রাজশাহী , সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা মারা গেছেন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আমি থাকতেই প্রতিটি বিভাগে মেট্রোরেল করে দেব : প্রধানমন্ত্রী এবারের বাজেট মোটেও উচ্চাভিলাষী নয় : সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ৭ হাজার ৬৩৮ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের দুর্গাপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামী নাইম গ্রেফতার সিলেট-সুনামগঞ্জে আবারও বন্যার শঙ্কা লঘুচাপের প্রভাব : সারা দেশে অব্যাহত থাকবে বৃষ্টিপাত বাজার মূলধনে যোগ হলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ভিনির জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে দিলো ব্রাজিল জুনে প্রচণ্ড গরমে ভুগেছেন বাংলাদেশের ১৭ কোটি মানুষ সচল হয়েছে সাবমেরিন ক্যাবল, ফের মিলবে দ্রুতগতির ইন্টারনেট ‘টাকা পাঠিয়ে তুমি আমার জান ভিক্ষা দাও মা, আর সহ্য করতে পারছি না’ তিন হাজার টাকার ফ্যান ১০ হাজারে কিনেছে বিএমডিএ উত্তাল বঙ্গোপসাগর,পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কা, নিহত ১৩ স্থানীয় সরকারের ২২৩ পদে নির্বাচন ২৭ জুলাই ১০ মিনিটে জুমার খুতবা ও নামাজ শেষ করার নির্দেশ দিল আরব আমিরাত বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলেদেশ দল

ক্রিকেটাররা দেশে আসলেও ফেরেননি হাথুরু

  • জনপদ ডেস্ক
  • আপডেটের সময় : ১১:২৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • ২৭ টাইম ভিউ
Adds Banner_2024

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে ৮ রানের হারে বিদায় নিশ্চিত হয় টাইগারদের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফীস জানান, দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফ ও দুজন খেলোয়াড় ছাড়া শুক্রবার দেশে ফিরেছেন দলের সব ক্রিকেটার।

দুজন না ফেরার কারণ হিসেবে তিনি বলেন টিকিট না পাওয়ায় তারা ফিরতে পারেননি। কোচিং স্টাফের কেউ ফিরেছেন কিনা জানতে চাইলে বলেন, বাংলাদেশের খেলা না থাকায় আপাতত ওয়েস্ট ইন্ডিজ থেকে নিজ নিজ দেশে ফিরে গেছেন তারা।

এ ছাড়া স্পিন বোলিং কোচ মোস্তাক আহমেদের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ছিল চুক্তির মেয়াদ। কাজেই আপাতত তার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নেই।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পারফরম্যান্স ছিল মিশ্র। শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিলেন শান্তরা। এরপর দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও নেদারল্যান্ড এবং নেপালকে হারিয়ে টাইগাররা জায়গা করে নেয় সুপার এইটে।

সুপার এইটের সব ম্যাচে হেরেছে বাংলাদেশ। ভারত এবং অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারের পরও সুযোগ ছিল সেমিতে খেলার। সুপার এইট এর শেষ ম্যাচে আফগানদের দেওয়া লক্ষ্য পূরণ করতে হতো ১২ ওভার ১ বলে।

উল্টো বৃষ্টি আইনে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলে আফগানিস্তান।

এবারের বিশ্বকাপে বোলারদের পারফরম্যান্স দুর্দান্ত হলেও ব্যাটাররা ছিলেন ছন্দহীন। তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে বিশ্বকাপে রেকর্ড গড়েন তানজিদ হাসান তামিম।

শেষ দিকে এসে রান পান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। আর এক ম্যাচে অর্ধশতকের দেখা পান সাকিব আল হাসান।

বোলিংয়ে একমাত্র বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অর্ধশত উইকেট শিকার করেন তিনি। বিশ্বকাপ শেষে আইসিসি প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় ছয়ে নেমে গেছেন সাকিব।

বল হাতে দুর্দান্ত ছিলেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি এ দুজন। ইনজুরির কারণে শঙ্কায় থাকলেও এক ম্যাচ বাদে সবই খেলেছেন তাসকিন আহমেদ। আহামরি না হলেও মোটামুটি মানের পারফরম্যান্স ছিল দলের সহ-অধিনায়ককে।

মোস্তাফিজুর রহমান পুরো টুর্নামেন্টে ভালো করলেও ভারতের বিপক্ষে ছিলেন ছন্দহীন।

সবকিছু মিলিয়ে মিশ্র এক বিশ্বকাপ শেষে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। এখন কিছুদিনের বিশ্রাম। এরপর নেমে পড়তে হবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রস্তুতিতে।

Adds Banner_2024

ক্রিকেটাররা দেশে আসলেও ফেরেননি হাথুরু

আপডেটের সময় : ১১:২৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে ৮ রানের হারে বিদায় নিশ্চিত হয় টাইগারদের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফীস জানান, দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফ ও দুজন খেলোয়াড় ছাড়া শুক্রবার দেশে ফিরেছেন দলের সব ক্রিকেটার।

দুজন না ফেরার কারণ হিসেবে তিনি বলেন টিকিট না পাওয়ায় তারা ফিরতে পারেননি। কোচিং স্টাফের কেউ ফিরেছেন কিনা জানতে চাইলে বলেন, বাংলাদেশের খেলা না থাকায় আপাতত ওয়েস্ট ইন্ডিজ থেকে নিজ নিজ দেশে ফিরে গেছেন তারা।

এ ছাড়া স্পিন বোলিং কোচ মোস্তাক আহমেদের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ছিল চুক্তির মেয়াদ। কাজেই আপাতত তার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নেই।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পারফরম্যান্স ছিল মিশ্র। শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিলেন শান্তরা। এরপর দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও নেদারল্যান্ড এবং নেপালকে হারিয়ে টাইগাররা জায়গা করে নেয় সুপার এইটে।

সুপার এইটের সব ম্যাচে হেরেছে বাংলাদেশ। ভারত এবং অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারের পরও সুযোগ ছিল সেমিতে খেলার। সুপার এইট এর শেষ ম্যাচে আফগানদের দেওয়া লক্ষ্য পূরণ করতে হতো ১২ ওভার ১ বলে।

উল্টো বৃষ্টি আইনে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলে আফগানিস্তান।

এবারের বিশ্বকাপে বোলারদের পারফরম্যান্স দুর্দান্ত হলেও ব্যাটাররা ছিলেন ছন্দহীন। তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে বিশ্বকাপে রেকর্ড গড়েন তানজিদ হাসান তামিম।

শেষ দিকে এসে রান পান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। আর এক ম্যাচে অর্ধশতকের দেখা পান সাকিব আল হাসান।

বোলিংয়ে একমাত্র বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অর্ধশত উইকেট শিকার করেন তিনি। বিশ্বকাপ শেষে আইসিসি প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় ছয়ে নেমে গেছেন সাকিব।

বল হাতে দুর্দান্ত ছিলেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি এ দুজন। ইনজুরির কারণে শঙ্কায় থাকলেও এক ম্যাচ বাদে সবই খেলেছেন তাসকিন আহমেদ। আহামরি না হলেও মোটামুটি মানের পারফরম্যান্স ছিল দলের সহ-অধিনায়ককে।

মোস্তাফিজুর রহমান পুরো টুর্নামেন্টে ভালো করলেও ভারতের বিপক্ষে ছিলেন ছন্দহীন।

সবকিছু মিলিয়ে মিশ্র এক বিশ্বকাপ শেষে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। এখন কিছুদিনের বিশ্রাম। এরপর নেমে পড়তে হবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রস্তুতিতে।