রাজশাহী , রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আমি থাকতেই প্রতিটি বিভাগে মেট্রোরেল করে দেব : প্রধানমন্ত্রী এবারের বাজেট মোটেও উচ্চাভিলাষী নয় : সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ৭ হাজার ৬৩৮ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের দুর্গাপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামী নাইম গ্রেফতার সিলেট-সুনামগঞ্জে আবারও বন্যার শঙ্কা লঘুচাপের প্রভাব : সারা দেশে অব্যাহত থাকবে বৃষ্টিপাত বাজার মূলধনে যোগ হলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ভিনির জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে দিলো ব্রাজিল জুনে প্রচণ্ড গরমে ভুগেছেন বাংলাদেশের ১৭ কোটি মানুষ সচল হয়েছে সাবমেরিন ক্যাবল, ফের মিলবে দ্রুতগতির ইন্টারনেট ‘টাকা পাঠিয়ে তুমি আমার জান ভিক্ষা দাও মা, আর সহ্য করতে পারছি না’ তিন হাজার টাকার ফ্যান ১০ হাজারে কিনেছে বিএমডিএ উত্তাল বঙ্গোপসাগর,পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কা, নিহত ১৩ স্থানীয় সরকারের ২২৩ পদে নির্বাচন ২৭ জুলাই ১০ মিনিটে জুমার খুতবা ও নামাজ শেষ করার নির্দেশ দিল আরব আমিরাত বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলেদেশ দল আ. লীগ নেতা বাবুলের জানাজায় জেলা সভাপতি অনিল কুমার লাঞ্ছিত এমপি শাহরিয়ার আলমের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত: খায়রুজ্জামান লিটন প্রাথমিক শিক্ষা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

‘হত্যা কার্যক্রম টের পেয়ে চলে যেতে চান এমপি আনার’

  • আপডেটের সময় : ০৫:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • ২০ টাইম ভিউ
Adds Banner_2024

জনপদ ডেস্ক: সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় গ্রেপ্তার ফয়সাল আলী ও মোস্তাফিজুর রহমানের ৬ দিনের রিমান্ডের অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত শুনানি শেষে তাদের ৬ দিনের রিমান্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষে তাপস কুমার পাল রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, হত্যা পরিকল্পনার অংশ হিসেবে শিমুল ভূঁইয়ার নির্দেশে অন্য সদস্যরা ফয়সাল, মোস্তাফিজ, জিহাদ আনোয়ারুল আজীম আনারকে হত্যার কার্যক্রম শুরু করে। বিষয়টি বুঝতে পেরে চলে যেতে চান এমপি আনার। তবে ফয়সাল আলী সাহাজী তাকেকে পেছন থেকে গলায় ধরে মুখে ক্লোরোফর্ম (চেতনানাশক) মিশ্রিত রুমাল দিয়ে চেপে ধরে। মোস্তাফিজ, শিমুল ভূইয়াদের সহযোগিতায় অজ্ঞান করে তাকে হত্যা করে।

বৃহস্পতিবার (২৭ জুন) মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান আসামি ফয়সাল আলী সাহাজী ও মোস্তাফিজুর রহমান ফকিরকে আদালতে হাজির করে ১০ দিনের চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদনে এ তথ্য জানান তদন্ত কর্মকর্তা।

আবেদনে বলা হয়, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের সাথে সরাসরি জড়িত শিমুল ভুইয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।  জবানবন্দি পর্যালোচনা ও তদন্তকালে জানা যায়, আনোয়ারুল আজীম আনারকে অপহরণপূর্বক হত্যায় ঘাতক দলের প্রধান ভাড়াটে খুনি শিমুল ভূইয়ার কিলিং মিশনের সহযোগী হিসেবে ফয়সাল ও মোস্তাফিজুর রহমানের (ভাড়াটে খুনি) সংশ্লিষ্টতার প্রসঙ্গ আসে। ফয়সাল, মোস্তাফিজ ও জিহাদকে নিয়েই শিমুল ভূইয়া কিলিং মিশন বাস্তবায়ন করে।

তদন্তে আরও জানা যায়, ঘাতক দলের প্রধান ভাড়াটে খুনি শিমুল ভূইয়া ও আক্তারুজ্জামান শাহীন পরিকল্পনা অনুযায়ী ফয়সাল ও মোস্তাফিজকে অনেক টাকা দেবে বলে গত ২ মে বাংলাদেশ থেকে কলকাতায় নিয়ে হোটেলে রাখেন। তারপর হোটেল থেকে মোস্তাফিজ ১০ জুন এবং ফয়সাল ১২ জুন কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের বাসায় ওঠে। এদিকে এমপি আনার ১২ মে কলকাতায় যান এবং ১৩ মে আসামিদের প্রলোভনে ফয়সাল ও শিমুল ভূইয়ার সাথে সঞ্জীবা গার্ডেনের বাসায় যান। পরিকল্পনার অংশ হিসেবে শিমুল ভূইয়ার নির্দেশে অন্য সদস্যরা ফয়সাল, মোস্তাফিজ, জিহাদ, এমপি আনারকে হত্যার কার্যক্রম শুরু করে। বিষয়টি ভিকটিম বুঝতে পেরে চলে যেতে চাইলে ফয়সাল আনারকে পেছন থেকে গলায় ধরে মুখে চেতনানাশক ক্লোরোফর্ম মিশ্রিত রুমাল দিয়ে চেপে ধরেন এবং মোস্তাফিজ, শিমুল ভূইয়াদের সহযোগিতায় অজ্ঞান করে তাকে হত্যা করেন। পরে মরদেহ নিশ্চিহ্ন করে ফেলা হয়। আনারকে পরিকল্পিতভাবে প্রলুব্ধ করে বাংলাদেশ থেকে কলকাতার নিউটাউনের বাসায় নেওয়া ও হত্যা করে মরদেহ গুম করা পর্যন্ত শিমুল ভূইয়া, ফয়সাল, মোস্তাফিজ, সিয়াম ও জিহাদ সবাই প্রত্যক্ষভাবে কাজ করে।

এমপি আনারকে অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশিত হলে ফয়সাল ও মোস্তাফিজ নিজেদের নাম পরিচয় ও চেহারার আকৃতি পরিবর্তন করে বিভিন্ন স্থানে আত্মগোপন করে। তদন্তকালে ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় ফয়সালও মোস্তাফিজকে খুঁজে বের করা ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাওয়া হয়। ডিবি ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারে, ফয়সাল এবং মোস্তাফিজ চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন পাহাড়ে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ ২৪ জুন দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ২৬ জুন বিকেল সাড়ে ৪টার দিকে ফয়সাল ও মোস্তাফিজকে চট্টগ্রাম জেলার ভোজপুর থেকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, বুধবার চট্টগ্রামের ফটিকছড়ি থেকে মোস্তাফিজুর ও ফয়সালকে গ্রেপ্তার করে ডিবি। ছদ্মনামে তারা ২৩ দিন আত্মগোপনে ছিলেন বলেও জানানো হয়। পরে হেলিকপ্টারে ঢাকায় আনা হয় তাদের। আজীম হত্যা মামলায় দেশে ৭ জন এবং ভারতে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট মোটিভ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ব্যবসায়িক ও রাজনৈতিক কারণ আমলে নিয়েই তদন্ত চলছে।

আনোয়ারুল আজীম হত্যায় অংশ নেওয়া ৭ জনকেই গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। হারুন অর রশীদ বলেন, কিলিং মিশনে অংশ নেওয়া ৭ জনের মধ্যে ৫ জন বাংলাদেশে এবং বাকি দুজন ভারতে গ্রেপ্তার হয়েছে।

হারুন অর রশিদ বলেন, কলকাতায় বন্ধু গোপালের বাসা থেকে বের হওয়ার পর আনারকে রিসিভ করে শিমুল ভূইয়াসহ সঞ্জীবা গার্ডেনের সেই ফ্লাটে নিয়ে যায় ফয়সাল। আনার বুঝে যাওয়ার পর ক্লোরোফর্ম (চেতনানাশক) দিয়ে অচেতন করে মোস্তাফিজ। হত্যার পর ১৯ মে দেশে পালিয়ে আসে তারা। পেশায় ফয়সাল ও মোস্তাফিজ ছিল ট্রাক চালক।

আজীম হত্যা মামলায় দেশে এ পর্যন্ত মোট ৭ জনকে গ্রেপ্তার করে বিভিন্ন দফায় রিমান্ডে আনলেও এখন পর্যন্ত হত্যার মূল কারণ জানতে পারেনি গোয়েন্দারা।

হারুন অর রশিদ বলেন, এ হত্যার মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীন এখনও পলাতক। তাকে ধরতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

গত ১২ মে কলকাতায় চিকিৎসা করানোর জন্য যান আনোয়ারুল আজীম। কলকাতা পুলিশ জানায়, ১৩ মে নিউটাউনের একটি ফ্ল্যাটে খুন হন এই সংসদ সদস্য।

এ ঘটনায় আজীমের খোঁজ চেয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত শুরুর পর আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তবে আজীমের মরদেহ পাওয়া যায়নি।

গ্রেপ্তার হওয়া শিমুল, সেলেস্তা ও তানভীর এরই মধ্যে এমপি আজীমকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা বর্তমানে কারাগারে আছেন। এ ঘটনায় আরেক অভিযুক্ত মার্কিন নাগরিক আক্তারুজ্জামান শাহীন আমেরিকা পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Adds Banner_2024

‘হত্যা কার্যক্রম টের পেয়ে চলে যেতে চান এমপি আনার’

আপডেটের সময় : ০৫:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

জনপদ ডেস্ক: সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় গ্রেপ্তার ফয়সাল আলী ও মোস্তাফিজুর রহমানের ৬ দিনের রিমান্ডের অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত শুনানি শেষে তাদের ৬ দিনের রিমান্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষে তাপস কুমার পাল রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, হত্যা পরিকল্পনার অংশ হিসেবে শিমুল ভূঁইয়ার নির্দেশে অন্য সদস্যরা ফয়সাল, মোস্তাফিজ, জিহাদ আনোয়ারুল আজীম আনারকে হত্যার কার্যক্রম শুরু করে। বিষয়টি বুঝতে পেরে চলে যেতে চান এমপি আনার। তবে ফয়সাল আলী সাহাজী তাকেকে পেছন থেকে গলায় ধরে মুখে ক্লোরোফর্ম (চেতনানাশক) মিশ্রিত রুমাল দিয়ে চেপে ধরে। মোস্তাফিজ, শিমুল ভূইয়াদের সহযোগিতায় অজ্ঞান করে তাকে হত্যা করে।

বৃহস্পতিবার (২৭ জুন) মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান আসামি ফয়সাল আলী সাহাজী ও মোস্তাফিজুর রহমান ফকিরকে আদালতে হাজির করে ১০ দিনের চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদনে এ তথ্য জানান তদন্ত কর্মকর্তা।

আবেদনে বলা হয়, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের সাথে সরাসরি জড়িত শিমুল ভুইয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।  জবানবন্দি পর্যালোচনা ও তদন্তকালে জানা যায়, আনোয়ারুল আজীম আনারকে অপহরণপূর্বক হত্যায় ঘাতক দলের প্রধান ভাড়াটে খুনি শিমুল ভূইয়ার কিলিং মিশনের সহযোগী হিসেবে ফয়সাল ও মোস্তাফিজুর রহমানের (ভাড়াটে খুনি) সংশ্লিষ্টতার প্রসঙ্গ আসে। ফয়সাল, মোস্তাফিজ ও জিহাদকে নিয়েই শিমুল ভূইয়া কিলিং মিশন বাস্তবায়ন করে।

তদন্তে আরও জানা যায়, ঘাতক দলের প্রধান ভাড়াটে খুনি শিমুল ভূইয়া ও আক্তারুজ্জামান শাহীন পরিকল্পনা অনুযায়ী ফয়সাল ও মোস্তাফিজকে অনেক টাকা দেবে বলে গত ২ মে বাংলাদেশ থেকে কলকাতায় নিয়ে হোটেলে রাখেন। তারপর হোটেল থেকে মোস্তাফিজ ১০ জুন এবং ফয়সাল ১২ জুন কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের বাসায় ওঠে। এদিকে এমপি আনার ১২ মে কলকাতায় যান এবং ১৩ মে আসামিদের প্রলোভনে ফয়সাল ও শিমুল ভূইয়ার সাথে সঞ্জীবা গার্ডেনের বাসায় যান। পরিকল্পনার অংশ হিসেবে শিমুল ভূইয়ার নির্দেশে অন্য সদস্যরা ফয়সাল, মোস্তাফিজ, জিহাদ, এমপি আনারকে হত্যার কার্যক্রম শুরু করে। বিষয়টি ভিকটিম বুঝতে পেরে চলে যেতে চাইলে ফয়সাল আনারকে পেছন থেকে গলায় ধরে মুখে চেতনানাশক ক্লোরোফর্ম মিশ্রিত রুমাল দিয়ে চেপে ধরেন এবং মোস্তাফিজ, শিমুল ভূইয়াদের সহযোগিতায় অজ্ঞান করে তাকে হত্যা করেন। পরে মরদেহ নিশ্চিহ্ন করে ফেলা হয়। আনারকে পরিকল্পিতভাবে প্রলুব্ধ করে বাংলাদেশ থেকে কলকাতার নিউটাউনের বাসায় নেওয়া ও হত্যা করে মরদেহ গুম করা পর্যন্ত শিমুল ভূইয়া, ফয়সাল, মোস্তাফিজ, সিয়াম ও জিহাদ সবাই প্রত্যক্ষভাবে কাজ করে।

এমপি আনারকে অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশিত হলে ফয়সাল ও মোস্তাফিজ নিজেদের নাম পরিচয় ও চেহারার আকৃতি পরিবর্তন করে বিভিন্ন স্থানে আত্মগোপন করে। তদন্তকালে ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় ফয়সালও মোস্তাফিজকে খুঁজে বের করা ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাওয়া হয়। ডিবি ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারে, ফয়সাল এবং মোস্তাফিজ চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন পাহাড়ে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ ২৪ জুন দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ২৬ জুন বিকেল সাড়ে ৪টার দিকে ফয়সাল ও মোস্তাফিজকে চট্টগ্রাম জেলার ভোজপুর থেকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, বুধবার চট্টগ্রামের ফটিকছড়ি থেকে মোস্তাফিজুর ও ফয়সালকে গ্রেপ্তার করে ডিবি। ছদ্মনামে তারা ২৩ দিন আত্মগোপনে ছিলেন বলেও জানানো হয়। পরে হেলিকপ্টারে ঢাকায় আনা হয় তাদের। আজীম হত্যা মামলায় দেশে ৭ জন এবং ভারতে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট মোটিভ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ব্যবসায়িক ও রাজনৈতিক কারণ আমলে নিয়েই তদন্ত চলছে।

আনোয়ারুল আজীম হত্যায় অংশ নেওয়া ৭ জনকেই গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। হারুন অর রশীদ বলেন, কিলিং মিশনে অংশ নেওয়া ৭ জনের মধ্যে ৫ জন বাংলাদেশে এবং বাকি দুজন ভারতে গ্রেপ্তার হয়েছে।

হারুন অর রশিদ বলেন, কলকাতায় বন্ধু গোপালের বাসা থেকে বের হওয়ার পর আনারকে রিসিভ করে শিমুল ভূইয়াসহ সঞ্জীবা গার্ডেনের সেই ফ্লাটে নিয়ে যায় ফয়সাল। আনার বুঝে যাওয়ার পর ক্লোরোফর্ম (চেতনানাশক) দিয়ে অচেতন করে মোস্তাফিজ। হত্যার পর ১৯ মে দেশে পালিয়ে আসে তারা। পেশায় ফয়সাল ও মোস্তাফিজ ছিল ট্রাক চালক।

আজীম হত্যা মামলায় দেশে এ পর্যন্ত মোট ৭ জনকে গ্রেপ্তার করে বিভিন্ন দফায় রিমান্ডে আনলেও এখন পর্যন্ত হত্যার মূল কারণ জানতে পারেনি গোয়েন্দারা।

হারুন অর রশিদ বলেন, এ হত্যার মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীন এখনও পলাতক। তাকে ধরতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

গত ১২ মে কলকাতায় চিকিৎসা করানোর জন্য যান আনোয়ারুল আজীম। কলকাতা পুলিশ জানায়, ১৩ মে নিউটাউনের একটি ফ্ল্যাটে খুন হন এই সংসদ সদস্য।

এ ঘটনায় আজীমের খোঁজ চেয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত শুরুর পর আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তবে আজীমের মরদেহ পাওয়া যায়নি।

গ্রেপ্তার হওয়া শিমুল, সেলেস্তা ও তানভীর এরই মধ্যে এমপি আজীমকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা বর্তমানে কারাগারে আছেন। এ ঘটনায় আরেক অভিযুক্ত মার্কিন নাগরিক আক্তারুজ্জামান শাহীন আমেরিকা পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।