রাজশাহী , সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
প্রধানমন্ত্রী বেইজিং পৌঁছেছেন, বুধবার রাষ্ট্রপতি শি জিংপিংয়ের সঙ্গে বৈঠক গাড়িচালক থেকে থ্রি স্টার হোটেলের মালিক আবেদ আলী! প্রশ্নফাঁস : সিআইডি’র অভিযানে সেই আবেদ আলীসহ গ্রেপ্তার ১৭ ঘুষ ছাড়া ভবনের প্ল্যান পাস করে না আরডিএ আজ বেই‌জিং সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ৫ এক দফা দাবিতে ফের ব্লকেড কর্মসূচি ঘোষণা কোটাবিরোধী আন্দোলন: রাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন ও রেলপথ অবরোধের ঘোষণা বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৫ জনের, আহত ২০ এবার ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ ঢাবি শিক্ষার্থীদের ডব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদের সঙ্গে রাসিক মেয়রের সাক্ষাৎ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের রথযাত্রা মহোৎসব শুরু হচ্ছে আজ টাইব্রেকারে ব্রাজিলের স্বপ্নভঙ্গ, সেমিতে উরুগুয়ে পবিত্র আশুরা ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল রাবি রোববার ক্লাস-পরীক্ষা বর্জনসহ ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা বঙ্গবন্ধুর বাল্যকালের স্কুলে প্রধানমন্ত্রী আ.লীগ নেতা বাবুল হত্যা : অভিযুক্ত পৌর মেয়র আক্কাছ গ্রেপ্তার

ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের, হতাশ জেলেরা

  • জনপদ ডেস্ক
  • আপডেটের সময় : ১২:৩৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • ২৫ টাইম ভিউ
Adds Banner_2024

ভরা মৌসুমেও মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশ পাচ্ছেন না ভোলার জেলেরা। এতে অভাব, অনটন আর অনিশ্চয়তায় পড়েছেন তারা। কাঙ্ক্ষিত ইলিশের আশায় ধার-দেনা করে আর এনজিও থেকে ঋণ নিয়ে জাল বানিয়ে ও নৌকা মেরামত করলেও সেই ঋণ পরিশোধ নিয়ে অনেকটাই বিপাকে পড়েছেন জেলেরা।

তবে মৎস্য বিভাগ বলছে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে ঝাঁকে ঝাঁকে ইলিশ মিলবে নদীতে।

Trulli

মৎস্যবিভাগে হিসেবে, গত ৪ বছর ধরে ইলিশের উৎপাদন এবং আহরণ ভালো হয়েছে। তার মধ্যে ২০২১ সালে এক লাখ ৭৮ হাজার ৭৫৩ মেট্রিক টন, ২০২২ সালে এক লাখ ৭৮ হাজার ৯০৫ মেট্রিক টন, ২০২৩ সালে এক লাখ ৭৯ হাজার ৯৯৪ মেট্রিক টন এবং সবশেষ ২০২৪ সালে এখন পর্যন্ত এক লাখ ৮২ হাজার ৫০০ মেট্রিক টন।

অর্থাৎ প্রতি বছর ইলিশ আহরণ ও লক্ষ্যমাত্রা মাত্রা বাড়লেও এ বছর ভরা মৌসুমে ইলিশের প্রাপ্যতা এখন পর্যন্ত কম থাকায় হতাশ জেলেরা।

জানা গেছে, নদীতে ইলিশ ধরার ওপর নির্ভরশীল ভোলার ২ লাখের অধিক জেলে। মাছ শিকারের উদ্দেশে প্রতিদিন জাল ও নৌকা-ট্রলার নিয়ে নদীতে নেমে পড়েন তারা। কিন্তু চলতি ভরা মৌসুমে সারা দিন জাল বেয়ে প্রত্যাশা অনুযায়ী ইলিশ পাচ্ছেন না তারা। এতে মাছ শিকারে গিয়ে যে খরচ হয় তার অর্ধেকও উঠছে না আহরিত ইলিশ বিক্রির টাকায়। এতে চরম সংকটে পড়েছেন জেলেরা। ধার-দেনা আর ঋণ পরিশোধের চিন্তায় চরম হতাশায় ভুগছেন।

জেলে বশির মাঝি ফারুক ও বিল্লাল মাঝি বলেন, মার্চ-এপ্রিল দু-মাস মাছ ধরা বন্ধ থাকার পর জেলেরা নদীতে নেমেছেন কিন্তু  নদীতে ইলিশ সংকট। সারা দিন জাল বেয়ে তেমন একটা মাছ উঠছে না।

এদিকে, ইলিশ সংকটে শুধু জেলেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন; এমনটি নয়। আড়তদারদেরও চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ। বিগত সময় এমন দিনে ইলিশের সরবরাহ বেশি থাকলেও এবার তা কমে গেছে বলে মনে করছেন তারা।

ইলিশা ঘাটের আড়তদার মাসুদ রানা বলেন, এখন ইলিশের ভরা মৌসুম চলছে। বিগত বছর এমন দিনে আড়ত থেকে ২০/২৫ ঝুড়ি মাছ মোকামে পাঠাতাম। কিন্তু এ বছর ২ ঝুড়িও পাঠানো যাচ্ছে না। নদীতে ইলিশের আমদানি খুবই কম।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, এখন ইলিশ একটু কম পাওয়া যাচ্ছে। তবে বৃষ্টি বাড়লে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবেন জেলেরা।

Adds Banner_2024
Adds Banner_2024

গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Adds Banner_2024

ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের, হতাশ জেলেরা

আপডেটের সময় : ১২:৩৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

ভরা মৌসুমেও মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশ পাচ্ছেন না ভোলার জেলেরা। এতে অভাব, অনটন আর অনিশ্চয়তায় পড়েছেন তারা। কাঙ্ক্ষিত ইলিশের আশায় ধার-দেনা করে আর এনজিও থেকে ঋণ নিয়ে জাল বানিয়ে ও নৌকা মেরামত করলেও সেই ঋণ পরিশোধ নিয়ে অনেকটাই বিপাকে পড়েছেন জেলেরা।

তবে মৎস্য বিভাগ বলছে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে ঝাঁকে ঝাঁকে ইলিশ মিলবে নদীতে।

Trulli

মৎস্যবিভাগে হিসেবে, গত ৪ বছর ধরে ইলিশের উৎপাদন এবং আহরণ ভালো হয়েছে। তার মধ্যে ২০২১ সালে এক লাখ ৭৮ হাজার ৭৫৩ মেট্রিক টন, ২০২২ সালে এক লাখ ৭৮ হাজার ৯০৫ মেট্রিক টন, ২০২৩ সালে এক লাখ ৭৯ হাজার ৯৯৪ মেট্রিক টন এবং সবশেষ ২০২৪ সালে এখন পর্যন্ত এক লাখ ৮২ হাজার ৫০০ মেট্রিক টন।

অর্থাৎ প্রতি বছর ইলিশ আহরণ ও লক্ষ্যমাত্রা মাত্রা বাড়লেও এ বছর ভরা মৌসুমে ইলিশের প্রাপ্যতা এখন পর্যন্ত কম থাকায় হতাশ জেলেরা।

জানা গেছে, নদীতে ইলিশ ধরার ওপর নির্ভরশীল ভোলার ২ লাখের অধিক জেলে। মাছ শিকারের উদ্দেশে প্রতিদিন জাল ও নৌকা-ট্রলার নিয়ে নদীতে নেমে পড়েন তারা। কিন্তু চলতি ভরা মৌসুমে সারা দিন জাল বেয়ে প্রত্যাশা অনুযায়ী ইলিশ পাচ্ছেন না তারা। এতে মাছ শিকারে গিয়ে যে খরচ হয় তার অর্ধেকও উঠছে না আহরিত ইলিশ বিক্রির টাকায়। এতে চরম সংকটে পড়েছেন জেলেরা। ধার-দেনা আর ঋণ পরিশোধের চিন্তায় চরম হতাশায় ভুগছেন।

জেলে বশির মাঝি ফারুক ও বিল্লাল মাঝি বলেন, মার্চ-এপ্রিল দু-মাস মাছ ধরা বন্ধ থাকার পর জেলেরা নদীতে নেমেছেন কিন্তু  নদীতে ইলিশ সংকট। সারা দিন জাল বেয়ে তেমন একটা মাছ উঠছে না।

এদিকে, ইলিশ সংকটে শুধু জেলেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন; এমনটি নয়। আড়তদারদেরও চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ। বিগত সময় এমন দিনে ইলিশের সরবরাহ বেশি থাকলেও এবার তা কমে গেছে বলে মনে করছেন তারা।

ইলিশা ঘাটের আড়তদার মাসুদ রানা বলেন, এখন ইলিশের ভরা মৌসুম চলছে। বিগত বছর এমন দিনে আড়ত থেকে ২০/২৫ ঝুড়ি মাছ মোকামে পাঠাতাম। কিন্তু এ বছর ২ ঝুড়িও পাঠানো যাচ্ছে না। নদীতে ইলিশের আমদানি খুবই কম।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, এখন ইলিশ একটু কম পাওয়া যাচ্ছে। তবে বৃষ্টি বাড়লে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবেন জেলেরা।