রাজশাহী , শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সচল হয়েছে সাবমেরিন ক্যাবল, ফের মিলবে দ্রুতগতির ইন্টারনেট ‘টাকা পাঠিয়ে তুমি আমার জান ভিক্ষা দাও মা, আর সহ্য করতে পারছি না’ তিন হাজার টাকার ফ্যান ১০ হাজারে কিনেছে বিএমডিএ উত্তাল বঙ্গোপসাগর,পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কা, নিহত ১৩ স্থানীয় সরকারের ২২৩ পদে নির্বাচন ২৭ জুলাই ১০ মিনিটে জুমার খুতবা ও নামাজ শেষ করার নির্দেশ দিল আরব আমিরাত বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলেদেশ দল আ. লীগ নেতা বাবুলের জানাজায় জেলা সভাপতি অনিল কুমার লাঞ্ছিত এমপি শাহরিয়ার আলমের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত: খায়রুজ্জামান লিটন প্রাথমিক শিক্ষা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তীব্র গরমে পাকিস্তানে হাঁসফাঁস, ছয়দিনে ৫ শতাধিক মানুষের মৃত্যু সারাদেশে বজ্রবৃষ্টির আভাস, তাপমাত্রা কমবে ৩ ডিগ্রি জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের ১০১তম জন্মবার্ষিকী আজ বেনজীরের ৭ পাসপোর্টের সন্ধান মা হারালেন সাবেক অধিনায়ক পাইলট পরীমণির সঙ্গে রাত্রীযাপন : চাকরি হারালেন সেই পুলিশ কর্মকর্তা ইউরোপে তো কোনো বর্ডার নেই, তারা কি বিক্রি হয়ে গেছে? বাংলাদেশকে হারিয়ে সেমিতে আফগানিস্তান, অস্ট্রেলিয়ার বিদায় ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

জুন শেষে ওটিটি

  • জনপদ ডেস্ক
  • আপডেটের সময় : ০১:১৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • ২৩ টাইম ভিউ
Adds Banner_2024

বিনোদনপ্রেমী দর্শকদের জন্য পছন্দের অন্যতম প্ল্যাটফর্ম এখন ওটিটি বা (ওভার দ্য টপ স্ট্রিমিং)। এখানে একসঙ্গে পছন্দ অনুযায়ী ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, সিনেমাসহ ডকুমেন্ট্রি ফিল্ম ঘরে বসেই উপভোগের সুযোগ রয়েছে দর্শকদের। তাই চাহিদা অনুযায়ী নির্মাতা, প্রযোজক ও প্রোডাকশন হাউসগুলো প্রতিনিয়ত মুক্তি দিচ্ছে অসংখ্য জনপ্রিয় সিরিজ ও ফিল্ম। প্রতি সপ্তাহেই দর্শক ধরে রাখতে নেটফ্লিক্স, আমাজনসহ অসংখ্য ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে তারকাবহুল বেশ কিছু কনটেন্ট। জুনের শেষ সপ্তাহে কোন প্ল্যাটফর্মে কী কী মুক্তি পাচ্ছে, তা নিয়ে  আজকের এ আয়োজন।

লাভ মৌলি

ভারতের ওটিটির অনেক বড় একটি দর্শক ধরে রেখেছে দক্ষিণের কনটেন্টগুলো। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও দাপট রয়েছে তাদের। দর্শক চাহিদা মাথায় রেখে এই ইন্ডাস্ট্রির নির্মাতারা নিয়মিত দর্শক ধরে রাখতে কাজ করে থাকেন। জুনের ২৭ তারিখ আহা ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে ড্রামা ও ভালোবাসার গল্পে নির্মিত নতুন ওয়েব ফিল্ম লাভ মৌলি। এটি পরিচালনা করেছেন অবনীন্দ্র। এতে অভিনয় করেছেন চরভি দত্ত, পাংখুরী গিদওয়ানি ও নাভদীপের মতো তারকা।

সিভিল ওয়ার

২০২৪ সালের অন্যতম জনপ্রিয় হলিউড সিনেমা সিভিল ওয়ার। বড় পর্দায় এটি মুক্তি পেয়েছিল এ বছরের ১২ এপ্রিল। এবার সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে ২৮ জুন মুক্তি পেতে যাচ্ছে। থ্রিলার গল্পে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ব্রিটিশ নির্মাতা অ্যালেক্স গারল্যান্ড। গল্পও তার লেখা। সিনেমায় অভিনয় করেছেন কার্স্টেন ডানস্ট, ওয়াগনার মৌরা, স্টিফেন ম্যাককিনলে হেন্ডারসন, সোনোয়া মিজুনো ও নিক অফারম্যান।

এ ফ্যামিলি অ্যাফেয়ার

ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে জুনের ২৮ তারিখ মুক্তি পাবে রোমান্টিক, কমেডি ও ড্রামা ধাঁচের ওয়েব ফিল্ম এ ফ্যামিলি অ্যাফেয়ার। এটি নির্মাণ করেছেন রিচার্ড লাগ্রাভেনিস। এর গল্প লিখেছেন ক্যারি সলোমন। তারকাবহুল ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন নিকোল কিডম্যান, জ্যাক এফ্রোন, জোই কিং, লিজা কোশি, ক্যাথি বেটস ও শার্লি ম্যাকলাইনের মতো তারকা।

দ্য ওয়ের্লউইন্ড

ওয়েব ফিল্মের পাশাপাশি জুনের শেষে মুক্তি পাবে ওয়েব সিরিজও। সেই তালিকায় রয়েছে কোরিয়ান ড্রামা সিরিজ দ্য ওয়ের্লউইন্ড। যার বাংলা অর্থ ঘূর্ণিঝড়। এটি নেটফ্লিক্সে মুক্তি পাবে জুনের ২৮ তারিখ। সাউথ কোরিয়ান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সিরিজটির গল্প সাজানো হয়েছে। এতে অভিনয় করেছেন লি হে-ইয়ং, সল কিয়ং-গু ও কিম হের মতো তারকারা।

আভেশাম

বড় পর্দায় মুক্তির পর এবার ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে ফাহাদ ফাসিল অভিনীত সিনেমা আভেশাম। এটি মুক্তির পর অভিনেতা ফাহাদ ফাসিলের অভিনয় ভক্তদের কাছে ব্যাপক প্রশংসিত হয়। এবার ওটিটিতে আসছে সিনেমাটি। জুনের ২৮ তারিখ ডিজনি প্লাস হটস্টারে এটি মুক্তি পাবে। আভেশামে ফাহাদ ফাসিল বেঙ্গালুরুর ডন রাঙ্গা আন্নার চরিত্রে অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন জিঠু মাধবন।

Adds Banner_2024
জনপ্রিয় পোস্ট

জুন শেষে ওটিটি

আপডেটের সময় : ০১:১৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

বিনোদনপ্রেমী দর্শকদের জন্য পছন্দের অন্যতম প্ল্যাটফর্ম এখন ওটিটি বা (ওভার দ্য টপ স্ট্রিমিং)। এখানে একসঙ্গে পছন্দ অনুযায়ী ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, সিনেমাসহ ডকুমেন্ট্রি ফিল্ম ঘরে বসেই উপভোগের সুযোগ রয়েছে দর্শকদের। তাই চাহিদা অনুযায়ী নির্মাতা, প্রযোজক ও প্রোডাকশন হাউসগুলো প্রতিনিয়ত মুক্তি দিচ্ছে অসংখ্য জনপ্রিয় সিরিজ ও ফিল্ম। প্রতি সপ্তাহেই দর্শক ধরে রাখতে নেটফ্লিক্স, আমাজনসহ অসংখ্য ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে তারকাবহুল বেশ কিছু কনটেন্ট। জুনের শেষ সপ্তাহে কোন প্ল্যাটফর্মে কী কী মুক্তি পাচ্ছে, তা নিয়ে  আজকের এ আয়োজন।

লাভ মৌলি

ভারতের ওটিটির অনেক বড় একটি দর্শক ধরে রেখেছে দক্ষিণের কনটেন্টগুলো। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও দাপট রয়েছে তাদের। দর্শক চাহিদা মাথায় রেখে এই ইন্ডাস্ট্রির নির্মাতারা নিয়মিত দর্শক ধরে রাখতে কাজ করে থাকেন। জুনের ২৭ তারিখ আহা ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে ড্রামা ও ভালোবাসার গল্পে নির্মিত নতুন ওয়েব ফিল্ম লাভ মৌলি। এটি পরিচালনা করেছেন অবনীন্দ্র। এতে অভিনয় করেছেন চরভি দত্ত, পাংখুরী গিদওয়ানি ও নাভদীপের মতো তারকা।

সিভিল ওয়ার

২০২৪ সালের অন্যতম জনপ্রিয় হলিউড সিনেমা সিভিল ওয়ার। বড় পর্দায় এটি মুক্তি পেয়েছিল এ বছরের ১২ এপ্রিল। এবার সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে ২৮ জুন মুক্তি পেতে যাচ্ছে। থ্রিলার গল্পে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ব্রিটিশ নির্মাতা অ্যালেক্স গারল্যান্ড। গল্পও তার লেখা। সিনেমায় অভিনয় করেছেন কার্স্টেন ডানস্ট, ওয়াগনার মৌরা, স্টিফেন ম্যাককিনলে হেন্ডারসন, সোনোয়া মিজুনো ও নিক অফারম্যান।

এ ফ্যামিলি অ্যাফেয়ার

ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে জুনের ২৮ তারিখ মুক্তি পাবে রোমান্টিক, কমেডি ও ড্রামা ধাঁচের ওয়েব ফিল্ম এ ফ্যামিলি অ্যাফেয়ার। এটি নির্মাণ করেছেন রিচার্ড লাগ্রাভেনিস। এর গল্প লিখেছেন ক্যারি সলোমন। তারকাবহুল ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন নিকোল কিডম্যান, জ্যাক এফ্রোন, জোই কিং, লিজা কোশি, ক্যাথি বেটস ও শার্লি ম্যাকলাইনের মতো তারকা।

দ্য ওয়ের্লউইন্ড

ওয়েব ফিল্মের পাশাপাশি জুনের শেষে মুক্তি পাবে ওয়েব সিরিজও। সেই তালিকায় রয়েছে কোরিয়ান ড্রামা সিরিজ দ্য ওয়ের্লউইন্ড। যার বাংলা অর্থ ঘূর্ণিঝড়। এটি নেটফ্লিক্সে মুক্তি পাবে জুনের ২৮ তারিখ। সাউথ কোরিয়ান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সিরিজটির গল্প সাজানো হয়েছে। এতে অভিনয় করেছেন লি হে-ইয়ং, সল কিয়ং-গু ও কিম হের মতো তারকারা।

আভেশাম

বড় পর্দায় মুক্তির পর এবার ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে ফাহাদ ফাসিল অভিনীত সিনেমা আভেশাম। এটি মুক্তির পর অভিনেতা ফাহাদ ফাসিলের অভিনয় ভক্তদের কাছে ব্যাপক প্রশংসিত হয়। এবার ওটিটিতে আসছে সিনেমাটি। জুনের ২৮ তারিখ ডিজনি প্লাস হটস্টারে এটি মুক্তি পাবে। আভেশামে ফাহাদ ফাসিল বেঙ্গালুরুর ডন রাঙ্গা আন্নার চরিত্রে অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন জিঠু মাধবন।