষে খেলার সম্ভাবনা কম। সরাসরি কোয়ার্টার ফাইনাল মাঠে নামবেন তিনি।

কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইকুয়েডর অথবা মেক্সিকো। দুম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে এ-গ্রুপের টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ড্র করলে গ্রুপসেরা হয়ে শেষ আটে জায়গা করে নেবেন মেসিরা।

কানাডা-চিলির ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে এ-গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে যাবে কারা।

এখন আর্জেন্টাইনদের বেশি মনোযোগ দলের সেরা তারকা মেসিকে ঘিরে। ইনজুরি আক্রান্ত স্থান নিয়ে কাজ করছে আর্জেন্টিনা জাতীয় দলের চিকিৎসক দল। চিলির বিপক্ষে নামার আগে গলাব্যাথা ও জ্বরে ভুগছিলেন তিনি। কাজে তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

শুক্রবার (২৮ জুন) ইনজুরির অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি দলের অনুশীলনে যোগ দেবেন কি না। আর তা না হলে ইনজুরি পরবর্তী পুনর্বাসন পক্রিয়ার জন্য আলাদা অনুশীলন করানো হবে মেসিকে।

যাতে কোপা আমেরিকার নকআউট পর্ব আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠেন আর্জেন্টাইন কিংবদন্তি। এ-গ্রুপের চ্যাম্পিয়ন হলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হবে বি-গ্রুপের রানার্স আপ ইকুয়েডর অথবা মেক্সিকো।

গ্রুপের এক নম্বর দল হলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে নামতে হবে বাংলাদেশ সময় শুক্রবার (৫ জুলাই) সকালে। আর গ্রুপের রানার্স আপ হলে লিওনেল স্কালনির দলকে খেলতে হবে বাংলাদেশ সময় শনিবার (৬ জুলাই) সকালে। ধারণা করা হচ্ছে এই সময়ের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন মেসি।

মেসির ইনজুরির ইতিহাস

চলতি বছরের শুরুতে বিভিন্ন শারীরিক অস্বস্তির কথা জানাছিলেন মেসি। এ জন্য তাকে বিশ্রামও দেয় ইন্টার মায়ামি। ডান পায়ের মাংস পেশিতে চোটের কারণে গত মার্চে এল সালভাদর এবং কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাতীয় দলের জার্সিতে নামা হয়নি তার।

এর আগে ২০২৩ সালের ২১ নভেম্বর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ঐতিহাসিক মারাকানায় ১-০ গোলের জয়ের ম্যাচে পুরো সময় খেলতে পারেনি মেসি।

তার পরিবর্তে অ্যাঞ্জেল ডি মারিয়াকে বদলি হিসেবে নামানো হয়। পরে দলের পক্ষ থেকে জানানো হয় দৌড়ানোর সময় ডান পায়ে অস্বস্তি অনুভব করায় তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়।

এরপর থেকে প্রায় আঘাতপ্রাপ্ত জায়গায় এমন অস্বস্তিতে ভুগেন মেসি। সবশেষ চিলি বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটে বাজে ট্যাকেলের শিকার হন তিনি। এরপর থেকে আবারও ভুগছেন সেই অস্বস্তিতে।

Adds Banner_2024

কোয়ার্টারের আগে মাঠে ফেরা হচ্ছে না মেসির

আপডেটের সময় : ১২:৫৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

কোপা আমেরিকা কাপে আর্জেন্টিনার পরের ম্যাচ পেরুর বিপেক্ষ। বাংলাদেশ সময় রোববার (২৮ জুন) সকাল ৬টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।

কানাডা ও চিলিকে হারিয়ে লাতিন মহাদেশীয় আসরের কোয়ার্টার ফাইনালে উঠেছে লিওনেল স্কালোনির দল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য আর্জেন্টাইনদের। বর্তমান বিশ্বজয়ীদের বড় উদ্বেগের নাম লিওনেল মেসি।

চিলির বিপক্ষে ইনজুরিতে পড়েন আর্জেন্টাইন অধিনায়ক। পেরুর বিপক্ষে বিশ্রাম দেওয়া হতে পারে তাকে। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে দলের অনুশীলনে দেখা যায়নি মেসিকে। পেরুর বিপক্ষে খেলার সম্ভাবনা কম। সরাসরি কোয়ার্টার ফাইনাল মাঠে নামবেন তিনি।

কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইকুয়েডর অথবা মেক্সিকো। দুম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে এ-গ্রুপের টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ড্র করলে গ্রুপসেরা হয়ে শেষ আটে জায়গা করে নেবেন মেসিরা।

কানাডা-চিলির ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে এ-গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে যাবে কারা।

এখন আর্জেন্টাইনদের বেশি মনোযোগ দলের সেরা তারকা মেসিকে ঘিরে। ইনজুরি আক্রান্ত স্থান নিয়ে কাজ করছে আর্জেন্টিনা জাতীয় দলের চিকিৎসক দল। চিলির বিপক্ষে নামার আগে গলাব্যাথা ও জ্বরে ভুগছিলেন তিনি। কাজে তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

শুক্রবার (২৮ জুন) ইনজুরির অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি দলের অনুশীলনে যোগ দেবেন কি না। আর তা না হলে ইনজুরি পরবর্তী পুনর্বাসন পক্রিয়ার জন্য আলাদা অনুশীলন করানো হবে মেসিকে।

যাতে কোপা আমেরিকার নকআউট পর্ব আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠেন আর্জেন্টাইন কিংবদন্তি। এ-গ্রুপের চ্যাম্পিয়ন হলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হবে বি-গ্রুপের রানার্স আপ ইকুয়েডর অথবা মেক্সিকো।

গ্রুপের এক নম্বর দল হলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে নামতে হবে বাংলাদেশ সময় শুক্রবার (৫ জুলাই) সকালে। আর গ্রুপের রানার্স আপ হলে লিওনেল স্কালনির দলকে খেলতে হবে বাংলাদেশ সময় শনিবার (৬ জুলাই) সকালে। ধারণা করা হচ্ছে এই সময়ের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন মেসি।

মেসির ইনজুরির ইতিহাস

চলতি বছরের শুরুতে বিভিন্ন শারীরিক অস্বস্তির কথা জানাছিলেন মেসি। এ জন্য তাকে বিশ্রামও দেয় ইন্টার মায়ামি। ডান পায়ের মাংস পেশিতে চোটের কারণে গত মার্চে এল সালভাদর এবং কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাতীয় দলের জার্সিতে নামা হয়নি তার।

এর আগে ২০২৩ সালের ২১ নভেম্বর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ঐতিহাসিক মারাকানায় ১-০ গোলের জয়ের ম্যাচে পুরো সময় খেলতে পারেনি মেসি।

তার পরিবর্তে অ্যাঞ্জেল ডি মারিয়াকে বদলি হিসেবে নামানো হয়। পরে দলের পক্ষ থেকে জানানো হয় দৌড়ানোর সময় ডান পায়ে অস্বস্তি অনুভব করায় তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়।

এরপর থেকে প্রায় আঘাতপ্রাপ্ত জায়গায় এমন অস্বস্তিতে ভুগেন মেসি। সবশেষ চিলি বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটে বাজে ট্যাকেলের শিকার হন তিনি। এরপর থেকে আবারও ভুগছেন সেই অস্বস্তিতে।