রাজশাহী , রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আমি থাকতেই প্রতিটি বিভাগে মেট্রোরেল করে দেব : প্রধানমন্ত্রী এবারের বাজেট মোটেও উচ্চাভিলাষী নয় : সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ৭ হাজার ৬৩৮ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের দুর্গাপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামী নাইম গ্রেফতার সিলেট-সুনামগঞ্জে আবারও বন্যার শঙ্কা লঘুচাপের প্রভাব : সারা দেশে অব্যাহত থাকবে বৃষ্টিপাত বাজার মূলধনে যোগ হলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ভিনির জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে দিলো ব্রাজিল জুনে প্রচণ্ড গরমে ভুগেছেন বাংলাদেশের ১৭ কোটি মানুষ সচল হয়েছে সাবমেরিন ক্যাবল, ফের মিলবে দ্রুতগতির ইন্টারনেট ‘টাকা পাঠিয়ে তুমি আমার জান ভিক্ষা দাও মা, আর সহ্য করতে পারছি না’ তিন হাজার টাকার ফ্যান ১০ হাজারে কিনেছে বিএমডিএ উত্তাল বঙ্গোপসাগর,পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কা, নিহত ১৩ স্থানীয় সরকারের ২২৩ পদে নির্বাচন ২৭ জুলাই ১০ মিনিটে জুমার খুতবা ও নামাজ শেষ করার নির্দেশ দিল আরব আমিরাত বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলেদেশ দল আ. লীগ নেতা বাবুলের জানাজায় জেলা সভাপতি অনিল কুমার লাঞ্ছিত এমপি শাহরিয়ার আলমের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত: খায়রুজ্জামান লিটন প্রাথমিক শিক্ষা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কোপার কোয়ার্টারে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কে?

  • জনপদ ডেস্ক
  • আপডেটের সময় : ০৩:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • ১০ টাইম ভিউ
Adds Banner_2024

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আগেই নিজেদের জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপ থেকে প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। টানা দুই জয়ে শেষ আটে সবার আগে পা রেখেছে আলবিসেলেস্তেরা। এখনও এক ম্যাচডে বাকি থাকলেও এখন থেকেই শুরু হয়েছে লিওনেল মেসিদের সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ নিয়ে। 

এখন পর্যন্ত আর্জেন্টিনার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল স্লট নিশ্চিত না। গ্রুপ চ্যাম্পিয়ন হলে তারা খেলবে এ১ দল হিসেবে। আর কোনো কারণে গ্রুপ রানারআপ হলে তাদের স্লট হবে এ২। যদিও বর্তমান পরিস্থিতি বলছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই আর্জেন্টিনার কোয়ার্টার খেলার সম্ভাবনা বেশি।

‘এ’ গ্রুপে কানাডা আছে আর্জেন্টিনার পরেই। তাদের পয়েন্ট ৩। আর্জেন্টিনা পরের ম্যাচ হারলে আর কানাডা জিতলে দুই দলেরই পয়েন্ট হবে ৬। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকবে আলবিসেলেস্তেরাই। কানাডার -১ গোল ব্যবধানের বিপরীতে আর্জেন্টিনা আছে +৩ ব্যবধানে। সবমিলিয়ে তাই খুব বড় রকমের দুর্ঘটনা না ঘটলে আর্জেন্টিনাই থাকবে ‘এ’ গ্রুপের শীর্ষে।

 

আর যদি নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনা ড্র-ই করে, তারপরেও নিশ্চিন্ত থাকবে লিওনেল স্ক্যালোনির দল। ৭ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে থেকেই কোয়ার্টার ফাইনালে পা রাখবে তারা।

এ গ্রুপ থেকে ওঠার সুবাদে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা খেলবে বি গ্রুপ থেকে পেরিয়ে আসা দলের বিপক্ষে। সেখান থেকে মেক্সিকোর বিরুদ্ধে ১-০ গোলে জিতে কোয়ার্টারে জায়গা নিশ্চিত করেছে ভেনেজুয়েলা। আর্জেন্টিনার মতো তারাও জিতেছে দুই ম্যাচেই। সবশেষ বৃহস্পতিবার ভোরের ম্যাচে ৮৭ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে জয় পায় ভেনেজুয়েলা। জয়সূচক গোলটি করেন সলোমন রন্ডন।

 

প্রথম ম্যাচে তারা ইকুয়েডরকে হারিয়েছিল। ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টারে উঠল তারা। সেই গ্রুপে দুই এবং তিনে আছে ইকুয়েডর এবং মেক্সিকো। এই ম্যাচে জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টারে। একইসময়ে ভেনেজুয়েলা খেলবে কোনো জয় না পাওয়া জ্যামাইকার বিপক্ষে। কোপা আমেরিকা থেকে যাদের বিদায় এখনই নিশ্চিত হয়ে গিয়েছে।

আপাতদৃষ্টিতে তাই মেক্সিকো এবং ইকুয়েডর ম্যাচের জয়ী দলকেই সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ হিসেবে দেখছে আর্জেন্টিনার গণমাধ্যম। তবে এখান থেকে কাউকে নিশ্চিতভাবে ফেবারিটও বলা চলে না। ২০০২ সাল থেকে ইকুয়েডর এবং মেক্সিকো ৯ বার একে অন্যের মুখোমুখি হয়েছে। সেখানে মেক্সিকো জিতেছে ৪ ম্যাচ, ইকুয়েডর জয় পেয়েছে ৩ ম্যাচে। বাকি দুই ম্যাচ হয়েছে ড্র।

আবার কোনো কারণে জ্যামাইকার কাছে ভেনেজুয়েলা হেরে গেলে এবং মেক্সিকো-ইকুয়েডর ম্যাচে গোলব্যবধান বড় হলে, ভেনেজুয়েলাকেও দেখা যেতে পারে আর্জেন্টিনার বিপক্ষে। যদিও পরিসংখ্যান এবং বাস্তবতা বলছে তেমন ঘটার সম্ভাবনা নেই। বরং মেক্সিকো বা ইকুয়েডরকেই দেখা যেতে পারে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ হিসেবে।

Adds Banner_2024

কোপার কোয়ার্টারে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কে?

আপডেটের সময় : ০৩:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আগেই নিজেদের জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপ থেকে প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। টানা দুই জয়ে শেষ আটে সবার আগে পা রেখেছে আলবিসেলেস্তেরা। এখনও এক ম্যাচডে বাকি থাকলেও এখন থেকেই শুরু হয়েছে লিওনেল মেসিদের সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ নিয়ে। 

এখন পর্যন্ত আর্জেন্টিনার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল স্লট নিশ্চিত না। গ্রুপ চ্যাম্পিয়ন হলে তারা খেলবে এ১ দল হিসেবে। আর কোনো কারণে গ্রুপ রানারআপ হলে তাদের স্লট হবে এ২। যদিও বর্তমান পরিস্থিতি বলছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই আর্জেন্টিনার কোয়ার্টার খেলার সম্ভাবনা বেশি।

‘এ’ গ্রুপে কানাডা আছে আর্জেন্টিনার পরেই। তাদের পয়েন্ট ৩। আর্জেন্টিনা পরের ম্যাচ হারলে আর কানাডা জিতলে দুই দলেরই পয়েন্ট হবে ৬। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকবে আলবিসেলেস্তেরাই। কানাডার -১ গোল ব্যবধানের বিপরীতে আর্জেন্টিনা আছে +৩ ব্যবধানে। সবমিলিয়ে তাই খুব বড় রকমের দুর্ঘটনা না ঘটলে আর্জেন্টিনাই থাকবে ‘এ’ গ্রুপের শীর্ষে।

 

আর যদি নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনা ড্র-ই করে, তারপরেও নিশ্চিন্ত থাকবে লিওনেল স্ক্যালোনির দল। ৭ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে থেকেই কোয়ার্টার ফাইনালে পা রাখবে তারা।

এ গ্রুপ থেকে ওঠার সুবাদে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা খেলবে বি গ্রুপ থেকে পেরিয়ে আসা দলের বিপক্ষে। সেখান থেকে মেক্সিকোর বিরুদ্ধে ১-০ গোলে জিতে কোয়ার্টারে জায়গা নিশ্চিত করেছে ভেনেজুয়েলা। আর্জেন্টিনার মতো তারাও জিতেছে দুই ম্যাচেই। সবশেষ বৃহস্পতিবার ভোরের ম্যাচে ৮৭ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে জয় পায় ভেনেজুয়েলা। জয়সূচক গোলটি করেন সলোমন রন্ডন।

 

প্রথম ম্যাচে তারা ইকুয়েডরকে হারিয়েছিল। ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টারে উঠল তারা। সেই গ্রুপে দুই এবং তিনে আছে ইকুয়েডর এবং মেক্সিকো। এই ম্যাচে জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টারে। একইসময়ে ভেনেজুয়েলা খেলবে কোনো জয় না পাওয়া জ্যামাইকার বিপক্ষে। কোপা আমেরিকা থেকে যাদের বিদায় এখনই নিশ্চিত হয়ে গিয়েছে।

আপাতদৃষ্টিতে তাই মেক্সিকো এবং ইকুয়েডর ম্যাচের জয়ী দলকেই সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ হিসেবে দেখছে আর্জেন্টিনার গণমাধ্যম। তবে এখান থেকে কাউকে নিশ্চিতভাবে ফেবারিটও বলা চলে না। ২০০২ সাল থেকে ইকুয়েডর এবং মেক্সিকো ৯ বার একে অন্যের মুখোমুখি হয়েছে। সেখানে মেক্সিকো জিতেছে ৪ ম্যাচ, ইকুয়েডর জয় পেয়েছে ৩ ম্যাচে। বাকি দুই ম্যাচ হয়েছে ড্র।

আবার কোনো কারণে জ্যামাইকার কাছে ভেনেজুয়েলা হেরে গেলে এবং মেক্সিকো-ইকুয়েডর ম্যাচে গোলব্যবধান বড় হলে, ভেনেজুয়েলাকেও দেখা যেতে পারে আর্জেন্টিনার বিপক্ষে। যদিও পরিসংখ্যান এবং বাস্তবতা বলছে তেমন ঘটার সম্ভাবনা নেই। বরং মেক্সিকো বা ইকুয়েডরকেই দেখা যেতে পারে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ হিসেবে।